রায়দিঘি, 21 মে : কয়েক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে এলাকার টিউবওয়েলগুলি । ফলে পাশের গ্রামের টিউবওয়েল থেকে পানীয় জল নিয়ে আসতেন রায়দিঘির কুমড়োপাড়ার উত্তরপাড়ার বাসিন্দারা । কিন্তু করোনা পরিস্থিতিতে পাশের গ্রামের টিউবওয়েলগুলিতে জল নিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ । ফলে গরমে তীব্র জল সংকটে ভুগছেন এলাকার কয়েকশো মানুষ ৷ তাই পানীয় জলের জন্য টিউবওয়েলগুলি সারাইয়ের দাবিতে পথ অবরোধ করলেন তাঁরা ৷
শুক্রবার সাতসকালে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন ও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা । ভরা কোটালের সময় প্রায়শই বাঁধ উপচে নোনাজল ঢুকে প্লাবিত হয় কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকা । গ্রামের পুকুর ও জলাশয়গুলিতেও নোনাজল পূর্ণ থাকে । ফলে পানীয় জলের জন্য একমাত্র ভরসা টিউবওয়েল ৷ কিন্তু 4 মাস এলাকার টিউবওয়েলগুলি বিকল হয়ে পড়ে রয়েছে । আগে পাশের গ্রাম থেকে জল নিয়ে আসা হলেও করোনা কারণে সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে ৷ তীব্র ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয়রা । বারংবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ ।
আরও পড়ুন : শোভন-বৈশাখী মিমে ঝড় বইছে সমাজের ভার্চুয়াল দেওয়ালে
শুক্রবার তাই একপ্রকার বাধ্য হয়েই সকাল থেকে রায়দিঘি-বোলেরবাজার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কুমড়োপাড়ার উত্তরপাড়ার বাসিন্দারা । হাতে কলসি ও বালতি নিয়েও বিক্ষোভে অংশ নেন এলাকার মহিলারাও ৷ দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করেন ৷ তারপর বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা । তবে এলাকার পানীয় জলের টিউবওয়েলগুলি দ্রুত সারাই না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।