ETV Bharat / state

Narendrapur Murder case: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মা-বাবার নিথর দেহের সঙ্গে রাত কাটল শিশুর - নরেন্দ্রপুরে দম্পতির দেহ উদ্ধার

4 বছরের শিশুর সামনে স্ত্রী'কে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি (husband died by suicide after killing wife in front of kid) ৷ ঘটনাটি ঘটেছে রাজপুর-সোনারপুর পৌরসভার অন্তর্গত 35 ওয়ার্ডের উদয়নপল্লীতে (Narendrapur Murder case) ৷

narendrapur double murder case
ETV Bharat
author img

By

Published : Sep 15, 2022, 9:38 PM IST

Updated : Sep 15, 2022, 9:54 PM IST

সোনারপুর, 15 সেপ্টেম্বর: বিচলিত করার মতো এক ঘটনার সাক্ষী থাকল রাজপুর-সোনারপুর পৌরসভার অন্তর্গত 35 ওয়ার্ডের উদয়নপল্লী ৷ বুধবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই এলাকায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন এক ব্যক্তি ৷ আর বাবা-মায়ের নিথর দেহের সারারাত বসে রইল 4 বছরের শিশু (husband died by suicide after killing wife in front of kid) ৷ বৃহস্পতিবার গোটা ঘটনা জানাজানি হয় (Narendrapur Murder case) ৷

অনুমান, শিশুটির সামনেই ওই ব্যক্তি বঁটি দিয়ে কুপিয়ে খুন করেছেন তাঁর স্ত্রীকে ৷ পরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হন ৷ মৃত দম্পতির নাম নির্মল গায়েন ও চন্দনা গায়েন । জানা গিয়েছে, মাত্র 4 দিন আগেই এই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই দম্পতি ৷ তাঁদের বাড়ি উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জে । বুধবারই একটি সাইকেলও কেনেন নির্মল । এদিন সকালে কাজে যাওয়ার কথা ছিল তাঁর । সেইমত একজন ডাকতেও আসে । কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ দেখে ও কোনও সাড়া শব্দ না-পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মা-বাবার নিথর দেহের সঙ্গে রাত কাটল শিশুর

আরও পড়ুন: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

এরপরেই আসল ঘটনা সামনে আসে ৷ জানালা দিয়ে দেখা যায় চন্দনার রক্তাক্ত দেহ ও নির্মলের ঝুলন্ত দেহ (Narendrapur husband and wife body recovery)। খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে ৷ বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা কোনও আওয়াজ পাননি ৷ মৃত দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত বঁটি উদ্ধার হয়েছে ৷

সোনারপুর, 15 সেপ্টেম্বর: বিচলিত করার মতো এক ঘটনার সাক্ষী থাকল রাজপুর-সোনারপুর পৌরসভার অন্তর্গত 35 ওয়ার্ডের উদয়নপল্লী ৷ বুধবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই এলাকায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন এক ব্যক্তি ৷ আর বাবা-মায়ের নিথর দেহের সারারাত বসে রইল 4 বছরের শিশু (husband died by suicide after killing wife in front of kid) ৷ বৃহস্পতিবার গোটা ঘটনা জানাজানি হয় (Narendrapur Murder case) ৷

অনুমান, শিশুটির সামনেই ওই ব্যক্তি বঁটি দিয়ে কুপিয়ে খুন করেছেন তাঁর স্ত্রীকে ৷ পরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হন ৷ মৃত দম্পতির নাম নির্মল গায়েন ও চন্দনা গায়েন । জানা গিয়েছে, মাত্র 4 দিন আগেই এই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই দম্পতি ৷ তাঁদের বাড়ি উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জে । বুধবারই একটি সাইকেলও কেনেন নির্মল । এদিন সকালে কাজে যাওয়ার কথা ছিল তাঁর । সেইমত একজন ডাকতেও আসে । কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ দেখে ও কোনও সাড়া শব্দ না-পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মা-বাবার নিথর দেহের সঙ্গে রাত কাটল শিশুর

আরও পড়ুন: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

এরপরেই আসল ঘটনা সামনে আসে ৷ জানালা দিয়ে দেখা যায় চন্দনার রক্তাক্ত দেহ ও নির্মলের ঝুলন্ত দেহ (Narendrapur husband and wife body recovery)। খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে ৷ বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা কোনও আওয়াজ পাননি ৷ মৃত দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত বঁটি উদ্ধার হয়েছে ৷

Last Updated : Sep 15, 2022, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.