ETV Bharat / state

Acid Attack by Husband: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের! স্ত্রী'র মুখে অ্যাসিড ছোঁড়ায় গ্রেফতার স্বামী - বিবাহ বহির্ভূত সম্পর্কের জের

স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক। একজন নয়, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বলে অভিযোগ। তারই প্রতিবাদ করায় স্ত্রী'র উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ বারুইপুরের ওই অ্যাসিড আক্রান্ত গৃহবধূকে কলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতারও করা হয়েছে (husband arrest for pouring acid on wife)।

baruipur acid attack
স্ত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ায় গ্রেফতার স্বামী
author img

By

Published : Jun 3, 2022, 3:46 PM IST

বারুইপুর, 3 জুন : স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী'র উপর অ্যাসিড হামলা স্বামীর (husband arrest for pouring acid on wife) ৷ পরিবার সূত্রে খবর, 18 বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। দুই মেয়েও রয়েছে। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, দীর্ঘদিন বিবাহিত জীবনের পরও ওই স্বামী পরনারীর প্রতি আসক্ত। একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ঘর ভাড়া নিয়ে এক মহিলাকে ওই এলাকায় রেখেছেন। যা নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ চরমে ওঠে।

বেশ কিছুদিন স্বামী বাড়িতে থাকছিলেন না। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে লুকিয়ে বাড়িতে ঢোকেন। সে সময় স্ত্রী বিছানায় ঘুমোচ্ছিলেন। হঠাৎই ঘাড়ে জ্বালা-পোড়া ৷ ধড়ফড়িয়ে উঠে বসতেই বুক, পেট পুড়ে যায়। তরল কিছু একটা গায়ের ওপর। এরপরই পিছু ফিরে ওই মহিলা দেখেন জানলার বাইরে স্বামী দাঁড়িয়ে। ওই তরল যে জায়গায় লেগেছে সে সব জায়গা ততক্ষণে পুড়ে কালো হয়ে গিয়েছে। তিনি তখন বুঝতে পারলেন, অ্যাসিড ঢালা হয়েছে তাঁর গায়ে। এই ঘটনা কানে গিয়ে পৌঁছয় বারুইপুর থানার পুলিশের কাছে।

আরও পড়ুন : আড়াই বছরের প্রেম পায়নি পূর্ণতা, সুইসাইড নোট লিখে আত্মঘাতী তৃতীয় বর্ষের ছাত্র

এলাকার এক বাসিন্দা জানান, "সকালে দেখলাম পুলিশ এসেছে। মহিলা নিজেই বলেছেন স্বামী অ্যাসিড ছুঁড়েছে । ভোরের দিকেই ঘটনাটি ঘটেছে । তড়িঘড়ি একটি অটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।" পাশাপাশি ওই মহিলার দাদা বলেন, "ভোরবেলা খবর পেলাম। বোনের কথা বলার মতো ক্ষমতা ছিল না। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাই। এলাকার লোকজন বারুইপুর হাসপাতালে নিয়ে যায় বোনকে। পরে সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। ওর বরই অ্যাসিড মেরেছে। অন্য এক মহিলাকে নিয়ে ভাড়া বাড়িতে রেখেছে। একাধিক সম্পর্ক রয়েছে ওই ষুবকের। বোন এর প্রতিবাদ করায় ঝগড়া হয়। এরপর এই ঘটনা।"

বারুইপুর, 3 জুন : স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী'র উপর অ্যাসিড হামলা স্বামীর (husband arrest for pouring acid on wife) ৷ পরিবার সূত্রে খবর, 18 বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। দুই মেয়েও রয়েছে। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, দীর্ঘদিন বিবাহিত জীবনের পরও ওই স্বামী পরনারীর প্রতি আসক্ত। একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ঘর ভাড়া নিয়ে এক মহিলাকে ওই এলাকায় রেখেছেন। যা নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ চরমে ওঠে।

বেশ কিছুদিন স্বামী বাড়িতে থাকছিলেন না। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে লুকিয়ে বাড়িতে ঢোকেন। সে সময় স্ত্রী বিছানায় ঘুমোচ্ছিলেন। হঠাৎই ঘাড়ে জ্বালা-পোড়া ৷ ধড়ফড়িয়ে উঠে বসতেই বুক, পেট পুড়ে যায়। তরল কিছু একটা গায়ের ওপর। এরপরই পিছু ফিরে ওই মহিলা দেখেন জানলার বাইরে স্বামী দাঁড়িয়ে। ওই তরল যে জায়গায় লেগেছে সে সব জায়গা ততক্ষণে পুড়ে কালো হয়ে গিয়েছে। তিনি তখন বুঝতে পারলেন, অ্যাসিড ঢালা হয়েছে তাঁর গায়ে। এই ঘটনা কানে গিয়ে পৌঁছয় বারুইপুর থানার পুলিশের কাছে।

আরও পড়ুন : আড়াই বছরের প্রেম পায়নি পূর্ণতা, সুইসাইড নোট লিখে আত্মঘাতী তৃতীয় বর্ষের ছাত্র

এলাকার এক বাসিন্দা জানান, "সকালে দেখলাম পুলিশ এসেছে। মহিলা নিজেই বলেছেন স্বামী অ্যাসিড ছুঁড়েছে । ভোরের দিকেই ঘটনাটি ঘটেছে । তড়িঘড়ি একটি অটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।" পাশাপাশি ওই মহিলার দাদা বলেন, "ভোরবেলা খবর পেলাম। বোনের কথা বলার মতো ক্ষমতা ছিল না। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাই। এলাকার লোকজন বারুইপুর হাসপাতালে নিয়ে যায় বোনকে। পরে সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। ওর বরই অ্যাসিড মেরেছে। অন্য এক মহিলাকে নিয়ে ভাড়া বাড়িতে রেখেছে। একাধিক সম্পর্ক রয়েছে ওই ষুবকের। বোন এর প্রতিবাদ করায় ঝগড়া হয়। এরপর এই ঘটনা।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.