ক্যানিং, 12 সেপ্টেম্বর : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যুবতির শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে । ঘুটিয়ারি শরিফ স্টেশনের ঘটনা । গুরুতর জখম অবস্থায় যুবতিকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু পুলিশের ।
ক্যানিং-এর ওই যুবতিকে মাঝে-মধ্যেই ফোনে বিরক্ত করত এক যুবক । প্রতিদিনের মতো আজও বালিগঞ্জে কাজে যাওয়ার জন্য ক্যানিং থেকে ট্রেনে ওঠেন তিনি । ঘুটিয়ারি শরিফ স্টেশন আসার আগে ওই যুবক তাঁকে ফোন করে নামতে বলে । সেই মতো ঘুটিয়ারি শরিফ স্টেশনে নামেন । অভিযোগ, এরপরই ওই যুবক তাঁকে কুপ্রস্তাব দেয় । রাজি না হওয়ায় শ্লীলতাহানি করে । এখানেই শেষ নয়, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয় যুবতির । তাঁর ফোন ও টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় ।
ক্যানিং GRP থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন ওই যুবতি । তদন্তে নেমেছে পুলিশ ।