কাকদ্বীপ, 20 অগস্ট: খারাপ আবহাওয়ায় ট্রলার উলটে বিপত্তি বঙ্গোপসাগরে (Fishing Vessel Capsized in Bay of Bengal) ৷ জেলা প্রাশাসন ও উপকূলরক্ষীবাহিনীর তৎপরতায় ট্রলারে থাকা 13 মৎস্যজীবীকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও, এখনও নিখোঁজ 5 মৎস্যজীবী ৷ ইতিমধ্যেই উলটে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে আরও 3টি ট্রলার নামানো হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal) ৷ শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে কেঁদো দ্বীপের কাছে ৷
জানা গিয়েছে, গত 15 অগস্ট এফবি সত্যনারায়ণ ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে বেরোয়। কিন্তু হঠাৎই নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে ৷ ফিরতে শুরু করে ট্রলারগুলি ৷ সেইসময়েই শুক্রবার সকালে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে উলটে যায় এফবি সত্যনারায়ণ ট্রলারটি ৷ খবর পেয়েই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন, জেলার মৎস্য দফতর ও কোস্ট গার্ডকে খবর দেওয়া হলে তাঁরা এসে উদ্ধার কার্য শুরু করেন ৷ উলটে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে আরও 3টি ট্রলার নামানো হয়েছে ৷
আরও পড়ুন: উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার উলটে নিখোঁজ কাকদ্বীপের 18 মৎস্যজীবী
মাছ ধরার ওই ট্রলারটিতে 18 জন মৎস্যজীবী ছিলেন ৷ 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে উদ্ধার করে শুক্রবার রাতে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিখোঁজ 5 মৎস্যজীবীদের খোঁজ চলছে । তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে খারাপ আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তারপরেও রুটি- রুজির মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে হয় ৷ তাতেই বারবার দুর্ঘটনার শিকার হন তাঁরা ৷