ফলতা, 3 জানুয়ারি: ছোট বয়স থেকেই স্কুলে মহাকাশ সম্পর্কে পাঠ দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের ৷ তাদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আরও অবগত করার জন্য এবার অভিনব উদ্যোগ নিল দক্ষিণ 24 পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় । এই প্রথম বিজ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির গড়ল এই স্কুল ৷ মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা-ইসরো । 2023 সালে চন্দ্রযান -3 এর সফল অবতরণ, সৌরযান এরপর এ বছরের শুরুতে কৃষ্ণগহ্বর অনুসন্ধান অভিযান ৷ এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় একের পর এক নজির গড়ছে ভারত ৷ তাই পড়ুয়াদের মধ্যেও মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আরও আগ্রহ বাড়াতে এই উদ্যোগ ফলতার স্কুলের ৷
এই রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে সেজে উঠেছিল স্কুলের প্রাঙ্গণ । ছাত্র-ছাত্রীরা একে একে ভিড় জমায় স্কুলের মাঠে । এরপর চন্দ্রযান-3 এর রেপ্লিকা নিয়ে হাজির হয় শিক্ষক ও পড়ুয়ারা । স্কুলের ছাত্র ছাত্রীরা নিজেরা তৈরি করেছে রকেটগুলি ৷ জল এবং বাতাসকে একসঙ্গে কাজে লাগিয়ে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয় এ দিন । খড়গপুর আইআইটির অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় ৷ এরপর সেই অনুযায়ী ছাত্র-ছাত্রীদের মহাকাশ ও রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য দিতে এই ভাবনা ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, "মহাকাশ গবেষণা বিজ্ঞানে ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য আসছে । মহাকাশ সম্পর্কে ছোটবেলা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য স্কুলের তরফ থেকে একাধিক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে । রাতের মহাকাশকে জানার জন্য স্কুলে টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন নক্ষত্রমণ্ডল ও তারামণ্ডলের সঙ্গে ছাত্র-ছাত্রীদের পরিচয় করানো হয় । এবার রকেট বিজ্ঞানকে আরও সহজভাবে জানার জন্য এই উদ্যোগ নেওয়া হল ।"
তিনি জানান, খড়গপুর আইআইটির কিছু অধ্যাপকের কাছ থেকে এই 'ওয়াটার রকেট লঞ্চিং প্রোগ্রাম' শেখেন শিক্ষকেরা ৷ কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে এই ওয়াটার রকেট তৈরি করা যায়, সেই সম্পর্কে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে জানানো করা হয় । এরপর স্কুলের ছাত্র-ছাত্রীরা ওয়াটার রকেটগুলি তৈরি করে । সেই রকেটগুলি সফলভাবে উৎক্ষেপণ করা হয় ।
এই অনুষ্ঠান দেখতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ফাদার এড্রেস থমাসকে । তাঁর কথায়, "খড়গপুর আইআইটির অধ্যাপকের সঙ্গে আমরা কথা বলি এবং ওয়াটার রকেট তৈরি করা সম্পর্কে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ নিই । স্কুলের ছাত্র-ছাত্রীদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছি ৷ আজ দেখলাম স্কুলের ক্ষুদে পড়ুয়ারা খুব সুন্দর ওয়াটার রকেট বানিয়েছে । রকেট বিজ্ঞান সম্পর্কে এত সুন্দর জ্ঞান দেখে আমি আপ্লুত হয়ে গিয়েছি । আগামিদিনে মহাকাশ ও রকেট বিজ্ঞানে দিশা দেখাবে এই খুদে পড়ুয়ারা ।"
দক্ষিণ 24 পরগনার ফলতার প্রান্তিক এলাকায় অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয় ৷ সেই স্কুলের এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা । কলকাতার বহু বেসরকারি নামিদামি স্কুলকে ইতিমধ্যে টেক্কা দিচ্ছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় । স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী তৃষা হালদার বলে, "আমাদের স্কুলে পঠন-পাঠন খুবই ভালো হয় । আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুবই ভালো । মহাকাশ সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা করে । আমাদের শিক্ষকরাই এই ওয়াটার রকেট তৈরি করা আমাদেরকে শিখিয়েছেন । আমরা আজ সেই রকেট ওড়ালাম ৷ আমরা খুব ভালো লাগল । আগামিদিনে আমরা সত্যি কারের রকেট তৈরি করব । বড় হয়ে মহাকাশ ও রকেট বিজ্ঞান নিয়ে পড়তে চাই ।"
আরও পড়ুন: