ETV Bharat / state

Extortion Allegation: মমতা ও অভিষেকের ছবি ছাপানো বিলে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বুথ সভাপতি - সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Extortion Allegation against TMC: মমতা ও অভিষেকের ছবি-সহ বিল দিয়ে 7 হাজার টাকা তোলাবাজির অভিযোগ নামখানায় ৷ শোকজ অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতিকে ৷

Extortion Allegation
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ছবি দিয়ে তোলাবাজি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:55 PM IST

মমতা ও অভিষেকের ছবি-সহ বিল দিয়ে তোলাবাজির অভিযোগ

নামখানা, 4 নভেম্বর: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিল বই ছাপিয়ে তোলা আদায়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ শোকজ করা হল অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতিকে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর 231 নম্বর বুথে । অভিযোগকারী ব্যবসায়ীর উৎপল বারিক ৷ তাঁর কথায়, ঋণ শোধের জন্য 2 লক্ষ 40 হাজার টাকায় একটি দোকান বিক্রি করেছিলেন তিনি । ব্যবসায়ীর অভিযোগ, সেই দোকান বিক্রির টাকা থেকে 7 হাজার টাকা চাঁদা দিতে হয় তৃণমূলের তহবিলে । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলের প্রতীক-সহ একটি বিল দেওয়া হয় তাঁকে ৷ সেই বিল দিয়েও ওই 7 হাজার টাকা নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে ।

উৎপল বারিক বলেন, "এই টাকা আদায় করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ পড়ু্য়ার ভাই পঞ্চানন পড়ুয়া । পঞ্চানন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ৷ টাকা আদায়কারী হিসেবে পঞ্চানন ও বুথ সভাপতি হিসেবে লক্ষ্মীকান্ত পড়ু্য়ার সইও আছে ওই বিলে ।" আর এই বিল প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক ।

জানা গিয়েছে, স্থানীয় শাসমলপুল বাজারে একটি দোকান চালাতেন উৎপল বারিক । দোকান চালাতে গিয়ে প্রচুর টাকা ঋণ করে ফেলেন তিনি । এরপর দোকানটি বিক্রির সিদ্ধান্ত নেন । উৎপলের অভিযোগ, তৃণমূলের তরফে প্রথমে 10 হাজার টাকা দাবি করা হয়েছিল । পরে সাত হাজার টাকা দেন তিনি । দোকান বিক্রির ব্যবস্থা করে দেওয়ার নাম করে তাঁর কাছে এই টাকা নেওয়া হয়েছে । অভিযুক্ত পঞ্চানন পড়ুয়াকে ফোন করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি জানান, উৎপলের বাজারে প্রচুর দেনা ছিল । পাওনাদারররা তাঁকে চাপ দিচ্ছিল । তখন ওই দোকান বিক্রির ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি । তাই উৎপল টাকা দিতে চেয়েছিলেন। পঞ্চানন দলের তহবিলের জন্য টাকা নিয়েছেন বলে দাবি করেন ।

আরও পড়ুন: 'তোলাবাজি করবেন না', তৃণমূলের মঞ্চে পুলিশ আধিকারিকের মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক

এই ঘটনায় ইতিমধ্যে ওই বুথের তৃণমূল কর্মী আরসার আলি খান দলের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেছেন । অন্যদিকে নামখানা ব্লক তৃণমূল যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, ইতিমধ্যে ওই বুথ সভাপতিকে দলের পক্ষে শোকজ করা হয়েছে । দোষী প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে ।

মমতা ও অভিষেকের ছবি-সহ বিল দিয়ে তোলাবাজির অভিযোগ

নামখানা, 4 নভেম্বর: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিল বই ছাপিয়ে তোলা আদায়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ শোকজ করা হল অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতিকে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর 231 নম্বর বুথে । অভিযোগকারী ব্যবসায়ীর উৎপল বারিক ৷ তাঁর কথায়, ঋণ শোধের জন্য 2 লক্ষ 40 হাজার টাকায় একটি দোকান বিক্রি করেছিলেন তিনি । ব্যবসায়ীর অভিযোগ, সেই দোকান বিক্রির টাকা থেকে 7 হাজার টাকা চাঁদা দিতে হয় তৃণমূলের তহবিলে । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলের প্রতীক-সহ একটি বিল দেওয়া হয় তাঁকে ৷ সেই বিল দিয়েও ওই 7 হাজার টাকা নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে ।

উৎপল বারিক বলেন, "এই টাকা আদায় করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ পড়ু্য়ার ভাই পঞ্চানন পড়ুয়া । পঞ্চানন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ৷ টাকা আদায়কারী হিসেবে পঞ্চানন ও বুথ সভাপতি হিসেবে লক্ষ্মীকান্ত পড়ু্য়ার সইও আছে ওই বিলে ।" আর এই বিল প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক ।

জানা গিয়েছে, স্থানীয় শাসমলপুল বাজারে একটি দোকান চালাতেন উৎপল বারিক । দোকান চালাতে গিয়ে প্রচুর টাকা ঋণ করে ফেলেন তিনি । এরপর দোকানটি বিক্রির সিদ্ধান্ত নেন । উৎপলের অভিযোগ, তৃণমূলের তরফে প্রথমে 10 হাজার টাকা দাবি করা হয়েছিল । পরে সাত হাজার টাকা দেন তিনি । দোকান বিক্রির ব্যবস্থা করে দেওয়ার নাম করে তাঁর কাছে এই টাকা নেওয়া হয়েছে । অভিযুক্ত পঞ্চানন পড়ুয়াকে ফোন করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি জানান, উৎপলের বাজারে প্রচুর দেনা ছিল । পাওনাদারররা তাঁকে চাপ দিচ্ছিল । তখন ওই দোকান বিক্রির ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি । তাই উৎপল টাকা দিতে চেয়েছিলেন। পঞ্চানন দলের তহবিলের জন্য টাকা নিয়েছেন বলে দাবি করেন ।

আরও পড়ুন: 'তোলাবাজি করবেন না', তৃণমূলের মঞ্চে পুলিশ আধিকারিকের মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক

এই ঘটনায় ইতিমধ্যে ওই বুথের তৃণমূল কর্মী আরসার আলি খান দলের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেছেন । অন্যদিকে নামখানা ব্লক তৃণমূল যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, ইতিমধ্যে ওই বুথ সভাপতিকে দলের পক্ষে শোকজ করা হয়েছে । দোষী প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.