ETV Bharat / state

তেঁতুলিয়ায় আড়াই ঘণ্টা বন্ধ ভোটগ্রহণ, বিক্ষোভ

তেঁতুলিয়া FP স্কুলের 200 নম্বর বুথে EVM বিকল । সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা । পরে বিক্ষোভ শুরু হয় ।

জনতার বিক্ষোভ
author img

By

Published : May 6, 2019, 8:50 AM IST

Updated : May 6, 2019, 9:48 AM IST

বনগাঁ, 6 মে : তেঁতুলিয়া FP স্কুলের 200 নম্বর বুথে EVM বিকল হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ । এর জেরে গেটের বাইরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটাররা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । পরে আবার ভোট শুরু হয় ।

দেখুন ভিডিয়ো

তেঁতুলিয়া FP স্কুলে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন পড়েছে । কিন্তু EVM বিকল হয়ে পড়ায় প্রায় আড়াই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে । এর জেরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ভোটাররা গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশি তৎপরতায় আবার শুরু হয় ভোটগ্রহণ । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে ।

বনগাঁ, 6 মে : তেঁতুলিয়া FP স্কুলের 200 নম্বর বুথে EVM বিকল হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ । এর জেরে গেটের বাইরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটাররা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । পরে আবার ভোট শুরু হয় ।

দেখুন ভিডিয়ো

তেঁতুলিয়া FP স্কুলে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন পড়েছে । কিন্তু EVM বিকল হয়ে পড়ায় প্রায় আড়াই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে । এর জেরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ভোটাররা গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশি তৎপরতায় আবার শুরু হয় ভোটগ্রহণ । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে ।

Intro:ফনি আছড়ে পড়ার আগেই ভিটেছাড়া গোটা পরিবার। বিদ্যুতের তার ছিঁড়ে ঘটল বিপত্তি। বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের উপর পড়তেই দাউ দাও করে আগুন ধরে গেল গোটা বাড়িতে। আর সেই আগুনের লাইভ ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ নগরে।Body:প্রশাসন সূত্রে খবর গৌতম হুদা এবং তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকেন। কিন্তু পেটের টানে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে দিল্লিতে দিনমজুরের কাজ করছেন। কর্মসূত্রে তিনি আপাতত দিল্লিতেই থাকেন। গ্রামের বাড়ি এবং জমি জায়গা দেখেন তার ছোট ভাই। ফনির সতর্কতায় ছোট ভাই ধান তুলে ঘরের পাশে গাধা দিয়ে রেখেছিল। কিন্তু এদিন হঠাৎ বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের উপরে পড়াই আগুন লেগে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও হওয়ার গতিতে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। তার ফলে ঘরের মধ্যে থাকা টিভি ফ্রিজ আসবাবপত্র সহ সমস্তই আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। হাওয়ার দাপটে আগুন ছড়িয়ে গিয়ে ধানের কাঁদাতেও লেগে যায়।Conclusion:স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে ও ব্যর্থ হয়। গৌতম এবং তার স্ত্রী ও এক পুত্র কে নিয়ে দিল্লিতে থাকলেও আরও এক ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে। সেখানেই হোস্টেলে থাকে সে। এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান আধিকারিকরা এলাকায় গিয়ে তাদের তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
Last Updated : May 6, 2019, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.