ডায়মন্ডহারবার, 16 এপ্রিল : ডায়মন্ডহারবার উপ-সংশোধনাগারে মৃত্যু বিচারাধীন বন্দির । বিচারাধীন বন্দির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ডহারবার উপ-সংশোধনাগারে ৷ মৃত ব্যক্তির নাম মদনমোহন ধাড়া ৷ বয়স 32 বছর ৷
শুক্রবার সকালে হঠাৎই উপ-সংশোধনাগারের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি । সেখানকার কর্তব্যরত চিকিৎসকই তাঁকে পরীক্ষা করার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ সেই মত ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই বন্দিকে । পরে হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয় । কিন্তু সংশোধনাগারে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি । এদিন ফের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মদনমোহন ধাড়ার ।
জানা গিয়েছে, মৃত মদন মোহন ধাড়া কাকদ্বীপের হারহুড পয়েন্ট উপকূল থানা এলাকার বাসিন্দা । বধূ নির্যাতনের মামলায় নাম জড়ানোয় উপ-সংশোধনাগারে ছিলেন তিনি । ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে । বেশ কয়েকবার মদনমোহন বধূ নির্যাতনের মামলায় জেলে ঘানি টেনেছে ।
স্থানীয় সূত্রে খবর, মদনমোহন কয়েক বছর আগে নিজের স্ত্রীকে মারধর করার অভিযোগে হারহুড পয়েন্ট কোস্টাল থানায় গ্রেফতার হয় । ভারতীয় দণ্ডবিধির 498 ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু পুলিশ । বর্তমানে ডায়মন্ডহারবার উপ-সংশোধনাগারে বিচারাধীন বন্দী ছিল সে । এলাকায় মাদকাসক্ত হিসাবে পরিচিত ছিল মদনমোহন ধাড়া ।
আরও পড়ুন : পথচারীদের মাস্ক পরিয়ে দিলেন ডিএসপি