ETV Bharat / state

চম্পাহাটিতে বাজি তৈরির সময় বিস্ফোরণ, আহত 3 - চম্পাহাটিতে বাজি তৈরির সময় বিস্ফোরণ

চম্পাহাটিতে বাজি তৈরির সময় বিস্ফোরণের জেরে আহত তিনজন ৷ এরপর থেকেই পলাতক বাড়ির মালিক ৷

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Aug 30, 2019, 4:13 AM IST

চম্পাহাটি, 30 অগাস্ট : চম্পাহাটির হারাল সাফুই পাড়া এলাকায় বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত হল তিনজন ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। অরিন্দম সর্দার ও দুলাল নস্কর নামে ওই দু'জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ।

গতকাল একটি বাড়িতে বাজি তৈরা করা হচ্ছিল ৷ সেই সময় সেখানে বিস্ফোরণ ঘটে ৷ বাড়িটির ছাদ উড়ে যায় ৷ বারুইপুর থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছান বারুইপুরের SDPO। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে শব্দবাজি তৈরির একাধিক সরঞ্জাম। কী কারণে বিস্ফোরণ, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বিস্ফোরণের পর থেকেই বাড়ির মালিক সন্তোষ মণ্ডল পলাতক ৷ তার বাজি তৈরির লাইসেন্স রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ।

আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে প্রথমে বারুইপুর হাসপাতাল এবং পরে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তারিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে দু'জনের।

চম্পাহাটি, 30 অগাস্ট : চম্পাহাটির হারাল সাফুই পাড়া এলাকায় বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত হল তিনজন ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। অরিন্দম সর্দার ও দুলাল নস্কর নামে ওই দু'জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ।

গতকাল একটি বাড়িতে বাজি তৈরা করা হচ্ছিল ৷ সেই সময় সেখানে বিস্ফোরণ ঘটে ৷ বাড়িটির ছাদ উড়ে যায় ৷ বারুইপুর থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছান বারুইপুরের SDPO। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে শব্দবাজি তৈরির একাধিক সরঞ্জাম। কী কারণে বিস্ফোরণ, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বিস্ফোরণের পর থেকেই বাড়ির মালিক সন্তোষ মণ্ডল পলাতক ৷ তার বাজি তৈরির লাইসেন্স রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ।

আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে প্রথমে বারুইপুর হাসপাতাল এবং পরে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তারিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে দু'জনের।

Intro:নিষিদ্ধ বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর জখম তিন কর্মী। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অরিন্দম সরদার ও দুলাল নস্কর নামে গুরুতর জখম দুজনকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটেছে চম্পাহাটির হারাল সাফুই পাড়া এলাকায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে যায়। ঘটনার পর কারখানার মালিক সন্তোষ মন্ডল পলাতক।Body:বিস্ফোরণের তৃবতায় বাড়ির ছাদ উড়ে যায়। বারুইপুর থানার পুলিশের পাশাপাশি ঘটনা স্থলে পৌঁছায় এলডিপিও বারুইপুর। ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। ইতি মধ্যে এলাকা থেকে শব্দ বাজি তৈরির বহু সরঞ্জাম উদ্ধার করেছে। কি কারণে বিস্ফোরণ ঘটল তার সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে বিস্ফোরণ স্থল ঘুরে দেখছে পুলিশের উচ্চ পদস্থ কর্মচারী। Conclusion:পুলিশ আধিকারিকদের দাবি পলাতক সন্তোষ বাবুর বাজি তৈরির কোন বৈধ অনুমতি আছে কি না তা ও জানার চেষ্টা চলছে। এর পাশাপাশি পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে ঘটনার তদন্ত শুরু করবে বলে পুলিশ সূত্রে খবর। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বারুইপুর হাসপাতাল এবং পরে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থন্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে দুজনের। ঘটনার পর থেকে পলাতক সন্তোষ মন্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.