বারুইপুর, 7 জানুয়ারি: বিজেপি কর্মীর মা'কে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে রবিবার বারুইপুরের জোড়া মন্দিরতলার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা ৷ অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না-নিলে পরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷
এ বিষয়ে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, "তৃণমূলের ছত্রছায়ায় আছে বলে অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ । এই ঘটনা কে ঘটিয়েছে সব এলাকার মানুষ জানে । উপযুক্ত কোন দল করে এলাকার মানুষ তাও জানে । পুলিশ কেন অভিযুক্তকে গ্রেফতার করছে না, নাকি পুলিশকে অভিযুক্তকে গ্রেফতার করতে দিচ্ছে না কেউ, সেটা সবাই বুঝতে পারছে । অভিযুক্ত কোন দল করে সেটা না দেখে তাঁকে গ্রেফতার করুক পুলিশ । না-হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । আগামিকাল আমি দিল্লি গিয়ে মহিলা কমিশনারের কাছে নালিশ এ বিষয়ে জানাব ।"
জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায় ৷ শুক্রবার বাড়ির সামনে একটি বাগানে জ্বালানির জন্য পাতা কুড়োতে গিয়েছিলেন নির্যাতিতা । অভিযোগ, সেসময় অভিযুক্ত মলয় নস্কর ওরফে গোরা ওই মহিলাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং ধর্ষণ করে । ঘটনার পর মহিলার গলায় কাপড় জড়িয়ে মারধর করে পুকুরেও ফেলে দেওয়া হয় । এমনকী বিষয়টি নির্যাতিতা যেন কাউকে না জানান সেই হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে বলে অভিযোগ ।
তবে ঘটনার পরে নির্যাতিতা মহিলা বারুইপুর থানাতে একটি অভিযোগ দায়ের করেন । লিখিত অভিযোগ দায়ের করার পর কেটে গিয়েছে 48 ঘণ্টা ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি । তাই এ দিন অভিযুক্তের শাস্তির দাবিতে বারুইপুর বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে জোড়া মন্দিরতলার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । চলে স্লোগান ৷
আরও পড়ুন: