ভাঙড়, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, চারিদিকে নিন্দার ঝড়, এরই মাঝে ফের বিতর্কিত মন্তব্যে করলেন ভোগালী 2 এর প্রধান মোদাচ্ছের হোসেন (Modasser Hossain) । প্রকাশ্য সভায় তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচন ভয়ংকর হবে । প্রত্যেকটা বুথে 20 জন করে 40 ছেলে তৈরি থাকতে হবে । তোমাদের মারতে বলছি পাছায়, তোমরা গিয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছ ৷"
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার ভোগালী 2 অঞ্চলের মোল্লাপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মিসভা অনুষ্ঠিত হয় । আর এই কর্মিসভা থেকে পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন ভোগালী 2 প্রধান মোদাচ্ছের হোসেন (Bhangar TMC Panchayat Pradhan Threatened) ।
আরও পড়ুন: 'মমতা ইশারা করলেই শুভেন্দুর হাত-পাঁজর ভেঙে দেব', হুঁশিয়ারি অখিলের
এদিন তিনি সভায় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের উপস্থিতিতেই মোদাচ্ছের বলেন, "সবদিকেই আমাদের নজর দিয়ে এগোতে হবে । আগামিদিনে পঞ্চায়েত ভোটে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে । আজকের পর থেকে আমরা জায়গায় জায়গায় যেভাবে নির্দেশ দিচ্ছি সেইভাবে তৈরি হতে হবে ৷ প্রত্যেকে মিলে মিশে দুটো বুথ কমিটি তৈরি করে, দুটো করে বুথ ধরে প্রত্যেকটা বুথে 20 জন করে 40টা ছেলে তৈরি থাক ৷ বাকিটা আমরা বুঝে নিচ্ছি ৷ তোমাদেরকে মারতে বললে মেরে মাথা ফাটিয়ে দাও এই স্বভাবটা তোমাদের খুব খারাপ ৷ তোমাদের মারতে বলেছি পাছায়, তোমরা গিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিচ্ছ । এইসবগুলো চিন্তাভাবনা করে মারতে হবে । যেভাবে বলব সেভাবে করতে হবে । পাছায় মারলে দাগ হয় না, মাথায় মারলে মাথা ফেটে যায় । তোমাদের রাত্রিবেলা পাঠাচ্ছি এক জায়গায়, তোমরা গিয়ে পাছায় না মেরে মাথায় মেরে ফাটিয়ে দিচ্ছ । তোমরা জানো না মাথা পাঠালে, রক্ত বেরোলে কেস হয়? তাহলে আমি বলছি তোরা পাছায় মার আর হাঁটুতে মার, বাদবাকিটা আমরা বুঝে নিচ্ছি ৷"এদিনের মন্তব্য ঘিরে ভাঙড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।