সোনারপুর, 28 মার্চ : পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা ৷ তার জেরে প্রাক্তন পৌরপিতার মেয়ের মাথায় পড়ল দা-এর কোপ ৷ এমনকী বিজেপির বিরুদ্ধে ওই মহিলার উপর যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার 7 নম্বর ওয়ার্ডের কাদারহাট এলাকার ঘটনা ৷
শনিবার বিকেলে রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা রঞ্জিত মণ্ডলের বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙাচ্ছিল কয়েকজন ৷ অভিযোগ, নিষেধ করলে বিজেপি কর্মীরা রঞ্জিত মণ্ডলের বাড়িতে হামলা চালায় ৷ তাঁর মেয়য়ের মাথায় দা-এর কোপ মারে ৷ আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এলাকায় উত্তেজনা থাকায় রাতভর পুলিশ মোতায়েন ছিল ৷
আরও পড়ুন : কাকদ্বীপে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আটক 4
যদিও এই ঘটনায় সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য পালটা অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, "বিগত কয়েকদিন ধরে এলাকায় বিজেপির পতাকা লাগাতে ও প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে । এদিনও সেরকমই এক ঘটনা ঘটে ৷" হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ । তারই সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত ।