ETV Bharat / state

কুলপিতে আইএসএফ ক্যাম্প ভেঙে দিল কেন্দ্রীয় বাহিনী

কুলপি বিধানসভার 8 মুর্শিদ গ্রামে 44 নম্বর বুথে দুশো মিটারের মধ্যে আইএসএফ ক্যাম্প ৷ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, আইএসএফ কর্মীরা ভোটাদাতাদের প্রভাবিত করছেন ৷

আইএসএফ ক্যাম্প ভেঙ্গে দিল কেন্দ্রীয় বাহিনী
আইএসএফ ক্যাম্প ভেঙ্গে দিল কেন্দ্রীয় বাহিনী
author img

By

Published : Apr 6, 2021, 10:24 AM IST

Updated : Apr 6, 2021, 10:55 AM IST

কুলপি, 6 এপ্রিল : বুথের দুশো মিটারের মধ্যে আইএসএফ ক্যাম্প অফিস ৷ আর সেই কারণেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে ভেঙে দিল সেই ক্যাম্প অফিস ৷ কুলপি বিধানসভা ৮ মুর্শিদ গ্রামে 44 নম্বর বুথের ঘটনা ৷

একুশের বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় দফার ভোট ৷ সকাল থেকেই সরগরম ভোটের আবহাওয়া ৷ কুলপি বিধানসভার 8 মুর্শিদ গ্রামে 44 নম্বর বুথে দুশো মিটারের মধ্যে আইএসএফ ক্যাম্প ৷ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ আইএসএফ কর্মীরা ভোটাদাতাদের প্রভাবিত করছেন ৷

আইএসএফ ক্যাম্প ভেঙ্গে দিল কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন : মগরাহাটে বুথ জ্যামের অভিযোগ, ধর্নায় আইএসএফ প্রার্থী

যদিও আইএসএফ কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি , আইএসএফ-এর ক্যাম্প অফিস বুথের দুশো মিটারের মধ্যে নয় ৷ তাঁরা শুধুমাত্র ভোটাদাতাদের সঙ্গে আসা বাচ্চাদের খাবার দিচ্ছেন ৷ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইএসএফ ক্যাম্প অফিস ভেঙ্গে দিয়ে যায় ৷

কুলপি, 6 এপ্রিল : বুথের দুশো মিটারের মধ্যে আইএসএফ ক্যাম্প অফিস ৷ আর সেই কারণেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে ভেঙে দিল সেই ক্যাম্প অফিস ৷ কুলপি বিধানসভা ৮ মুর্শিদ গ্রামে 44 নম্বর বুথের ঘটনা ৷

একুশের বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় দফার ভোট ৷ সকাল থেকেই সরগরম ভোটের আবহাওয়া ৷ কুলপি বিধানসভার 8 মুর্শিদ গ্রামে 44 নম্বর বুথে দুশো মিটারের মধ্যে আইএসএফ ক্যাম্প ৷ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ আইএসএফ কর্মীরা ভোটাদাতাদের প্রভাবিত করছেন ৷

আইএসএফ ক্যাম্প ভেঙ্গে দিল কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন : মগরাহাটে বুথ জ্যামের অভিযোগ, ধর্নায় আইএসএফ প্রার্থী

যদিও আইএসএফ কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি , আইএসএফ-এর ক্যাম্প অফিস বুথের দুশো মিটারের মধ্যে নয় ৷ তাঁরা শুধুমাত্র ভোটাদাতাদের সঙ্গে আসা বাচ্চাদের খাবার দিচ্ছেন ৷ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইএসএফ ক্যাম্প অফিস ভেঙ্গে দিয়ে যায় ৷

Last Updated : Apr 6, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.