ETV Bharat / state

সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সাংসদ দেব - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মিত্রর (লাভলি) হয়ে প্রচার করলেন সাংসদ দীপক অধিকারী (দেব) ৷ যে সভায় ধর্মীয় বিভাজনের অভিযোগে বিজেপিকে নিশানা করেন তিনি ৷

bengal election 2021 mp deepak adhikari in a election campaign in sonarpur south assembly for tmc
সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সাংসদ দেব
author img

By

Published : Apr 7, 2021, 8:43 PM IST

সোনারপুর দক্ষিণ (দক্ষিণ 24 পরগনা), 7 এপ্রিল : দক্ষিণ 24 পরগনা সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর হয়ে নির্বাচনী প্রচার করলেন অভিনেতা তথা সাংসদ দেব ৷ প্রচার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক নিশানা করলেন তিনি । সেই সঙ্গে ‘খেলা হবে’ স্লোগানও শোনা গেল দেবের গলায় ৷

আরও পড়ুন : তৃণমূল প্রার্থীদের সমর্থনে ঝড় তুললেন দেব

সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সাংসদ দেব

এ-দিনের সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মিত্র (লাভলি) মৈত্রর হয়ে প্রচার করলেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব ৷ যে সভায় ধর্মীয় বিভাজনের অভিযোগে বিজেপিকে নিশানা করেন তিনি ৷ তৃণমূল সাংসদ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের রাম রহিমের বসবাসের স্থান কেউ আলাদা করতে পারবে না। যারা এই সম্পর্কে দেওয়াল তোলার চেষ্টা করছে , তাদের বিরুদ্ধে আমাদের খেলা হবে। সত্য মিথ্যার লড়াইয়ে মাঝখানে সত্যিটা হারিয়ে যেতে বসেছে ৷ তাই আপনারা কোনও অপপ্রচারে কান দেবেন না। আপনাদেরকে রাজনীতি আমি শেখাতে আসিনি । আমি মানুষের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরতে এসেছি। কোন ধর্ম নিয়ে রাজনীতি করতে আসেনি। মানুষ বেঁচে থাকলে ধর্ম হবে। মন্দির হবে মসজিদ হবে । মানুষকে প্রথমে ভক্তি করতে হবে । মানুষকে শ্রদ্ধা করতে হবে।’’

সোনারপুর দক্ষিণ (দক্ষিণ 24 পরগনা), 7 এপ্রিল : দক্ষিণ 24 পরগনা সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর হয়ে নির্বাচনী প্রচার করলেন অভিনেতা তথা সাংসদ দেব ৷ প্রচার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক নিশানা করলেন তিনি । সেই সঙ্গে ‘খেলা হবে’ স্লোগানও শোনা গেল দেবের গলায় ৷

আরও পড়ুন : তৃণমূল প্রার্থীদের সমর্থনে ঝড় তুললেন দেব

সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সাংসদ দেব

এ-দিনের সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মিত্র (লাভলি) মৈত্রর হয়ে প্রচার করলেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব ৷ যে সভায় ধর্মীয় বিভাজনের অভিযোগে বিজেপিকে নিশানা করেন তিনি ৷ তৃণমূল সাংসদ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের রাম রহিমের বসবাসের স্থান কেউ আলাদা করতে পারবে না। যারা এই সম্পর্কে দেওয়াল তোলার চেষ্টা করছে , তাদের বিরুদ্ধে আমাদের খেলা হবে। সত্য মিথ্যার লড়াইয়ে মাঝখানে সত্যিটা হারিয়ে যেতে বসেছে ৷ তাই আপনারা কোনও অপপ্রচারে কান দেবেন না। আপনাদেরকে রাজনীতি আমি শেখাতে আসিনি । আমি মানুষের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরতে এসেছি। কোন ধর্ম নিয়ে রাজনীতি করতে আসেনি। মানুষ বেঁচে থাকলে ধর্ম হবে। মন্দির হবে মসজিদ হবে । মানুষকে প্রথমে ভক্তি করতে হবে । মানুষকে শ্রদ্ধা করতে হবে।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.