অশালীন শব্দে বিজেপিকে বিঁধলেন গিয়াসউদ্দিন - গিয়াসউদ্দিনের বেফাঁস মন্তব্য
বুধবার আক্রান্ত হয়েছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা । সেই ঘটনার প্রতিবাদে এদিন সভা করতে গিয়ে বিজেপির উদ্দেশে অশালীন শব্দপ্রয়োগ করলেন তিনি ৷
মগরাহাট, 9 এপ্রিল : ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে মাথা ফেটেছিল রাজ্যের মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার ৷ হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে ৷ এর প্রতিবাদে মাথায় ব্যান্ডজে বাঁধা অবস্থায় রাজারহাটে একটি সভা করেন তিনি ৷ প্রকাশ্য সভায় লাগাম ছাড়ালেন মন্ত্রী ৷ বিজেপির উদ্দেশে অশালীন শব্দপ্রয়োগ করলেন তিনি ৷
বুধবার আক্রান্ত হয়েছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা । তাঁর অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে । ঘটনার প্রতিবাদে উস্তি থানার রাজারহাটে সভা করেন তিনি । সেই সভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে 'শুয়োরের বাচ্চা' বলে কটাক্ষ করেন গিয়াসউদ্দিন । তাঁর এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে । পাল্টা গিয়াসউদ্দিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী বিজেপি প্রার্থী মানস সাহা ।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পর রাতে এক বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রাজারহাট মোড়ের কাছে জমায়েত করেছিল বিজেপি । সেই জমায়েত লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল গিয়াসউদ্দিন মোল্লার অনুগামীদের বিরুদ্ধে । অভিযোগ, সেদিন বিকেলে কলকাতা থেকে শিরাকোলের বাড়িতে ফেরার পথে রাজারহাট মোড়ের কাছে গিয়াসউদ্দিনের পথ আটকায় বিজেপির নেতা-কর্মীরা । অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করতে থাকেন তৃণমূল প্রার্থী । এরপরই বিজেপি কর্মীরা গিয়াসউদ্দিন মোল্লার উপর হামলা চালায় । ঘটনায় গিয়াসউদ্দিনের মাথা ফাটে ।
আরও পড়ুন : অগ্নিগর্ভ মগরাহাট, মাথা ফাটলো গিয়াসউদ্দিন মোল্লার
তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজারহাট মোড়ে প্রতিবাদ সভার ডাক দেয় তৃণমূল । সেই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন গিয়াসউদ্দিন । বক্তব্য রাখতে গিয়ে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন তিনি । তাঁর মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়ে হয়েছে ৷ এই বিষয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহা বলেন, "এলাকার তৃণমূল প্রার্থী শালীনতার মাত্রা ছাড়িয়েছেন । যে ভাষা উনি ব্যবহার করেছেন তা আমি মুখেও আনতে পারব না । উনি আগে স্কুলে গিয়ে পড়াশোনা করুন ৷ তারপর না হয় নেতা হবেন । তাঁর মুখের ভাষা সমাজবিরোধীদের মতই । এই সব পচা জিনিসগুলোকে মানুষ নর্দমায় ফেলে দেবেন বলেই আমার বিশ্বাস । এদের সম্পর্কে যত কম মন্তব্য করতে হয় ততই ভাল ।"