ETV Bharat / state

পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Apr 1, 2021, 9:44 AM IST

Updated : Apr 1, 2021, 10:06 AM IST

ভোটে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর 54 নং বুথে ডিউটি পড়েছিল তাঁর । ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল সন্ধে থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না । রাতেও তাঁকে কেউ বুথে দেখতে পায়নি ৷ পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার
পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

পাথরপ্রতিমা, 1 এপ্রিল : দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর আগে পাথরপ্রতিমার বুথ থেকে উদ্ধার হল কেন্দ্রীয়বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ । মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তবে ভোটে এই ঘটনার প্রভাব পড়েনি । নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে ।

উত্তর 24 পরগনার বাসিন্দা কমল গঙ্গোপাধ্যায় । ভোটে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর 54 নম্বর বুথে ডিউটি পড়েছিল তাঁর । ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল সন্ধে থেকেই কমলের খোঁজ পাওয়া যাচ্ছিল না । রাতেও তাঁকে কেউ বুথে দেখতে পায়নি ৷ পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তড়িঘড়ি বিষয়টা জানানো হয় কমিশনে ।

আরও পড়ুন, পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

এক ভোটারের কথায়, অস্থায়ী একটা ক্যাম্প ছিল ৷ ভোটগ্রহণ কেন্দ্রের ওই ক্যাম্পের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ দেখে মনে হচ্ছে আত্মহত্যা ৷ পাথরপ্রতিমায় এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল ৷

পাথরপ্রতিমা, 1 এপ্রিল : দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর আগে পাথরপ্রতিমার বুথ থেকে উদ্ধার হল কেন্দ্রীয়বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ । মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তবে ভোটে এই ঘটনার প্রভাব পড়েনি । নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে ।

উত্তর 24 পরগনার বাসিন্দা কমল গঙ্গোপাধ্যায় । ভোটে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর 54 নম্বর বুথে ডিউটি পড়েছিল তাঁর । ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল সন্ধে থেকেই কমলের খোঁজ পাওয়া যাচ্ছিল না । রাতেও তাঁকে কেউ বুথে দেখতে পায়নি ৷ পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তড়িঘড়ি বিষয়টা জানানো হয় কমিশনে ।

আরও পড়ুন, পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

এক ভোটারের কথায়, অস্থায়ী একটা ক্যাম্প ছিল ৷ ভোটগ্রহণ কেন্দ্রের ওই ক্যাম্পের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ দেখে মনে হচ্ছে আত্মহত্যা ৷ পাথরপ্রতিমায় এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল ৷

Last Updated : Apr 1, 2021, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.