ETV Bharat / state

Auto Drivers Become Millionaire : লটারিতে ভাগ্যবদল, রাতারাতি কোটিপতি ক্যানিংয়ের দুই অটোচালক - অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর জোগাড়

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর জোগাড় ৷ একইসঙ্গে কোভিডে বেড়েছে ধার-দেনা ৷ তারমধ্যেই লটারির টিকিট কাটতেন ৷ সেই লটারির টিকিটই তাদের ভাগ্যের চাকা আমুল ঘুরিয়ে দিল ৷ রাতারাতি কোটিপতি হলেন ক্যানিংয়ের দুই অটোচালক (Auto Drivers of Canning become Millionaire) ৷

Auto Drivers become Millionaire
কোটিপতি ক্যানিংয়ের দুই অটোচালক
author img

By

Published : Jan 21, 2022, 8:46 PM IST

ক্যানিং, 21 জানুয়ারি : লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন দুই অটোচালক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার হেড়োভাঙ্গা বাজার এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেড়োভাঙ্গা গ্রামের বাসিন্দা ভরত সিংহ ও বিশ্বজিৎ সুঁই । দুজনেই ক্যানিং হেড়োভাঙ্গা সড়ক পথে অটো চালান (Auto Drivers of Canning become Millionaire after winning lottery)।

অটো চালিয়ে কোনওমতে তাঁদের সংসার চলে । সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা । এক লটারির টিকিটেই ভাগ্য 360 ডিগ্রি ঘুরে গিয়েছে তাঁদের ৷ যদিও ঘটনায় আনন্দের বদলে ভয় চেপে ধরেছে তাঁদের ৷ ফলে কোটিপতি হওয়ায় পরেই নিরাপত্তার জন্য ক্যানিং থানার দ্বারস্থ হন তাঁরা । পুলিশের তরফে তাঁদেরকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্তও করা হয় ।

দুই অটোচালক জানিয়েছেন, প্রায় প্রতিদিনই টুকটাক লটারির টিকিট কাটতেন । বৃহস্পতিবার সন্ধ্যায় হেড়োভাঙ্গা বাজারে উজ্জল নস্করের দোকান থেকে 150 টাকার লটারির টিকিট কাটেন তাঁরা । আজ সন্ধ্যা 6:20 নাগাদ জানতে পারেন তাঁদেরই কাটা টিকিটে কোটি টাকা উঠেছে (Auto Drivers Become Millionaire ) । তা জানার পরেই ঝুঁকি না নিয়ে দুই অটোচালক নিরাপত্তার জন্য থানার দ্বারস্থ হন ।

আরও পড়ুন : লটারি পেয়ে কোটিপতি লরিচালক, নিরাপত্তা চেয়ে দ্বারস্থ থানার

ভরত সিংহ ও বিশ্বজিত সুঁই বলেন, ‘‘অটো চালিয়ে সংসার চালাতাম । লকডাউনে আয় কম হওয়ায় অনেক টাকা দেনায় জড়িয়ে যাই । লটারির টাকা নিয়ে দেনা শোধ করব, বাড়ি-ঘর তৈরি করবে । এছাড়াও আমরা যেমন দরিদ্র, তেমন ভাবে ওই টাকা খরচ করে দরিদ্রদের সেবায় নিজেকে নিয়োজিত করব ৷’’

ক্যানিং, 21 জানুয়ারি : লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন দুই অটোচালক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার হেড়োভাঙ্গা বাজার এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেড়োভাঙ্গা গ্রামের বাসিন্দা ভরত সিংহ ও বিশ্বজিৎ সুঁই । দুজনেই ক্যানিং হেড়োভাঙ্গা সড়ক পথে অটো চালান (Auto Drivers of Canning become Millionaire after winning lottery)।

অটো চালিয়ে কোনওমতে তাঁদের সংসার চলে । সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা । এক লটারির টিকিটেই ভাগ্য 360 ডিগ্রি ঘুরে গিয়েছে তাঁদের ৷ যদিও ঘটনায় আনন্দের বদলে ভয় চেপে ধরেছে তাঁদের ৷ ফলে কোটিপতি হওয়ায় পরেই নিরাপত্তার জন্য ক্যানিং থানার দ্বারস্থ হন তাঁরা । পুলিশের তরফে তাঁদেরকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্তও করা হয় ।

দুই অটোচালক জানিয়েছেন, প্রায় প্রতিদিনই টুকটাক লটারির টিকিট কাটতেন । বৃহস্পতিবার সন্ধ্যায় হেড়োভাঙ্গা বাজারে উজ্জল নস্করের দোকান থেকে 150 টাকার লটারির টিকিট কাটেন তাঁরা । আজ সন্ধ্যা 6:20 নাগাদ জানতে পারেন তাঁদেরই কাটা টিকিটে কোটি টাকা উঠেছে (Auto Drivers Become Millionaire ) । তা জানার পরেই ঝুঁকি না নিয়ে দুই অটোচালক নিরাপত্তার জন্য থানার দ্বারস্থ হন ।

আরও পড়ুন : লটারি পেয়ে কোটিপতি লরিচালক, নিরাপত্তা চেয়ে দ্বারস্থ থানার

ভরত সিংহ ও বিশ্বজিত সুঁই বলেন, ‘‘অটো চালিয়ে সংসার চালাতাম । লকডাউনে আয় কম হওয়ায় অনেক টাকা দেনায় জড়িয়ে যাই । লটারির টাকা নিয়ে দেনা শোধ করব, বাড়ি-ঘর তৈরি করবে । এছাড়াও আমরা যেমন দরিদ্র, তেমন ভাবে ওই টাকা খরচ করে দরিদ্রদের সেবায় নিজেকে নিয়োজিত করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.