সোনারপুর, 7 এপ্রিল : দলীয় কর্মীর স্ত্রীর মৃত্যু হয়েছে সম্প্রতি ৷ বাড়িতে রয়েছে ছয় মাসের শিশু সন্তান ৷ খুব ভেঙে পড়েছেন ৷ তাই ইচ্ছে থাকলেও সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অঞ্জনা বসুর প্রচারে অংশ হতে পারছেন না ৷ সেই শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দিলেন খোদ প্রার্থী ৷ গতকাল প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অঞ্জনা বসু মানবিক মুখ দেখল সোনারপুর অঞ্চল ৷
আরও পড়ুন : 2 মে হেরে যাওয়ার পর ভেঙে যাবে তৃণমূল, কটাক্ষ মোদির
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সুরঞ্জন একজন সক্রিয় বিজেপি কর্মী ৷ কিন্তু দুদিন আগেই তার স্ত্রী মিঠু রায় মণ্ডলের মৃত্যু হয় স্ক্রাব সাইফার ভাইরাসের সংক্রমণে ৷ মা হারা সন্তানকে নিয়ে ভেঙে পড়েছেন সুরঞ্জন ৷ ভোটের মুখে প্রচার সারতে বেরিয়ে ছিলেন অঞ্জনা বসু ৷ তাঁর প্রচারের মধ্যেই সময় বার করে বিজেপি কর্মীকে দেখতে এলেন তিনি ৷
সাধারণ দলীয় কর্মীর পাশে দাঁড়াতে পেরে খুব খুশি অঞ্জনা বসু ৷ অন্যদিকে ওই একই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী অরুন্ধতী মৈত্র (লাভলি) ৷ প্রচারে ঝড় তুলছেন দুজনে ৷ সকাল থেকে রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার, জনসভা ৷