নরেন্দ্রপুর, 5 জুন : টিউশন পড়তে যাচ্ছি বলে আর বাড়ি ফেরেনি সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোরী ৷ কোথাও খুঁজে না পেয়ে নরেন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার(Alleged of kidnapping a teenage girl in South 24 Parganas)৷ তদন্তে নেমে ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছ, নরেন্দ্রপুর থানা এলাকার এক কিশোরী গত বৃহস্পতিবার টিউশন পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় । তারপর আর বাড়ি ফেরেনি । এরপর বাড়িতে থাকা নাবালিকার মোবাইল ফোন থেকে পাওয়া একটি নম্বরে ফোন করলে এক যুবক ফোন রিসিভ করে জানায় মেদিনীপুরের বাসে তুলে দিয়েছি । তারপর থেকে ফোন সুইচ অফ । এতেই অপহরণের সন্দেহ দানা বাঁধে কিশোরীর পরিবারে । নরেন্দ্রপুর থানার দারস্থ হয় নাবালিকার পরিবারের সদস্যরা । একটি নিখোঁজ ডায়েরিও করা হয় । অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করে । শনিবার ধৃতকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা ।
এদিকে দু'দিন ধরে বাড়ির মেয়ে না ফেরায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার ৷ পিতৃহারা শান্তশিষ্ট স্বভাবের ওই কিশোরী এবছরই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৷ প্রতিবেশীদের দাবি, ভাল মেয়ে হিসাবে পরিচিত সে । তবে কি সত্যিই ওই কিশোরীকে অপহরণ করা হয়েছে ? নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে ছেড়েছে সে ? ধৃত যুবকের সঙ্গে নাবালিকার সম্পর্কই বা কী ? উঠছে একাধিক প্রশ্ন ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যে ধৃত যুবককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে বলে সূত্রের খবর ।
আরও খবর : Magrahat Kidnapping Case : মুক্তিপণ চেয়ে ফোন, পুলিশি তৎপরতায় উদ্ধার 2 অপহৃত, গ্রেফতার 6