ETV Bharat / state

প্রেমিকের কথায় ছেলের গলা করে যুবতিকে ফোন ! - baruipur

ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে ছেলেদের গলা করে যুবতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে অন্য এক যুবতিকে গ্রেপ্তার করল পুলিশ।

প্রিয়া সরকার
author img

By

Published : Apr 12, 2019, 7:35 PM IST

Updated : Apr 12, 2019, 7:45 PM IST

বারুইপুর, 12 এপ্রিল : যুবতিকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার আর এক যুবতি। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

প্রিয়া সরকার (নাম পরিবর্তিত)। বাড়ি হুগলির শেওড়াফুলি। তার বিরুদ্ধে অভিযোগ, 2018 সালের নভেম্বরে আর জে রাহুল নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে সে। এরপর সুপ্রিয়া চৌধুরি (নাম পরিবর্তিত) নামে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সুপ্রিয়ার বাড়ি ভাঙড়। ফেসবুকের মাধ্যমে দু'জনের বন্ধুত্ব বাড়ে। ফোন নম্বর আদান-প্রদান হয়। কথাবার্তাও শুরু হয়। প্রিয়া ছেলের গলা করে ফোন করত সুপ্রিয়াকে। কিছুদিন পর থেকে দেখা করতেও বলে। বিয়ের প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাব প্রত্যাখান করে দেয় সুপ্রিয়া। এরপর থেকেই সুপ্রিয়া ও তার পরিবারকে নিয়ে অশ্লীল পোস্ট শুরু করে প্রিয়া। বাধ্য হয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কাশীপুর থানা ও বারুইপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করে সুপ্রিয়া।

ঘটনার তদন্তে নেমে পুলিশ আজ প্রিয়াকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার বাড়ি থেকে 6টি মোবাইলও উদ্ধার হয়। যদিও প্রিয়ার বক্তব্য, তাকে ফাঁসিয়েছে তার প্রেমিক। প্রিয়া বলে, "আমার প্রেমিকের সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক ছিল। দু'জনে কথাও বলত। এরপর বিয়ের প্রস্তাব দেয়। সুপ্রিয়া থানায় অভিযোগ দায়ের করে। তারপর প্রেমিকই আমাকে বলে, সুপ্রিয়ার সঙ্গে ছেলের গলা করে কথা বলতে। ওর কথাতে এই কাজ করেছি।"

ভিডিয়োয় শুনুন প্রিয়া ও সুপ্রিয়ার বক্তব্য

সুপ্রিয়ার কথায়, "প্রথমে বন্ধুত্ব হয়েছিল। ফোন নম্বর আদানপ্রদানও হয়। বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকে। নিষেধ করি। পরে অশ্লীল পোস্ট শুরু করে। থানায় অভিযোগ দায়ের করি। তখনও বুঝতে পারিনি ও মেয়ে। ছেলের গলা করে কথা বলত।"

বারুইপুর, 12 এপ্রিল : যুবতিকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার আর এক যুবতি। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

প্রিয়া সরকার (নাম পরিবর্তিত)। বাড়ি হুগলির শেওড়াফুলি। তার বিরুদ্ধে অভিযোগ, 2018 সালের নভেম্বরে আর জে রাহুল নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে সে। এরপর সুপ্রিয়া চৌধুরি (নাম পরিবর্তিত) নামে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সুপ্রিয়ার বাড়ি ভাঙড়। ফেসবুকের মাধ্যমে দু'জনের বন্ধুত্ব বাড়ে। ফোন নম্বর আদান-প্রদান হয়। কথাবার্তাও শুরু হয়। প্রিয়া ছেলের গলা করে ফোন করত সুপ্রিয়াকে। কিছুদিন পর থেকে দেখা করতেও বলে। বিয়ের প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাব প্রত্যাখান করে দেয় সুপ্রিয়া। এরপর থেকেই সুপ্রিয়া ও তার পরিবারকে নিয়ে অশ্লীল পোস্ট শুরু করে প্রিয়া। বাধ্য হয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কাশীপুর থানা ও বারুইপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করে সুপ্রিয়া।

ঘটনার তদন্তে নেমে পুলিশ আজ প্রিয়াকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার বাড়ি থেকে 6টি মোবাইলও উদ্ধার হয়। যদিও প্রিয়ার বক্তব্য, তাকে ফাঁসিয়েছে তার প্রেমিক। প্রিয়া বলে, "আমার প্রেমিকের সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক ছিল। দু'জনে কথাও বলত। এরপর বিয়ের প্রস্তাব দেয়। সুপ্রিয়া থানায় অভিযোগ দায়ের করে। তারপর প্রেমিকই আমাকে বলে, সুপ্রিয়ার সঙ্গে ছেলের গলা করে কথা বলতে। ওর কথাতে এই কাজ করেছি।"

ভিডিয়োয় শুনুন প্রিয়া ও সুপ্রিয়ার বক্তব্য

সুপ্রিয়ার কথায়, "প্রথমে বন্ধুত্ব হয়েছিল। ফোন নম্বর আদানপ্রদানও হয়। বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকে। নিষেধ করি। পরে অশ্লীল পোস্ট শুরু করে। থানায় অভিযোগ দায়ের করি। তখনও বুঝতে পারিনি ও মেয়ে। ছেলের গলা করে কথা বলত।"

Intro:ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে ছেলেদের গলা করে মেয়েদের সঙ্গে প্রেমে অভিযুক্ত এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ।Body:ফেসবুকে আর জে রহুল নামে ভুয়ো প্রোফাইল খুলে একাধিক মহিলার সঙ্গে প্রেমের অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। ঘটনায় বারুইপুর সাইবার ক্রাইম থানা গ্রেপ্তার করেছে অভিযুক্ত ওই যুবতীকে। শেওড়াফুলি থেকে মৌমিতা চৌধুরি নামে ওই কলেজছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। গলা নকল করে মহিলাদের সাথে প্রেম ৷ একাধিক মহিলার সাথে সম্পর্ক তৈরি ৷ ফেসবুকে আর.জে রাহুল নামে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগে হুগলীর শেওড়াফুলি থেকে গ্রেপ্তার মৌমিতা চৌধুরী নামে এক কলেজ ছাত্রী ৷ তার বাড়ি থেকে উদ্ধার ছয়টি মোবাইল ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে মৌমিতার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় ৷ এলাকায় বিশেষ কারোর সাথেই কথা বলত না সে ৷ বেশীরভাগ সময় ঘরবন্দী থাকত সে ৷ অবসর পেলেই সোশালমিডিয়া থেকে বিভিন্ন মেয়ের নাম্বার জোগাড় করে তাদেরকে প্রেম প্রস্তাব দিত ৷ শুধু তাই নয় একাধিকজনকে বিয়ের প্রস্তাবও দিয়েছে সে ৷ তার প্রস্তাব না মানলেই সোশাল মিডিযায় তার নামে অশ্লীল ম্যাসেজ করত সে ৷ পরিবারের নামেও নানান অশ্লীল কথা ছড়িয়ে দিত সোশাল মিডিযায় ৷ ভাঙড় এলাকার বাসিন্দা এক কলেজ ছাত্রীর সাথে এইভাবেই সোশাল মিডিযায় ২০১৮ সালের নভেম্বর মাসে আলাপ হয় তার ৷ তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে জানুয়ারী মাসে বিয়ের প্রস্তাব দেয় সে ৷ এই বিষয়ে নির্যাতিতা তার বাড়িতে এসে অভিভাবকদের সাথে কথা বলার জন্য বলেন ৷ বিষয়টি মানতে না চেয়ে উল্টে তার নামে সোশাল মিডিযায় অশ্লীল মন্তব্য করে সে ৷ বাধ্য হয়ে নির্যাতিতা ফেব্রুয়ারী মাসে কাশীপুর থানা ও বারুইপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে নেমে বারুইপুর সাইবার শাখার পুলিশ শেওড়াফুলির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ৷ তাকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ নির্যাতিতা জানিয়েছেন মোবাইলে তাদের মধ্যে একাধিকবার ঘনিষ্ঠভাবে কথা হয় ৷ তিনি কখনও বুঝতে পারেননি যে এক মহিলার সাথে কথা বলছেন ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে মৌমিতার নামে পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী ও বর্ধমান জেলায় বেশকিছু এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে ৷ অন্যদিকে অভিযুক্তের দাবী তার মোবাইল তার এক ছেলে বন্ধু নিয়ে এইসব করেছে ৷ Conclusion:অভিযুক্তকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। বিচারকের কাছে পুলিশি হেফাজতের দাবি করবে পুলিশ।
Last Updated : Apr 12, 2019, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.