ETV Bharat / state

Youth Detained: পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে নাবালিকাকে বাড়ি থেকে তুলে আনার চেষ্টা ! আটক যুবক - Youth Detained

মেখলিগঞ্জে পুলিশকে সঙ্গে নিয়ে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসার চেষ্টা ! এই অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে ৷ স্থানীয়দের বিক্ষোভ থামাতে লাঠিচার্জ করে পুলিশ ৷

Youth Detained
ঝামেলা থামাতে লাঠিচার্জ পুলিশের
author img

By

Published : May 14, 2023, 3:57 PM IST

Updated : May 14, 2023, 6:07 PM IST

কোচবিহারে আটক যুবক

কোচবিহার, 13 মে: পুলিশকে সঙ্গে নিয়ে নাবালিকাকে বাড়ি থেকে তুলে আনতে গেল এক যুবক ! এমনই অভিযোগ উঠেছে মেখলিগঞ্জে ৷ উত্তেজিত বাসিন্দারা ওই যুবক ও পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের নিজতরফের ঘটনা । শনিবার ওই গ্রামের এক নাবালিকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসেন অভিযুক্ত যুবক ৷ তিনি পুলিশের গাড়িতে চেপে পুলিশকে সঙ্গে নিয়েই এসেছিলেন বলে অভিযোগ । সেই সময় ওই যুবক ও পুলিশের গাড়িকে আটক করে রাখেন গ্রামবাসীরা । তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ।

ঘটনার খবর পেয়ে সেখানে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু উত্তেজিত জনতার কাছ থেকে ওই যুবক ও পুলিশের আটক গাড়ি উদ্ধার করতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সেই সময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বেলতলি এলাকার রবিউল হক নামে এক যুবক পুলিশকে সঙ্গে নিয়ে ওই মেয়েটিকে তুলে নিয়ে যেতে এসেছিলেন বলে অভিযোগ । এরপর মেয়েটির পরিবারের লোকজন মিলে ওই পুলিশের গাড়িটি আটক করে রাখেন । উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। মেখলিগঞ্জ থানার পুলিশের তৎপরতায় হলদিবাড়ি থানার পুলিশ সেখান থেকে রক্ষা পান । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই যুবককে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ ।

অভিযুক্ত যুবক রবিরুল হকের দাবি, তাঁর সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক রয়েছে । এ দিন হলদিবাড়ি থানার পুলিশকে নিয়ে তাঁর বাড়িতে গিয়ে প্রেমিকার সঙ্গে নাকি দেখা করতে চেয়েছিলেন ওই যুবক ৷ সেই সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ প্রশ্ন উঠছে, পুলিশ কেন ওই যুবকের সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়েছিল ? তা এখনও স্পষ্ট নয় ।

ওই নাবালিকার পারিবারের অভিযোগ, ওই যুবক এর আগে বিয়ে করেছেন । এ দিন তাঁদের নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে এসেছিলেন অভিযুক্ত । পুলিশকে সঙ্গে নিয়ে আসেন তিনি ৷

আরও পড়ুন: পানীয় জলের দাবিতে দুর্গাপুরে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের

কোচবিহারে আটক যুবক

কোচবিহার, 13 মে: পুলিশকে সঙ্গে নিয়ে নাবালিকাকে বাড়ি থেকে তুলে আনতে গেল এক যুবক ! এমনই অভিযোগ উঠেছে মেখলিগঞ্জে ৷ উত্তেজিত বাসিন্দারা ওই যুবক ও পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের নিজতরফের ঘটনা । শনিবার ওই গ্রামের এক নাবালিকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসেন অভিযুক্ত যুবক ৷ তিনি পুলিশের গাড়িতে চেপে পুলিশকে সঙ্গে নিয়েই এসেছিলেন বলে অভিযোগ । সেই সময় ওই যুবক ও পুলিশের গাড়িকে আটক করে রাখেন গ্রামবাসীরা । তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ।

ঘটনার খবর পেয়ে সেখানে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু উত্তেজিত জনতার কাছ থেকে ওই যুবক ও পুলিশের আটক গাড়ি উদ্ধার করতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সেই সময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বেলতলি এলাকার রবিউল হক নামে এক যুবক পুলিশকে সঙ্গে নিয়ে ওই মেয়েটিকে তুলে নিয়ে যেতে এসেছিলেন বলে অভিযোগ । এরপর মেয়েটির পরিবারের লোকজন মিলে ওই পুলিশের গাড়িটি আটক করে রাখেন । উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। মেখলিগঞ্জ থানার পুলিশের তৎপরতায় হলদিবাড়ি থানার পুলিশ সেখান থেকে রক্ষা পান । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই যুবককে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ ।

অভিযুক্ত যুবক রবিরুল হকের দাবি, তাঁর সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক রয়েছে । এ দিন হলদিবাড়ি থানার পুলিশকে নিয়ে তাঁর বাড়িতে গিয়ে প্রেমিকার সঙ্গে নাকি দেখা করতে চেয়েছিলেন ওই যুবক ৷ সেই সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ প্রশ্ন উঠছে, পুলিশ কেন ওই যুবকের সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়েছিল ? তা এখনও স্পষ্ট নয় ।

ওই নাবালিকার পারিবারের অভিযোগ, ওই যুবক এর আগে বিয়ে করেছেন । এ দিন তাঁদের নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে এসেছিলেন অভিযুক্ত । পুলিশকে সঙ্গে নিয়ে আসেন তিনি ৷

আরও পড়ুন: পানীয় জলের দাবিতে দুর্গাপুরে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের

Last Updated : May 14, 2023, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.