ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূল কার্যালয় ভাঙচুর, অভিযুক্ত BJP

ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারের বিভিন্ন জায়গায় । তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। অভিযোগ, BJP কর্মীরা এই ভাঙচুর চালায় । অন্যদিকে, BJP-র পালটা অভিযোগ তৃণমূলের দলীয় কার্যালয়ে অস্ত্র, বোমা, তির-ধনুক রাখা থাকে । সাধারণ মানুষ জানতে পেরে পার্টি অফিস ভেঙে দিয়েছে ।

তৃণমূল কার্যালয় ভাঙচুর
author img

By

Published : Jun 9, 2019, 5:39 AM IST

Updated : Jun 10, 2019, 4:43 AM IST

মাথাভাঙা, 9 জুন : ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারের বিভিন্ন জায়গায় । গতকাল মাথাভাঙার 1 নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। অভিযোগ, BJP কর্মীরা এই ভাঙচুর চালায় । অন্যদিকে, BJP-র পালটা অভিযোগ তৃণমূলের দলীয় কার্যালয়ে অস্ত্র, বোমা, তির-ধনুক রাখা থাকে । সাধারণ মানুষ জানতে পেরে পার্টি অফিস ভেঙে দিয়েছে । এসব কাজে BJP যুক্ত নয় ।

গতকাল ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসে লুটপাটও চালানো হয়। এই ঘটনায়, স্থানীয় তৃণমূল নেতা মজিরুল হোসেন বলেন, "আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় BJP । দলীয় কার্যালয়ের জানালা, দরজা, ভাঙচুর করে । TV খুলে নিয়ে যায় । থানায় অভিযোগ জানিয়েছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অন্যদিকে, মাথাভাঙ্গার BJP নেতা আশুতোষ সরকার বলেন, "কোনও রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, লুটপাট করা, কার্যালয় দখল BJP-র সংস্কৃতি নয় । সাধারণ মানুষ জানতে পেরেছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অস্ত্র, বোমা, তির-ধনুক মজুত রয়েছে । তারাই উত্তেজিত হয়ে কার্যালয়ে ঢুকে অস্ত্রগুলি বের করে নিয়ে আসে । এই ঘটনার সঙ্গে BJP-র কোনও সদস্য জড়িত নয় । "

মাথাভাঙা, 9 জুন : ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারের বিভিন্ন জায়গায় । গতকাল মাথাভাঙার 1 নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। অভিযোগ, BJP কর্মীরা এই ভাঙচুর চালায় । অন্যদিকে, BJP-র পালটা অভিযোগ তৃণমূলের দলীয় কার্যালয়ে অস্ত্র, বোমা, তির-ধনুক রাখা থাকে । সাধারণ মানুষ জানতে পেরে পার্টি অফিস ভেঙে দিয়েছে । এসব কাজে BJP যুক্ত নয় ।

গতকাল ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসে লুটপাটও চালানো হয়। এই ঘটনায়, স্থানীয় তৃণমূল নেতা মজিরুল হোসেন বলেন, "আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় BJP । দলীয় কার্যালয়ের জানালা, দরজা, ভাঙচুর করে । TV খুলে নিয়ে যায় । থানায় অভিযোগ জানিয়েছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অন্যদিকে, মাথাভাঙ্গার BJP নেতা আশুতোষ সরকার বলেন, "কোনও রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, লুটপাট করা, কার্যালয় দখল BJP-র সংস্কৃতি নয় । সাধারণ মানুষ জানতে পেরেছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অস্ত্র, বোমা, তির-ধনুক মজুত রয়েছে । তারাই উত্তেজিত হয়ে কার্যালয়ে ঢুকে অস্ত্রগুলি বের করে নিয়ে আসে । এই ঘটনার সঙ্গে BJP-র কোনও সদস্য জড়িত নয় । "

Intro:মাথাভাঙ্গায় তৃনমূল পার্টি অফিসে অস্ত্র ,বোমা ,তীর ধনুক ! অভিযোগে ভাংচুর পার্টি অফিস ৷ভাংচুর ও লুটে অভিযুক্ত বিজেপি ৷

কোচবিহার :০৮জুন :

ভোটপরবর্তী উত্তেজনা অব্যাহত কোচবিহারের বিভিন্ন জায়গায় ৷ভোটের ফল ঘোষণা পর থেকেই উত্তেজনা থেমে নেই ৷ মাথাভাঙ্গায় তৃনমূলের দলীয় কার্যালয় ভাংচুর সহ লুট পাটের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ৷বিজেপির পক্ষে পাল্টা অভিযোগ উঠে তৃনমূলের বিরুদ্ধে ৷ বিজেপির অভিযোগ তৃনমূলের দলীয় কার্যালয়ে অস্ত্র ,বোমা ,তীর ধনুক রাখা হয় ,সাধারন মানুষ জানতে পেরে আজ ভেঙ্গে দিয়েছে পার্টি অফিস ,এখানে বিজেপি যুক্ত নয় ৷

ঘটনাটি কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ৷ সেই দলীয় কার্যালয় ভাঙচুর সহ লুটপাঠের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।তৃনমূল কংগ্রেসের অভিযোগ নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই এলাকায় সন্ত্রাস চালায় বিজেপি।


ঘটনায় তৃণমূল নেতা তথা মাথাভাঙ্গা ১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন জানান " মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বিজেপি,দলীয় কার্যালয়ের জানালা,দরজা,ভাঙচুর করে,দলীয় কার্যালয়ের টিভি লুঠ করে নিয়ে যায়।অভিযোগ জানিয়েছি থানায় ৷

অন্যদিকে ,মাথাভাঙ্গার বিজেপি নেতা আশুতোষ সরকার জানান " কোন রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে ভাঙচুর,লুটপাট করা ,কার্যালয় দখল এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়৷ এক্ষেত্রে সাধারন মানুষ জানতে পেরেছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভেতরে অস্ত্র ,বোমা , তীর,ধনুক মজুত রয়েছে ৷ সেই খবর পেয়ে সাধারন মানুষ অস্ত্র ,বোমা দলীয় কার্যালয় থেকে বের করে নেয়।এই ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টির কোন সদস্য জড়িত নয় "।Body:Cob Conclusion:
Last Updated : Jun 10, 2019, 4:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.