ETV Bharat / state

গোরু নিয়ে দিলীপের মন্তব্যে সোশাল মিডিয়ায় ব্যঙ্গ উদয়নের - দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

দেশি গোরুর দুধ সোনালি হয় ৷ সম্প্রতি বর্ধমানে গোপষ্টমী উৎসবে যোগ দিয়ে একথা বলেন ৷ গতকাল সেই প্রসঙ্গে সোশাল মিডিয়ায় দিলীপ ঘোষকে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ৷

ছবি
author img

By

Published : Nov 6, 2019, 11:11 AM IST

দিনহাটা, 6 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্যঙ্গ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সম্প্রতি দিলীপ ঘোষের 'গোরুর দুধ সোনালি' মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে 'স্ত্রীর ভাই, গর্দভ' শব্দবন্ধটি উল্লেখ করেন উদয়ন ৷ তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের একাংশে চাপানউতোর শুরু হয়েছে ৷

সম্প্রতি বর্ধমানে গোপষ্টমী উৎসবে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন,"বিদেশি গোরুর পিঠে কুঁজ থাকে না কিন্তু দেশি গোরুর পিঠে কুঁজ থাকে । আর ওই কুঁজেই থাকে স্বর্ণনালি । রোদ পড়লে ওখানে সোনা তৈরি হয় । তাই তো দেশি গোরুর দুধ সোনালি হয় ।" দিলীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল একটি পোস্ট করেন উদয়ন গুহ ৷ পোস্টে তিনি লেখেন, "গরুর কুঁজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দিলীপবাবু মাঝে মাঝে জন্মদিনের পোশাক পরে রোদে শুয়ে থাকবেন। ভারত সরকার কোহিনুরের মতো বড় হিরে পাবে। স্ত্রীর ভাই, গর্দভ।"

image
উদয়ন গুহর পোস্ট

যদিও বিষয়টি নিয়ে উদয়ন বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "যাঁদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবেন।"

দিনহাটা, 6 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্যঙ্গ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সম্প্রতি দিলীপ ঘোষের 'গোরুর দুধ সোনালি' মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে 'স্ত্রীর ভাই, গর্দভ' শব্দবন্ধটি উল্লেখ করেন উদয়ন ৷ তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের একাংশে চাপানউতোর শুরু হয়েছে ৷

সম্প্রতি বর্ধমানে গোপষ্টমী উৎসবে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন,"বিদেশি গোরুর পিঠে কুঁজ থাকে না কিন্তু দেশি গোরুর পিঠে কুঁজ থাকে । আর ওই কুঁজেই থাকে স্বর্ণনালি । রোদ পড়লে ওখানে সোনা তৈরি হয় । তাই তো দেশি গোরুর দুধ সোনালি হয় ।" দিলীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল একটি পোস্ট করেন উদয়ন গুহ ৷ পোস্টে তিনি লেখেন, "গরুর কুঁজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দিলীপবাবু মাঝে মাঝে জন্মদিনের পোশাক পরে রোদে শুয়ে থাকবেন। ভারত সরকার কোহিনুরের মতো বড় হিরে পাবে। স্ত্রীর ভাই, গর্দভ।"

image
উদয়ন গুহর পোস্ট

যদিও বিষয়টি নিয়ে উদয়ন বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "যাঁদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবেন।"

Intro:কোচবিহার ঃ বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকে গর্দভ বললেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্ট করেন। বিধায়কের পোষ্ট ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। গরুর কুজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিনহাটার বিধায়ক ওই মন্তব্য করেছেন। যদিও বিষয়টি নিয়ে উদয়ন বাবু বলেন, যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে।
জানা গিয়েছে, গতকাল গোপাষ্টমীর দিন বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ বলেন, গরুর কুজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এরপর আজ শাসকদলের উদয়ন গুহ পোস্ট করেন," গরুর কুজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দীলিপবাবু মাঝে মাঝে জন্মদিনের পোশাক পড়ে রোদে শুয়ে থাকবেন। ভারত সরকারের কোহিনূর এর মত দুটি বড় হীরে পাবে। স্ত্রীর ভাই, গর্দভ। বিধায়কের এই পোষ্ট ঘিরে ইতিমধ্যে গুরু হয়েছে বিতর্ক।। # শুভঙ্কর সাহা। Body:wb_crb_05_udayan post_7205341Conclusion:wb_crb_05_udayan post_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.