ETV Bharat / state

Primary Recruitment Case: প্রাথমিকের চাকরি প্রার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে কোচবিহারে ধৃত তৃণমূল নেতা - প্রাথমিকের চাকরি প্রার্থী

প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ (Primary Recruitment Case) ৷ এই অভিযোগের ভিত্তিতে এক শিক্ষককে গ্রেফতার করল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ ৷ ধৃত পিন্টু সেন এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত (TMC leader arrested in primary recruitment case) ৷

Primary TET Recruitment Case
ETV Bharat
author img

By

Published : Sep 4, 2022, 9:45 PM IST

কোচবিহার, 04 সেপ্টেম্বর: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ ৷ ধৃতের নাম পিন্টু সেন ৷ তিনি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত (TMC leader arrested in primary recruitment case) ৷

ধৃত পিন্টু সেন হলদিবাড়ি ব্লকের সেনপাড়া এলাকায় বাসিন্দা ৷ রবিবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় ৷ তার 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা দেওয়া কয়েকজনকে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা করে নেয় পিন্টু সেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও চাকরি না হওয়ায় 2018 সালে তার থেকে টাকা ফেরত চান চাকরি প্রার্থীরা (Primary Recruitment Case)। অভিযোগ, দিনের পর দিন তাঁদের ঘোরানো হয়েছে। তাই শনিবার ওই চাকরি প্রার্থীরা অভিযুক্ত পিন্টু সেনের সঙ্গে বৈঠক করেন । যদিও টাকা ফেরতের কোনও সুরাহা মেলেনি সেই বৈঠকে ৷

চাকরি প্রার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে ধৃত তৃণমূল নেতা

আরও পড়ুন: প্রাইমারি টেটে অতিরিক্ত নম্বর দিয়ে কাদের নিয়োগ করা হয়েছিল, জানতে চাইল হাইকোর্ট

প্রতারিত হলদিবাড়ির বাসিন্দা আমজাদ হোসেন সরকার হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে হলদিবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে পিন্টু সেনকে (teacher arrested in Cooch Behar) । অভিযোগ, প্রায় এক কোটি টাকা তুলেছেন অভিযুক্ত ওই শিক্ষক। যদিও ওই শিক্ষকের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন।
এই প্রসঙ্গেই পিন্টুর দিদি পম্পি সেন বলেন, '‘আমার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । আমার ভাই কারও কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়নি।’’ অভিযুক্ত পিন্টু সেনও কিছু জানাননি ৷

কোচবিহার, 04 সেপ্টেম্বর: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ ৷ ধৃতের নাম পিন্টু সেন ৷ তিনি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত (TMC leader arrested in primary recruitment case) ৷

ধৃত পিন্টু সেন হলদিবাড়ি ব্লকের সেনপাড়া এলাকায় বাসিন্দা ৷ রবিবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় ৷ তার 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা দেওয়া কয়েকজনকে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা করে নেয় পিন্টু সেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও চাকরি না হওয়ায় 2018 সালে তার থেকে টাকা ফেরত চান চাকরি প্রার্থীরা (Primary Recruitment Case)। অভিযোগ, দিনের পর দিন তাঁদের ঘোরানো হয়েছে। তাই শনিবার ওই চাকরি প্রার্থীরা অভিযুক্ত পিন্টু সেনের সঙ্গে বৈঠক করেন । যদিও টাকা ফেরতের কোনও সুরাহা মেলেনি সেই বৈঠকে ৷

চাকরি প্রার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে ধৃত তৃণমূল নেতা

আরও পড়ুন: প্রাইমারি টেটে অতিরিক্ত নম্বর দিয়ে কাদের নিয়োগ করা হয়েছিল, জানতে চাইল হাইকোর্ট

প্রতারিত হলদিবাড়ির বাসিন্দা আমজাদ হোসেন সরকার হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে হলদিবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে পিন্টু সেনকে (teacher arrested in Cooch Behar) । অভিযোগ, প্রায় এক কোটি টাকা তুলেছেন অভিযুক্ত ওই শিক্ষক। যদিও ওই শিক্ষকের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন।
এই প্রসঙ্গেই পিন্টুর দিদি পম্পি সেন বলেন, '‘আমার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । আমার ভাই কারও কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়নি।’’ অভিযুক্ত পিন্টু সেনও কিছু জানাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.