ETV Bharat / state

TMC Inner Clash in Cooch Behar : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সিরহাট, মৃত 1

কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু 1 জনের (tmc inner clash in Cooch Behar) ৷

TMC Inner Clash
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Dec 10, 2021, 7:52 PM IST

Updated : Dec 10, 2021, 9:02 PM IST

কোচবিহার, 10 ডিসেম্বর : এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত কোচবিহারের বক্সিরহাট ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ আহত অন্তত 15 জন ৷ মৃতের নাম কাশেম শেখ ৷ আহতদের আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আজ দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের আকার ধারণ করে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বক্সিরহাটের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারী এলাকা (tmc inner clash in Cooch Behar)। মূলত অঞ্চল সভাপতি খোকন সাহা এবং দুই পঞ্চায়েত ব্লক সভাপতি ধনেশ্বর বর্মনের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে ৷ দলের ফলিমারী অঞ্চল সভাপতি গোকুল সাহা বলেন, "আজ সকালে বিভিন্ন বুথ কমিটির সভাপতিদের নিয়ে পার্টি অফিসে মিটিং ডাকা হয়েছিল । মিটিংয়ে যোগ দিতে আসার সময় দফায় দফায় বিজেপি থেকে তৃণমূলে আসা কিছু দুষ্কৃতী হামলা চালায় ।" হামলায় মৃত্যু হয়েছে কাশেম শেখ নামে এক তৃণমূল কর্মীর ৷

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সিরহাট

আরও পড়ুন : Illegal Arms Factory: জীবনতলায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ, অস্ত্র-সহ ধৃত 1

সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ৷ যদিও গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন তুফানগঞ্জ-2 ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন ৷ তিনি বলেন, "কিছু দুষ্কৃতী তৃণমূলের কর্মীদের মারধর করেছে । গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপারকে সানি রাজ বলেন, "দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে । তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।"

কোচবিহার, 10 ডিসেম্বর : এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত কোচবিহারের বক্সিরহাট ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ আহত অন্তত 15 জন ৷ মৃতের নাম কাশেম শেখ ৷ আহতদের আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আজ দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের আকার ধারণ করে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বক্সিরহাটের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারী এলাকা (tmc inner clash in Cooch Behar)। মূলত অঞ্চল সভাপতি খোকন সাহা এবং দুই পঞ্চায়েত ব্লক সভাপতি ধনেশ্বর বর্মনের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে ৷ দলের ফলিমারী অঞ্চল সভাপতি গোকুল সাহা বলেন, "আজ সকালে বিভিন্ন বুথ কমিটির সভাপতিদের নিয়ে পার্টি অফিসে মিটিং ডাকা হয়েছিল । মিটিংয়ে যোগ দিতে আসার সময় দফায় দফায় বিজেপি থেকে তৃণমূলে আসা কিছু দুষ্কৃতী হামলা চালায় ।" হামলায় মৃত্যু হয়েছে কাশেম শেখ নামে এক তৃণমূল কর্মীর ৷

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সিরহাট

আরও পড়ুন : Illegal Arms Factory: জীবনতলায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ, অস্ত্র-সহ ধৃত 1

সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ৷ যদিও গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন তুফানগঞ্জ-2 ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন ৷ তিনি বলেন, "কিছু দুষ্কৃতী তৃণমূলের কর্মীদের মারধর করেছে । গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপারকে সানি রাজ বলেন, "দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে । তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।"

Last Updated : Dec 10, 2021, 9:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.