ETV Bharat / state

এলাকা দখলকে ঘিরে দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুর

author img

By

Published : Aug 18, 2019, 3:30 PM IST

এলাকা দখলকে কেন্দ্র করে দিনহাটায় সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP ৷ ব্যাপক বোমাবাজি হয় ৷

ভাঙচুর

কোচবিহার, 18 অগাস্ট : এলাকা পুনর্দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে উত্তেজনা ছড়াল দিনহাটায় ৷ ভাঙচুর চালানো হয় কমপক্ষে 40টি দোকানে ৷ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ৷ দুই দল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ৷

কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন BJP-র নিশীথ প্রামাণিক ৷ এরপর থেকেই এলাকায় গেরুয়া শিবিরের দাপট বাড়তে থাকে ৷ হাজারের বেশি তৃণমূলকর্মী ঘরছাড়া ছিলেন ৷ গতকাল সন্ধ্যায় নাজিরহাট দখলের চেষ্টা করে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক ৷ নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় ৷ সেই সময় BJP-র একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ পালটা পার্থপ্রতিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে ৷

Clash
দোকানে ভাঙচুর

রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ব্যাপক বোমাবাজি হয় ৷ নাজিরহাট বাজারের 40টি দোকানে ভাঙচুর চালানো হয় ৷ কয়েকটি দোকানে আগুনও লাগানো হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকল ও সাহেবগঞ্জ থানার পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দোকান ভাঙচুরের প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন নাজিরহাটের ব্যবসায়ীরা ৷ দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, "রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে যেভাবে দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, তা নিন্দনীয় ।"

এই সংঘর্ষের দায় অবশ্য দুই দলই একে অপরের চাপিয়েছে ৷ এলাকার বিধায়ক বলেন, "BJP আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে গতরাতে নাজিরহাট বাজারে তাণ্ডব চালানো হয়েছে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ স্থানীয় নেতা সাদ্দাম রায়ের অভিযোগ, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর ও বোমাবাজি করেছে ।"

কোচবিহার, 18 অগাস্ট : এলাকা পুনর্দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে উত্তেজনা ছড়াল দিনহাটায় ৷ ভাঙচুর চালানো হয় কমপক্ষে 40টি দোকানে ৷ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ৷ দুই দল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ৷

কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন BJP-র নিশীথ প্রামাণিক ৷ এরপর থেকেই এলাকায় গেরুয়া শিবিরের দাপট বাড়তে থাকে ৷ হাজারের বেশি তৃণমূলকর্মী ঘরছাড়া ছিলেন ৷ গতকাল সন্ধ্যায় নাজিরহাট দখলের চেষ্টা করে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক ৷ নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় ৷ সেই সময় BJP-র একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ পালটা পার্থপ্রতিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে ৷

Clash
দোকানে ভাঙচুর

রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ব্যাপক বোমাবাজি হয় ৷ নাজিরহাট বাজারের 40টি দোকানে ভাঙচুর চালানো হয় ৷ কয়েকটি দোকানে আগুনও লাগানো হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকল ও সাহেবগঞ্জ থানার পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দোকান ভাঙচুরের প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন নাজিরহাটের ব্যবসায়ীরা ৷ দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, "রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে যেভাবে দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, তা নিন্দনীয় ।"

এই সংঘর্ষের দায় অবশ্য দুই দলই একে অপরের চাপিয়েছে ৷ এলাকার বিধায়ক বলেন, "BJP আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে গতরাতে নাজিরহাট বাজারে তাণ্ডব চালানো হয়েছে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ স্থানীয় নেতা সাদ্দাম রায়ের অভিযোগ, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর ও বোমাবাজি করেছে ।"

Intro:কোচবিহার ঃ এলাকা পুনর্দখলকে কেন্দ্র করে দিনহাটা নাজিরহাট এ শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল। ভাঙচুর করা হল অন্তত 40 টি দোকান। একাধিক দোকানে ভাঙচুর করে আগুন লাগানোর মত ঘটনা ঘটে। গোটা ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা আজ রবিবার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে। তাদের অভিযোগ রাজনৈতিক সংঘর্ষ ঘিরে যেভাবে ব্যবসায়ীদের ওপর হামলা হলো তা কখনোই মেনে নেওয়া যায় না। যদিও গোটা ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।

জানা গিয়েছে, গোটা কোচবিহার জেলা তৃণমূলের দখলে থাকলেও সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল পরাজিত হয় এবং এর পর থেকে বিভিন্ন এলাকায় দাপট বাড়ে বিজেপির। ফলে জেলার বিভিন্ন এলাকায় ঢুকতে পারছি না তৃণমূল। এই পরিস্থিতির মধ্যে শনিবার কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে নাজিরহাট এলাকা দখল নিতে যায় তৃণমূল। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং প্রাক্তন সংসদ তথা কোচবিহার জেলা তৃণমূল ও কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায়ের নেতৃত্বে এই পুনর্দখল চলে। পুনর্দখলের সময় বিজেপির একটি কার্যালয় ভাংচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি প্রাক্তন সাংসদের গাড়ি ভাঙচুরের চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার পর রাতে ফের বোমাবাজি ও তান্ডব শুরু হয় । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। নাজিরহাট বাজারে থাকা অন্তত 40 টি দোকানে ভাঙচুর করা হয়। একাধিক দোকানে আগুন লাগানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে দিনহাটা থেকে দমকল ও বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, রাজনৈতিক সংঘর্ষ ঘিরে যেভাবে ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে তা নিন্দনীয়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি৷ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে গতকাল রাতে নাজিরহাট বাজারে তাণ্ডব চালানো হয়েছে। যদিও বিজেপি নেতা সাদ্দাম রায় বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। # শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_clash_pic_01_7205341Conclusion:wb_crb_01_clash_pic_01_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.