ETV Bharat / state

সীমান্তে আটকে কয়েক হাজার শ্রমিক, অনুমতি না মেলায় ঢুকতে পারছেন না অসমে

দু'দিন ধরে শ্রমিকরা অপেক্ষা করছেন অসম-বাংলা সীমান্তে । তবুও অসমে প্রবেশের অনুমতি মিলছে না ।

aa
শ্রমিক
author img

By

Published : May 19, 2020, 5:00 PM IST

কোচবিহার, 19 মে: সীমান্তে কয়েক হাজার শ্রমিক অপেক্ষা করছেন অসমে ঢোকার জন্য। কিন্তু অনুমতি মিলছে না অসম সরকারের পক্ষ থেকে । কোচবিহার জেলার বক্সিরহাটের ঘটনা । বিষয়টি নিয়ে অসম সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

দু'দিন ধরে প্রায় হাজার শ্রমিক অসম-বাংলা সীমান্তে অপেক্ষা করছেন । কিন্তু অসম সরকারের পক্ষ থেকে তাঁদের অসমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত । গোটা বিষয়টি নিয়ে অসমের গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । গতকাল বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, "মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন । অথচ BJP সরকার তাঁদের অসমে ঢুকতে দিচ্ছে না ।"

যদিও অসমের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শ্রমিক গত পরশু সকাল থেকে অসম-বাংলা সীমান্তে দাঁড়িয়ে অপেক্ষা করছেন । সেখানে অসম পুলিশ তাঁদের আটকে দিয়েছে বলে অভিযোগ । রবিবারের পর সোমবার পেরিয়ে গেলেও তাঁদের অসমে প্রবেশ করতে দেওয়া হয়নি । আটকে থাকা এক শ্রমিক বলেন, "আমরা দু'দিন ধরে দাঁড়িয়ে আছি । কিন্তু আমাদের অসমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।"

কোচবিহার, 19 মে: সীমান্তে কয়েক হাজার শ্রমিক অপেক্ষা করছেন অসমে ঢোকার জন্য। কিন্তু অনুমতি মিলছে না অসম সরকারের পক্ষ থেকে । কোচবিহার জেলার বক্সিরহাটের ঘটনা । বিষয়টি নিয়ে অসম সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

দু'দিন ধরে প্রায় হাজার শ্রমিক অসম-বাংলা সীমান্তে অপেক্ষা করছেন । কিন্তু অসম সরকারের পক্ষ থেকে তাঁদের অসমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত । গোটা বিষয়টি নিয়ে অসমের গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । গতকাল বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, "মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন । অথচ BJP সরকার তাঁদের অসমে ঢুকতে দিচ্ছে না ।"

যদিও অসমের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শ্রমিক গত পরশু সকাল থেকে অসম-বাংলা সীমান্তে দাঁড়িয়ে অপেক্ষা করছেন । সেখানে অসম পুলিশ তাঁদের আটকে দিয়েছে বলে অভিযোগ । রবিবারের পর সোমবার পেরিয়ে গেলেও তাঁদের অসমে প্রবেশ করতে দেওয়া হয়নি । আটকে থাকা এক শ্রমিক বলেন, "আমরা দু'দিন ধরে দাঁড়িয়ে আছি । কিন্তু আমাদের অসমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.