ETV Bharat / state

লকডাউনে বন্ধ রোজগার, অর্ধাহারে দিন কাটছে বৃহন্নলাদের - lockdown news

চরম দুর্ভোগে মাথাভাঙার বৈরাগীহাট, দিনহাটা ,ঘুঘমারি এলাকায় 95 জন বৃহন্নলা । প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সকলে ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 12:15 PM IST

কোচবিহার, 1 মে : কোরোনা সংক্রমণের ভয়ে তাঁদের কাজ বন্ধ । লোকের বাড়ি বাড়ি গিয়ে যে আয় হয় তার কিছুই নেই । জমানো টাকা দিয়ে কোনওমতে কয়েকটা দিন চললেও সে টাকা ফুরিয়েছে অনেকদিন । লকডাউনের একমাস পেরিয়ে গেলেও পাননি কোনও সাহায্য । ফলে অর্ধাহারে দিন কাটছে কোচবিহারের বৃহন্নলাদের । এমনভাবে আর ক'দিন চললে কার্যত অনাহারে দিন কাটাতে হবে তাঁদের । এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁরা । দ্বারস্থ হয়েছেন স্থানীয় প্রশাসনেরও ।

লকডাউনের জেরে তাঁদের আয় বন্ধ । কোনওভাবে জমানো টাকা দিয়ে দিন চলে গেলেও বর্তমানে অর্ধাহারে দিন কাটছে তাঁদের । এদিক সেদিক থেকে সাহায্য হিসেবে যে সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন তাতে দিন চলছে না । চরম দুর্ভোগে মাথাভাঙার বৈরাগীহাট,দিনহাটা ,ঘুঘমারি এলাকায় 95 জন বৃহন্নলা । স্থানীয়দের থেকে বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে সাহায্য নিয়ে কোনওমতে দিন চলছে তাঁদের । কিন্তু এভাবে আর ক'দিন । তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সকলে ।

কোচবিহারের বৃহন্নলাদের সংগঠন "জীবন গাড়ি ফেরিওয়ালা"-র সম্পাদিকা পিঙ্কি হিজরা জানান, লকডাউনে তাঁদের আয়ের উৎস বন্ধ । তাই অনেকেই অর্ধাহারে রয়েছেন । জমানো অর্থও শেষ । ফলে সরকার সাহায্য না করলে এবার খাওয়া জুটবে না তাঁদের ।

কোচবিহার, 1 মে : কোরোনা সংক্রমণের ভয়ে তাঁদের কাজ বন্ধ । লোকের বাড়ি বাড়ি গিয়ে যে আয় হয় তার কিছুই নেই । জমানো টাকা দিয়ে কোনওমতে কয়েকটা দিন চললেও সে টাকা ফুরিয়েছে অনেকদিন । লকডাউনের একমাস পেরিয়ে গেলেও পাননি কোনও সাহায্য । ফলে অর্ধাহারে দিন কাটছে কোচবিহারের বৃহন্নলাদের । এমনভাবে আর ক'দিন চললে কার্যত অনাহারে দিন কাটাতে হবে তাঁদের । এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁরা । দ্বারস্থ হয়েছেন স্থানীয় প্রশাসনেরও ।

লকডাউনের জেরে তাঁদের আয় বন্ধ । কোনওভাবে জমানো টাকা দিয়ে দিন চলে গেলেও বর্তমানে অর্ধাহারে দিন কাটছে তাঁদের । এদিক সেদিক থেকে সাহায্য হিসেবে যে সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন তাতে দিন চলছে না । চরম দুর্ভোগে মাথাভাঙার বৈরাগীহাট,দিনহাটা ,ঘুঘমারি এলাকায় 95 জন বৃহন্নলা । স্থানীয়দের থেকে বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে সাহায্য নিয়ে কোনওমতে দিন চলছে তাঁদের । কিন্তু এভাবে আর ক'দিন । তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সকলে ।

কোচবিহারের বৃহন্নলাদের সংগঠন "জীবন গাড়ি ফেরিওয়ালা"-র সম্পাদিকা পিঙ্কি হিজরা জানান, লকডাউনে তাঁদের আয়ের উৎস বন্ধ । তাই অনেকেই অর্ধাহারে রয়েছেন । জমানো অর্থও শেষ । ফলে সরকার সাহায্য না করলে এবার খাওয়া জুটবে না তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.