ETV Bharat / state

কোরোনা আতঙ্কে বাংলা-অসম সীমান্তে চালু থার্মাল স্ক্রিনিং

author img

By

Published : Mar 20, 2020, 3:27 PM IST

পশ্চিমবঙ্গে পরপর দুটি ও গোটা দেশজুড়ে কোরোনা আক্রান্তের খোঁজ মেলায় এবার বাংলা-অসম সীমান্তেও চালু করা হল থার্মাল স্ক্রিনিং ৷ বাইরের রাজ্য থেকে আসা প্রতিটি গাড়ির চালক ও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরই অসমে ঢুকতে দেওয়া হচ্ছে ৷

thermal-screening
থার্মাল স্ক্রিনিং

কোচবিহার, 20 মার্চ: পশ্চিমবঙ্গে কোরোনা আক্রান্তের সন্ধান মেলায় এবার অসম- বাংলা সীমান্ত দিয়ে অসমে ঢোকা সমস্ত যাত্রীবোঝাই ও পণ্য বোঝাই গাড়ির চালক ও যাত্রীদের থার্মাল স্ক্রীনিং শুরু করল অসমের স্বাস্থ্য দপ্তর ।

তবে শুধু বাংলাই নয়, বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী ও পন্যবোঝাই যে সমস্ত গাড়ি অসমে প্রবেশ করছে, সেই গাড়িগুলিতে থাকা চালক ও যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা করে তবেই অসমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । পাশাপাশি অসমে প্রবেশ করা সমস্ত যাত্রীদের নাম ও ঠিকানা নথিবদ্ধ করছে স্বাস্থ্য দফতরের কর্মীরা ।

বাংলা -অসম সীমান্তে চলছে থার্মাল স্ক্রিনিং

কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত যাত্রী বোঝাই গাড়ি ও পণ্য বোঝাই ট্রাক ওই সীমান্ত দিয়ে প্রবেশ করছে তাদের এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে । এই কাজের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য কর্মী অজিত বড়ুয়া বলেন, ‘‘কোরোনা আতঙ্কের জেরে অসমের বাইরে থেকে যারা আসছেন, তাদের সকলেরই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । পাশাপাশি নাম ও ঠিকানা নথিভুক্ত করে রাখা হচ্ছে ৷’’

কোচবিহার, 20 মার্চ: পশ্চিমবঙ্গে কোরোনা আক্রান্তের সন্ধান মেলায় এবার অসম- বাংলা সীমান্ত দিয়ে অসমে ঢোকা সমস্ত যাত্রীবোঝাই ও পণ্য বোঝাই গাড়ির চালক ও যাত্রীদের থার্মাল স্ক্রীনিং শুরু করল অসমের স্বাস্থ্য দপ্তর ।

তবে শুধু বাংলাই নয়, বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী ও পন্যবোঝাই যে সমস্ত গাড়ি অসমে প্রবেশ করছে, সেই গাড়িগুলিতে থাকা চালক ও যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা করে তবেই অসমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । পাশাপাশি অসমে প্রবেশ করা সমস্ত যাত্রীদের নাম ও ঠিকানা নথিবদ্ধ করছে স্বাস্থ্য দফতরের কর্মীরা ।

বাংলা -অসম সীমান্তে চলছে থার্মাল স্ক্রিনিং

কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত যাত্রী বোঝাই গাড়ি ও পণ্য বোঝাই ট্রাক ওই সীমান্ত দিয়ে প্রবেশ করছে তাদের এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে । এই কাজের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য কর্মী অজিত বড়ুয়া বলেন, ‘‘কোরোনা আতঙ্কের জেরে অসমের বাইরে থেকে যারা আসছেন, তাদের সকলেরই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । পাশাপাশি নাম ও ঠিকানা নথিভুক্ত করে রাখা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.