ETV Bharat / state

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর স্তরের পরীক্ষা জুলাইয়ে

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনেই পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে 19 জুলাই থেকে শুরু স্নাতোক এবং স্নাতকত্তোর স্তরের পরীক্ষা
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে 19 জুলাই থেকে শুরু স্নাতোক এবং স্নাতকত্তোর স্তরের পরীক্ষা
author img

By

Published : Jun 23, 2021, 5:16 PM IST

কোচবিহার, 23 জুন : কোভিড পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হচ্ছে । আগামী 19 জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে । মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার , এক্সামিনেশন কমিটির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনেই পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি বলেন, "19 জুলাই থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হবে । কোভিড পরিস্থিতির কারণে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে ।"

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতির কারনে ইতিমধ্যেই চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার । এই পরিস্থিতিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । মঙ্গলবার এ বিষয়ে একটি বৈঠক হয় । যেহেতু জেলায় কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে সেইজন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 19 জুলাই পরীক্ষা শুরু হবে । 30 জুলাই-এর মধ্যে সব পরীক্ষা শেষ হয়ে যাবে ।

আরও পড়ুন : বিভেদের পক্ষে না হলেও মানুষের দাবিকে সমর্থন, বঙ্গভঙ্গ প্রসঙ্গে মত নিশীথের

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরীক্ষা মে মাসে হওয়ার কথা থাকলেও লকডাউন-এর কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে । আইন বিভাগের পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে । অপরদিকে বি.এ, বি.এসি , বি.কম-এর স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টার এবং স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে 19 জুলাই থেকে । দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের বাকি পরীক্ষাগুলো এর মাঝে নিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে । জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন বিভাগের পরীক্ষাও 19 জুলাই থেকে শুরু হবে ৷

কোচবিহার, 23 জুন : কোভিড পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হচ্ছে । আগামী 19 জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে । মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার , এক্সামিনেশন কমিটির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনেই পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি বলেন, "19 জুলাই থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হবে । কোভিড পরিস্থিতির কারণে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে ।"

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতির কারনে ইতিমধ্যেই চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার । এই পরিস্থিতিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । মঙ্গলবার এ বিষয়ে একটি বৈঠক হয় । যেহেতু জেলায় কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে সেইজন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 19 জুলাই পরীক্ষা শুরু হবে । 30 জুলাই-এর মধ্যে সব পরীক্ষা শেষ হয়ে যাবে ।

আরও পড়ুন : বিভেদের পক্ষে না হলেও মানুষের দাবিকে সমর্থন, বঙ্গভঙ্গ প্রসঙ্গে মত নিশীথের

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরীক্ষা মে মাসে হওয়ার কথা থাকলেও লকডাউন-এর কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে । আইন বিভাগের পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে । অপরদিকে বি.এ, বি.এসি , বি.কম-এর স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টার এবং স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে 19 জুলাই থেকে । দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের বাকি পরীক্ষাগুলো এর মাঝে নিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে । জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন বিভাগের পরীক্ষাও 19 জুলাই থেকে শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.