ETV Bharat / state

কোচবিহারে BJP কার্যালয়ের সামনে উত্তেজনা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ - কোচবিহার BJP

অভিযোগ, মালতী রাভার বিরোধী গোষ্ঠীর লোকজন আজ কোচবিহারে দলীয় কার্যালয়ের দিকে মিছিল করে যখন আসছিল তখন অন্য গোষ্ঠীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় ।  রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা । বন্ধ হয়ে যায় দোকানপাট । এলাকায় উপস্থিত সাংবাদিকদের উপরেও হামলা হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । ।

BJP
BJP কার্যালয়ের সামনে উত্তেজনা
author img

By

Published : Dec 8, 2019, 8:16 PM IST

Updated : Dec 9, 2019, 12:21 AM IST

কোচবিহার, 8 ডিসেম্বর : কোচবিহারে ফের BJP-র জেলা সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মালতী রাভা । তাঁর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ । অনুষ্ঠান না হলেও দলে মালতীর পক্ষের ও বিরোধী গোষ্ঠীর মধ্যে গোলমালের অভিযোগ উঠল ৷ এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহরের BJP কার্যালয় সংলগ্ন এলাকা ৷

6 ডিসেম্বর দলের জেলা সভানেত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেন মালতী ৷ অভিযোগ, মালতীর বিরোধী গোষ্ঠীর লোকজন আজ কোচবিহারে দলীয় কার্যালয়ের দিকে মিছিল করে যখন আসছিল তখন অন্য গোষ্ঠীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় । রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা । বন্ধ হয়ে যায় দোকানপাট । এলাকায় উপস্থিত সাংবাদিকদের উপরেও হামলা হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন কী বলছে BJP নেতৃত্ব

BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, "মালতী রাভা দ্বিতীয়বারের জন্য জেলা সভানেত্রী নির্বাচিত হওয়ার পর আজ সংবর্ধনা সভা ছিল । কিন্তু এক নেতার মৃত্যুর কারণে সেই অনুষ্ঠান বাতিল হয় । জেলা সভানেত্রী যখন দলীয় কার্যালয় থেকে বের হচ্ছিলেন তখন BJP থেকে বহিষ্কৃত কিছু দুষ্কৃতী তৃণমূলের মদতে মিছিল করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে আসে ৷ আমাদের কর্মীরা তাদের হটিয়ে দেয় ।" যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "BJP-র গোষ্ঠী কোন্দলের ফলেই গন্ডগোল হয়েছে ।"

কোচবিহার, 8 ডিসেম্বর : কোচবিহারে ফের BJP-র জেলা সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মালতী রাভা । তাঁর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ । অনুষ্ঠান না হলেও দলে মালতীর পক্ষের ও বিরোধী গোষ্ঠীর মধ্যে গোলমালের অভিযোগ উঠল ৷ এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহরের BJP কার্যালয় সংলগ্ন এলাকা ৷

6 ডিসেম্বর দলের জেলা সভানেত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেন মালতী ৷ অভিযোগ, মালতীর বিরোধী গোষ্ঠীর লোকজন আজ কোচবিহারে দলীয় কার্যালয়ের দিকে মিছিল করে যখন আসছিল তখন অন্য গোষ্ঠীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় । রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা । বন্ধ হয়ে যায় দোকানপাট । এলাকায় উপস্থিত সাংবাদিকদের উপরেও হামলা হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন কী বলছে BJP নেতৃত্ব

BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, "মালতী রাভা দ্বিতীয়বারের জন্য জেলা সভানেত্রী নির্বাচিত হওয়ার পর আজ সংবর্ধনা সভা ছিল । কিন্তু এক নেতার মৃত্যুর কারণে সেই অনুষ্ঠান বাতিল হয় । জেলা সভানেত্রী যখন দলীয় কার্যালয় থেকে বের হচ্ছিলেন তখন BJP থেকে বহিষ্কৃত কিছু দুষ্কৃতী তৃণমূলের মদতে মিছিল করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে আসে ৷ আমাদের কর্মীরা তাদের হটিয়ে দেয় ।" যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "BJP-র গোষ্ঠী কোন্দলের ফলেই গন্ডগোল হয়েছে ।"

Intro:
কোচবিহার : বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিস সংলগ্ন এলাকা। বিজেপি জেলা সভাপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য মালতি রাভার এর নাম ঘোষণা হওয়ার পরই তার বিরোধী গোষ্ঠী আজ পার্টি অফিসের দিকে মিছিল করে বিক্ষোভ দেখাতে আসলে তখন অপর গোষ্ঠী তাদের দিকে ছুটে যায়। সেই সময় দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । মুহুর্তে রনক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। বন্ধ হয়ে যায় দোকানপাট। সেই সময় উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।বর্তমানে কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, মালতি রাভা দ্বিতীয়বারের জন্য জেলা সভানেত্রী নির্বাচিত হওয়ার পর এদিন সম্বর্ধনা সভা ছিল। কিন্তু এক প্রাক্তন নেতার মৃত্যুর কারনে সেই অনুষ্ঠান বাতিল হয়। এরপর জেলা সভানেত্রী যখন পার্টি অফিস থেকে বের হচ্ছিলেন সেসময় বহিস্কৃত বিজেপির কিছু দুস্কৃতি যারা তৃণমূল এর মদতে রয়েছে তারা মিছিল করে এলে আমাদের কর্মীরা হঠিয়ে দেয়। যদিও গন্ডগোলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল। তৃনমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, বিজেপির গোষ্ঠী কোন্দল এর ফলে এদিন গন্ডগোল হয়েছে।।।।# Body:wb_crb_01_bjp_kondol_vis_7205341Conclusion:wb_crb_01_bjp_kondol_vis_7205341
Last Updated : Dec 9, 2019, 12:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.