কোচবিহার, 8 ডিসেম্বর : কোচবিহারে ফের BJP-র জেলা সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মালতী রাভা । তাঁর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ । অনুষ্ঠান না হলেও দলে মালতীর পক্ষের ও বিরোধী গোষ্ঠীর মধ্যে গোলমালের অভিযোগ উঠল ৷ এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহরের BJP কার্যালয় সংলগ্ন এলাকা ৷
6 ডিসেম্বর দলের জেলা সভানেত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেন মালতী ৷ অভিযোগ, মালতীর বিরোধী গোষ্ঠীর লোকজন আজ কোচবিহারে দলীয় কার্যালয়ের দিকে মিছিল করে যখন আসছিল তখন অন্য গোষ্ঠীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় । রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা । বন্ধ হয়ে যায় দোকানপাট । এলাকায় উপস্থিত সাংবাদিকদের উপরেও হামলা হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।
BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, "মালতী রাভা দ্বিতীয়বারের জন্য জেলা সভানেত্রী নির্বাচিত হওয়ার পর আজ সংবর্ধনা সভা ছিল । কিন্তু এক নেতার মৃত্যুর কারণে সেই অনুষ্ঠান বাতিল হয় । জেলা সভানেত্রী যখন দলীয় কার্যালয় থেকে বের হচ্ছিলেন তখন BJP থেকে বহিষ্কৃত কিছু দুষ্কৃতী তৃণমূলের মদতে মিছিল করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে আসে ৷ আমাদের কর্মীরা তাদের হটিয়ে দেয় ।" যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "BJP-র গোষ্ঠী কোন্দলের ফলেই গন্ডগোল হয়েছে ।"