ETV Bharat / state

Teachers Wearing School Dress : পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'

author img

By

Published : Apr 27, 2022, 10:28 PM IST

স্কুল ড্রেস পড়ে স্কুলে আসতে চায় না অধিকাংশ পড়ুয়া ৷ তাই পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে এবার শিক্ষকরাও পড়ে আসছেন স্কুল ইউনিফর্ম (Teachers Are Wearing School Dress)৷

Teachers Are Wearing School Dress
পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে শিক্ষকরাও পড়ে আসছেন স্কুল ড্রেস

কোচবিহার, 27 এপ্রিল: দিনহাটা-1 নম্বর ব্লকের সাতকুড়া সরকারি বিদ্যালয় ৷ এই স্কুলের অধিকাংশ পড়ুয়াদের স্কুলের পোশাক পরতে অনীহা ৷ তবে স্কুলে কি আর নির্দিষ্ট পোশাক ছাড়া আসে যায় ৷ তাই পড়ুয়াদের স্কুলের পোশাক পড়তে উদ্বুদ্ধ করতে এবার শিক্ষক-শিক্ষাকারাও পরে আসছেন স্কুলের পোশাক (Teachers Are Wearing School Dress) ৷

দিনহাটা-1 ব্লকের সাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৷ পড়ুয়াদের সংখ্য়া 160 জন ৷ শিক্ষক রয়েছেন 3 জন এবং শিক্ষিকা রয়েছেন 1 জন ৷ এই স্কুলের পোশাক তুঁতে রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট ৷ পডুয়াদের স্কুল ড্রেস পড়তে উদ্বুদ্ধ করতে শিক্ষকরা পড়ে আসছেন তুঁতে রঙের শার্ট ও কালো রঙের প্য়ান্ট ৷ আর একজন শিক্ষিকা পরে আসছেন তুঁতে রঙের শাড়ি ৷ পড়ুয়াদের কথা ভেবে তাঁরা একপ্রকার স্কুল ইউনিফর্ম পড়ে আসছেন ৷ সহশিক্ষক ধর্মেন্দ্র সিংহ বলেন, ''ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস পড়া নিয়ে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে শিক্ষকরাও পরে আসছেন ''স্কুল ড্রেস''

আরও পড়ুন: Jeevika Mission : জীবিকা মিশনে তৈরি হবে স্কুল ইউনিফর্ম, দেওয়া হল প্রশিক্ষণ

তবে এই প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা নয় ৷ এই ক্যাম্পাসে আছে সাতকুড়া জুনিয়র হাইস্কুল । স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা 35 জন। শিক্ষক ও শিক্ষিকা রয়েছে দু'জন এবং অশিক্ষক কর্মী এক জন । তারাও একই রঙের ড্রেস পড়ে স্কুলে আসছেন ৷ এই প্রসঙ্গেই শিক্ষিকা ববিতা বিশ্বাস বাগচি বলেন, ''স্কুল ড্রেস নিয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করতেই স্কুলে শিক্ষক-শিক্ষিকারা ড্রেসকোড চালু করেছে ।''

কোচবিহার, 27 এপ্রিল: দিনহাটা-1 নম্বর ব্লকের সাতকুড়া সরকারি বিদ্যালয় ৷ এই স্কুলের অধিকাংশ পড়ুয়াদের স্কুলের পোশাক পরতে অনীহা ৷ তবে স্কুলে কি আর নির্দিষ্ট পোশাক ছাড়া আসে যায় ৷ তাই পড়ুয়াদের স্কুলের পোশাক পড়তে উদ্বুদ্ধ করতে এবার শিক্ষক-শিক্ষাকারাও পরে আসছেন স্কুলের পোশাক (Teachers Are Wearing School Dress) ৷

দিনহাটা-1 ব্লকের সাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৷ পড়ুয়াদের সংখ্য়া 160 জন ৷ শিক্ষক রয়েছেন 3 জন এবং শিক্ষিকা রয়েছেন 1 জন ৷ এই স্কুলের পোশাক তুঁতে রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট ৷ পডুয়াদের স্কুল ড্রেস পড়তে উদ্বুদ্ধ করতে শিক্ষকরা পড়ে আসছেন তুঁতে রঙের শার্ট ও কালো রঙের প্য়ান্ট ৷ আর একজন শিক্ষিকা পরে আসছেন তুঁতে রঙের শাড়ি ৷ পড়ুয়াদের কথা ভেবে তাঁরা একপ্রকার স্কুল ইউনিফর্ম পড়ে আসছেন ৷ সহশিক্ষক ধর্মেন্দ্র সিংহ বলেন, ''ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস পড়া নিয়ে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে শিক্ষকরাও পরে আসছেন ''স্কুল ড্রেস''

আরও পড়ুন: Jeevika Mission : জীবিকা মিশনে তৈরি হবে স্কুল ইউনিফর্ম, দেওয়া হল প্রশিক্ষণ

তবে এই প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা নয় ৷ এই ক্যাম্পাসে আছে সাতকুড়া জুনিয়র হাইস্কুল । স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা 35 জন। শিক্ষক ও শিক্ষিকা রয়েছে দু'জন এবং অশিক্ষক কর্মী এক জন । তারাও একই রঙের ড্রেস পড়ে স্কুলে আসছেন ৷ এই প্রসঙ্গেই শিক্ষিকা ববিতা বিশ্বাস বাগচি বলেন, ''স্কুল ড্রেস নিয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করতেই স্কুলে শিক্ষক-শিক্ষিকারা ড্রেসকোড চালু করেছে ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.