ETV Bharat / state

গতকাল রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত কোচবিহারের কয়েক হাজার বাড়ি - coocjbihar

লকডাউনের মধ্যে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি । এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা । তাঁদের বক্তব্য এমনিতেই লকডাউন চলছে । তার উপর ঘর ভেঙে গেছে । এখন কী হবে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 10, 2020, 10:02 AM IST

কোচবিহার, 10 এপ্রিল : ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি । গতকাল রাতে কোচবিহার 2 নং ব্লকের বিভিন্ন গ্রামে ক্ষতির মুখের সম্মুখীন হয় এই বাড়িগুলি । আহত হয়েছেন বেশ কয়েকজন । এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা । তাঁদের বক্তব্য এমনিতেই লকডাউন চলছে । তার উপর ঘর ভেঙে গেছে । এখন কী হবে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা ।

গতকাল রাতে দফায় দফায় ঝড় ও বৃষ্টি হয় কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । গভীর রাতে ঝড়ে জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোচবিহার 2 নং ব্লকের মরিচবাড়ি, খোল্টা, আমবাড়ি , বানেশ্বর সহ বিভিন্ন গ্রামে অন্তত কয়েকহাজার বাড়ি । ঘর ভেঙে যাওয়ায় রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে ।

স্থানীয় জেলাপরিষদের সদস্য পরিমল বর্মণ বলেন, "এলাকার প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । বাসিন্দাদের অবস্থা ভালো নয় । BDO সাহেবকে জানানো হয়েছে । পাশাপাশি তাঁদের কোথাও থাকার ব্যবস্থা করা যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। "

কোচবিহার, 10 এপ্রিল : ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি । গতকাল রাতে কোচবিহার 2 নং ব্লকের বিভিন্ন গ্রামে ক্ষতির মুখের সম্মুখীন হয় এই বাড়িগুলি । আহত হয়েছেন বেশ কয়েকজন । এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা । তাঁদের বক্তব্য এমনিতেই লকডাউন চলছে । তার উপর ঘর ভেঙে গেছে । এখন কী হবে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা ।

গতকাল রাতে দফায় দফায় ঝড় ও বৃষ্টি হয় কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । গভীর রাতে ঝড়ে জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোচবিহার 2 নং ব্লকের মরিচবাড়ি, খোল্টা, আমবাড়ি , বানেশ্বর সহ বিভিন্ন গ্রামে অন্তত কয়েকহাজার বাড়ি । ঘর ভেঙে যাওয়ায় রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে ।

স্থানীয় জেলাপরিষদের সদস্য পরিমল বর্মণ বলেন, "এলাকার প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । বাসিন্দাদের অবস্থা ভালো নয় । BDO সাহেবকে জানানো হয়েছে । পাশাপাশি তাঁদের কোথাও থাকার ব্যবস্থা করা যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.