ETV Bharat / state

Pilgrims Injured: ফের জল্পেশে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম 22

মাসের শুরুতেই গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয়েছিল 10 পুণ্যার্থীর । তার রেশ কাটতে না কাটতেই ফের পুণ্যার্থীবোঝাই গাড়ি দুর্ঘটনায় আহত হলেন 22 জন ৷ গুরুতর আহত 5 জন (Pilgrims Injured In Mekliganj) ৷

Pilgrims Injured
মন্দিরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, জখম 22
author img

By

Published : Aug 9, 2022, 7:40 AM IST

মেখলিগঞ্জ, 9 অগস্ট: ফের পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনা ৷ এবার কোচবিহারের মেখলিগঞ্জে জামালদহে পথ দুর্ঘটনায় জখম হলেন 22 জন ৷ এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন 5 জন (Pilgrims Injured In Mekliganj) ৷ মোট 22 জনকে জামালদহ প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে 5 জনের আঘাত গুরুতর ৷ তাঁদের কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে ৷

জানা গিয়েছে, মেখলিগঞ্জের জামালদহে মাথাভাঙা-চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ একটি ছ'চাকার গাড়ি কোচবিহারের সালমারা ও বানেশ্বর-সহ বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীদের নিয়ে জল্পেশে যাচ্ছিল ৷ গাড়িতে ছিলেন মোট 35 জন ৷ জামালদহের কাছে গাড়িটি আসতেই সেটিকে সজোরে ধাক্কা মারে অন্য একটি ট্রাক ৷ আহতদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

মন্দিরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, জখম 22

আরও পড়ুন: বন্ধ ডিজের ব্যবহার, শোক কাটিয়ে জল্পেশে ফিরল শৃঙ্খলা

মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার জানান, আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ যে ট্রাকটি পুণ্যার্থীদের গাড়িটিকে ধাক্কা মারে, সেটিকে আটক করা হয়েছে ৷

মেখলিগঞ্জ, 9 অগস্ট: ফের পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনা ৷ এবার কোচবিহারের মেখলিগঞ্জে জামালদহে পথ দুর্ঘটনায় জখম হলেন 22 জন ৷ এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন 5 জন (Pilgrims Injured In Mekliganj) ৷ মোট 22 জনকে জামালদহ প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে 5 জনের আঘাত গুরুতর ৷ তাঁদের কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে ৷

জানা গিয়েছে, মেখলিগঞ্জের জামালদহে মাথাভাঙা-চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ একটি ছ'চাকার গাড়ি কোচবিহারের সালমারা ও বানেশ্বর-সহ বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীদের নিয়ে জল্পেশে যাচ্ছিল ৷ গাড়িতে ছিলেন মোট 35 জন ৷ জামালদহের কাছে গাড়িটি আসতেই সেটিকে সজোরে ধাক্কা মারে অন্য একটি ট্রাক ৷ আহতদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

মন্দিরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, জখম 22

আরও পড়ুন: বন্ধ ডিজের ব্যবহার, শোক কাটিয়ে জল্পেশে ফিরল শৃঙ্খলা

মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার জানান, আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ যে ট্রাকটি পুণ্যার্থীদের গাড়িটিকে ধাক্কা মারে, সেটিকে আটক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.