ETV Bharat / state

কোচবিহারে ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 700 বাড়ি, আহত সাত

গত কয়েকদিনের ঝড়বৃষ্টির জেরে কোচবিহারে প্রায় 700 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা ।

মেখলিগঞ্জে ক্ষতিগ্রস্ত বাড়ি
author img

By

Published : Jul 14, 2019, 2:46 PM IST

কোচবিহার, 14 জুলাই: বৃষ্টি ও ঝড়ে কোচবিহারে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 700 বাড়ি । আহত সাত । জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেখলিগঞ্জ ও মাথাভাঙা ব্লক ।

গত কয়েকদিনের ঝড়ে মাথাভাঙার কেদারহাট ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 200টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই দুই এলাকায় আহত হয়েছেন দু'জন মহিলা । তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি, নিজতরফ ও উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 500টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ এরমধ্যে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 168টি, ধুলিয়া-বলদিয়াহাটি গ্রামে প্রায় 30টি বাড়ি ঝড়ে ভেঙে যায় ৷ মেখলিগঞ্জে আহত হন পাঁচজন । খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ব্লক প্রশাসন ও মাথাভাঙার BDO ।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার

মাথাভাঙার BDO সম্বল ঝাঁ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ টিম পাঠানো হয়েছে । মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে আমরা আছি । ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হবে । পরিস্থিতি মোকাবিলায় ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক হবে ।"

আরও পড়ুন : তুফানগঞ্জে BJP-র তাড়া খেয়ে SDO অফিসে আশ্রয় তৃণমূল বিধায়কের !

কোচবিহার, 14 জুলাই: বৃষ্টি ও ঝড়ে কোচবিহারে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 700 বাড়ি । আহত সাত । জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেখলিগঞ্জ ও মাথাভাঙা ব্লক ।

গত কয়েকদিনের ঝড়ে মাথাভাঙার কেদারহাট ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 200টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই দুই এলাকায় আহত হয়েছেন দু'জন মহিলা । তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি, নিজতরফ ও উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 500টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ এরমধ্যে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 168টি, ধুলিয়া-বলদিয়াহাটি গ্রামে প্রায় 30টি বাড়ি ঝড়ে ভেঙে যায় ৷ মেখলিগঞ্জে আহত হন পাঁচজন । খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ব্লক প্রশাসন ও মাথাভাঙার BDO ।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার

মাথাভাঙার BDO সম্বল ঝাঁ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ টিম পাঠানো হয়েছে । মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে আমরা আছি । ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হবে । পরিস্থিতি মোকাবিলায় ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক হবে ।"

আরও পড়ুন : তুফানগঞ্জে BJP-র তাড়া খেয়ে SDO অফিসে আশ্রয় তৃণমূল বিধায়কের !

Intro:কোচবিহারে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় সাতশত বাড়ি ,আহত সাত ৷


কোচবিহার :১৪জুলাই :

কোচবিহারে প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় সাতশটি বাড়ি ,এরমধ্যে একশো বাড়ি ভেঙ্গে তছরূপ ৷ জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেখলিগঞ্জ এবং মাথাভাঙ্গা ব্লক ৷এই দুই ব্লকে মাথাভাঙ্গায় কেদারহাট গ্রাম পঞ্চায়েত এবং গোপালপুর গ্রামপঞ্চায়েত এলাকা মিলে প্রায় ২০০ টির বেশি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ৷এই দুই এলাকায় আহত হয়েছেন দুইজন মহিলা ,এদের মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে ৷ অন্যদিকে , মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত ,নিজতরফ গ্রাম পঞ্চায়েত এবং উঁচলপূকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০০ বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ৷এর মধ্যে উঁচলপূকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৬৮ ধূলিয়া বলদিয়াহাঁটি গ্রামে প্রায় ৩০ টি বাড়ি ঘরে সম্পূর্ণ অংশ উড়ে যায় ৷ মেখলিগঞ্জে আহত হন ৫ জন ৷

ক্ষতিগোস্ত এলাকায় পরিদর্শনে আসেন ব্লক প্রশাসন ,মাথাভাঙ্গা বিডিও সম্বল ঝা জানান "ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাওয়া হয়েছে ,এলাকায় বিশেষ টিম পাঠানো হয়েছে ৷ অন্যদিকে ,মেখলিগঞ্জ ব্লক প্রশাসনও ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করছেন ৷

মেখলিগঞ্জ বিধায়ক অর্ঘ্য রায় প্রধান জানান "ঝরে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের পাশে আমরা আছি ,সব রকমের সাহায্য করা হবে ৷ব্লক প্রশাসন অফিসে বৈঠক করা হচ্ছে দ্রুত বিপর্যয় মোকাবিলা করার জন্য ৷ "Body:Cob Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.