ETV Bharat / state

Cooch Behar TMC ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে কোচবিহারে দল থেকে ইস্তফা নেতাকর্মীদের - কোচবিহারে দল থেকে ইস্তাফা তৃণমূল নেতাকর্মীদের

হেনস্থার অভিযোগ তুলে দলের পদ থেক ইস্তফা দিলেন তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতাকর্মীরা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি মনোজ বর্মন (Complaints Against Block President)।

Cooch Behar TMC
ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে কোচবিহারে দল থেকে ইস্তাফা নেতাকর্মীদের
author img

By

Published : Aug 24, 2022, 9:07 PM IST

কোচবিহার, 24 অগস্ট: দলের ব্লক সভাপতি অনুগামীরা হেনস্থা করছে এই অভিযোগ তুলে দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের একঝাঁক নেতাকর্মী । বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তাঁরা ইস্তফার কথা জানান (Complaints Against Block President)।

তাঁদের অভিযোগ, গত শনিবার জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি তুফানগঞ্জ 1 ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে । নতুন সভাপতি ঘোষণার পর থেকেই যারা একটা সময় বিজেপি করত, তারাই এখন আমাদের ওপর মারধর করছে । এই ঘটনার পেছনে ব্লক সভাপতি মনোজ বর্মনের মদত থাকতে পারে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি মনোজ বর্মন । তিনি বলেন, "সবে দায়িত্ব পেয়েছি । এখনই তাড়াহুড়ো করে পদছাড়ার দরকার নেই ।"

আরও পড়ুন: বনগাঁ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূলের পাপাই রাহা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে পর্যন্ত কোচবিহার জেলা তৃণমূল সভাপতি দায়িত্বে ছিলেন পার্থপ্রতিম রায় । ফলে জেলার একটি বড় অংশ পার্থের অনুগামীদের দাপট ছিল । সম্প্রতি পার্থকে সরিয়ে জেলা সভাপতি পদে নিয়ে আসা হয় অভিজিৎ দে ভৌমিককে । পাশাপাশি বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি পরিবর্তন করা হয় । তুফানগঞ্জ 1 ব্লকে সভাপতি করা হয় রবীন্দ্রনাথ ঘোষ ঘনিষ্ঠ মনোজ বর্মনকে । আর এরপরেই পার্থপ্রতীম রায়ের অনুগামীদের ওপর ঝামেলা শুরু হয় ৷ তাঁদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।

ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে কোচবিহারে দল থেকে ইস্তাফা নেতাকর্মীদের

বলরামপুর 2 অঞ্চল তৃণমূল সাধারণ সম্পাদক দিলীপ বর্মন বলেন, "শেষ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যারা এই সমস্ত অঞ্চল থেকে বিজেপির হয়ে হার্মাদ বাহিনীর মতন কাজ করেছে । নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে ফলাফল ঘোষণা পর তাঁদেরকেই আবার তৃণমূলে দেখা যাচ্ছে । কিছুদিন পূর্বে যে ব্লক সভাপতি হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তারও মদত থাকতে পারে ।"

আরও পড়ুন: আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

বলরামপুর 2 অঞ্চলের উপ-প্রধান সুচিত্রা সরকার বলেন, "আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা তৃণমূল কংগ্রেস সংগঠনটি করি । তবে বর্তমানে দলের ভিতরেই কিছু সমস্যার সৃষ্টি হয়েছে । তাই সে কারণে আমরা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি ।"

কোচবিহার, 24 অগস্ট: দলের ব্লক সভাপতি অনুগামীরা হেনস্থা করছে এই অভিযোগ তুলে দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের একঝাঁক নেতাকর্মী । বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তাঁরা ইস্তফার কথা জানান (Complaints Against Block President)।

তাঁদের অভিযোগ, গত শনিবার জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি তুফানগঞ্জ 1 ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে । নতুন সভাপতি ঘোষণার পর থেকেই যারা একটা সময় বিজেপি করত, তারাই এখন আমাদের ওপর মারধর করছে । এই ঘটনার পেছনে ব্লক সভাপতি মনোজ বর্মনের মদত থাকতে পারে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি মনোজ বর্মন । তিনি বলেন, "সবে দায়িত্ব পেয়েছি । এখনই তাড়াহুড়ো করে পদছাড়ার দরকার নেই ।"

আরও পড়ুন: বনগাঁ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূলের পাপাই রাহা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে পর্যন্ত কোচবিহার জেলা তৃণমূল সভাপতি দায়িত্বে ছিলেন পার্থপ্রতিম রায় । ফলে জেলার একটি বড় অংশ পার্থের অনুগামীদের দাপট ছিল । সম্প্রতি পার্থকে সরিয়ে জেলা সভাপতি পদে নিয়ে আসা হয় অভিজিৎ দে ভৌমিককে । পাশাপাশি বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি পরিবর্তন করা হয় । তুফানগঞ্জ 1 ব্লকে সভাপতি করা হয় রবীন্দ্রনাথ ঘোষ ঘনিষ্ঠ মনোজ বর্মনকে । আর এরপরেই পার্থপ্রতীম রায়ের অনুগামীদের ওপর ঝামেলা শুরু হয় ৷ তাঁদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।

ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে কোচবিহারে দল থেকে ইস্তাফা নেতাকর্মীদের

বলরামপুর 2 অঞ্চল তৃণমূল সাধারণ সম্পাদক দিলীপ বর্মন বলেন, "শেষ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যারা এই সমস্ত অঞ্চল থেকে বিজেপির হয়ে হার্মাদ বাহিনীর মতন কাজ করেছে । নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে ফলাফল ঘোষণা পর তাঁদেরকেই আবার তৃণমূলে দেখা যাচ্ছে । কিছুদিন পূর্বে যে ব্লক সভাপতি হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তারও মদত থাকতে পারে ।"

আরও পড়ুন: আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

বলরামপুর 2 অঞ্চলের উপ-প্রধান সুচিত্রা সরকার বলেন, "আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা তৃণমূল কংগ্রেস সংগঠনটি করি । তবে বর্তমানে দলের ভিতরেই কিছু সমস্যার সৃষ্টি হয়েছে । তাই সে কারণে আমরা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.