ETV Bharat / state

Cooch Behar TMC News : বিরোধ মেটার লক্ষণ নেই ; পার্থকে বিষধর সাপের সঙ্গে তুলনা রবীন্দ্রনাথের - পার্থকে আক্রমণ রবির

সভা মঞ্চ থেকে জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Cooch Behar TMC News) ৷ যা নিয়ে হইচই পড়ে গিয়েছে জেলাজুড়ে ৷

Cooch Behar TMC News
Cooch Behar TMC News
author img

By

Published : Apr 28, 2022, 11:03 PM IST

Updated : Apr 29, 2022, 4:12 PM IST

তুফানগঞ্জ, 28 এপ্রিল : বিরোধ ভুলে দু'জনেই নাকি সুর নরম করেছিলেন ৷ প্রকাশ্যে কেউ একে অপরের প্রতি বিষোদগার করছিলেন না ৷ দল ও সংগঠনের স্বার্থে দ্বন্দ্ব মিটিয়ে একছাদের তলায় আসার ইঙ্গিত মিলেছিল দু'জনের কথাতেই ৷ কিন্তু সেই শান্তি যে ঝড় আসার আগের পূর্বাভাস তা বোধহয় আঁচ করা যায়নি ৷ ফের একবার কোচবিহারের কাকা-ভাইপো-র বিরোধ প্রকাশ্যে চলে এল ৷ সভা মঞ্চ থেকে জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Cooch Behar TMC News) ৷ যা নিয়ে হইচই পড়ে গিয়েছে জেলাজুড়ে ৷

তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত নাককাটি গ্রাম পঞ্চায়েত জোড়া দোকান এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠন আয়োজিত একটি সভায় আজ বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ সেখানেই জেলা তৃণমূল সভাপতিকে লাগাতার আক্রমণ করেন তিনি ৷ বলেন, "পুঁটি মাছের জীবন ঠিক যতদিন, সভাপতির জীবনও ঠিক ততদিন । বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে গিয়ে দাঁড়িয়ে ছিল । সেখানে হেরে গিয়েছে, তারপর আর দেখা মেলেনি । কোথাও জায়গা না পেয়ে শুধুমাত্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে । এর আগে সভাপতি একবছর পূর্ণ হয়েছিল তবে এবার বছর পূরণ করতে পারবে না ।"

এখানেই আক্রমণের শেষ নয় ৷ তিনি আরও বলেন, "মানুষ তার চরিত্র বুঝে গিয়েছে । কালো ভোমরা অনেক মধু খেয়েছ, আর পারবে না । জীবনে ভুল করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম সুপারিশ করেছিলাম । সেই ভুলের মাশুল আজ জেলার মানুষকে ভুগতে হচ্ছে । গোখরো সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তাকে নয় । 2019 সালের লোকসভা নির্বাচনে পিছন থেকে ছুরি মেরে ছিল । যে কারণে দল শক্তিশালী থাকলেও কিছু ভোটে হেরে গিয়েছিল আমাদের প্রার্থী ।"

আরও পড়ুন : TMC Factionalism in Malda : দলীয় বিধায়কের বিরুদ্ধে এমএলএ কোটার টাকা তছরুপের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির

কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল সর্বজনবিদিত ৷ একসময় রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে পা-রেখেছিলেন পার্থপ্রতিম রায় ৷ পরবর্তীতে কোচবিহারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দু'জনের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয় ৷ সম্প্রতি পার্থপ্রতিম রায় জেলা তৃণমূল সভাপতি হতেই কোন্দল চরম আকার নেয় । এদিকে কোর কমিটিতে জায়গা মেলেনি রবীন্দ্রনাথ ঘোষের । তারপর এদিন প্রকাশ্য সভায় যেভাবে দলের জেলা সভাপতিকে আক্রমণ করলেন তা নজিরবিহীন । এদিন নাটাবাড়ি বিধানসভা চিলাখানা এলাকাতেই পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মহামিছিলের আয়োজন করা হয় । তবে মিছিল শেষে রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য নিয়ে তিনি কোনওরকম মন্তব্য করতে চাননি ।

তুফানগঞ্জ, 28 এপ্রিল : বিরোধ ভুলে দু'জনেই নাকি সুর নরম করেছিলেন ৷ প্রকাশ্যে কেউ একে অপরের প্রতি বিষোদগার করছিলেন না ৷ দল ও সংগঠনের স্বার্থে দ্বন্দ্ব মিটিয়ে একছাদের তলায় আসার ইঙ্গিত মিলেছিল দু'জনের কথাতেই ৷ কিন্তু সেই শান্তি যে ঝড় আসার আগের পূর্বাভাস তা বোধহয় আঁচ করা যায়নি ৷ ফের একবার কোচবিহারের কাকা-ভাইপো-র বিরোধ প্রকাশ্যে চলে এল ৷ সভা মঞ্চ থেকে জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Cooch Behar TMC News) ৷ যা নিয়ে হইচই পড়ে গিয়েছে জেলাজুড়ে ৷

তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত নাককাটি গ্রাম পঞ্চায়েত জোড়া দোকান এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠন আয়োজিত একটি সভায় আজ বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ সেখানেই জেলা তৃণমূল সভাপতিকে লাগাতার আক্রমণ করেন তিনি ৷ বলেন, "পুঁটি মাছের জীবন ঠিক যতদিন, সভাপতির জীবনও ঠিক ততদিন । বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে গিয়ে দাঁড়িয়ে ছিল । সেখানে হেরে গিয়েছে, তারপর আর দেখা মেলেনি । কোথাও জায়গা না পেয়ে শুধুমাত্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে । এর আগে সভাপতি একবছর পূর্ণ হয়েছিল তবে এবার বছর পূরণ করতে পারবে না ।"

এখানেই আক্রমণের শেষ নয় ৷ তিনি আরও বলেন, "মানুষ তার চরিত্র বুঝে গিয়েছে । কালো ভোমরা অনেক মধু খেয়েছ, আর পারবে না । জীবনে ভুল করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম সুপারিশ করেছিলাম । সেই ভুলের মাশুল আজ জেলার মানুষকে ভুগতে হচ্ছে । গোখরো সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তাকে নয় । 2019 সালের লোকসভা নির্বাচনে পিছন থেকে ছুরি মেরে ছিল । যে কারণে দল শক্তিশালী থাকলেও কিছু ভোটে হেরে গিয়েছিল আমাদের প্রার্থী ।"

আরও পড়ুন : TMC Factionalism in Malda : দলীয় বিধায়কের বিরুদ্ধে এমএলএ কোটার টাকা তছরুপের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির

কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল সর্বজনবিদিত ৷ একসময় রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে পা-রেখেছিলেন পার্থপ্রতিম রায় ৷ পরবর্তীতে কোচবিহারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দু'জনের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয় ৷ সম্প্রতি পার্থপ্রতিম রায় জেলা তৃণমূল সভাপতি হতেই কোন্দল চরম আকার নেয় । এদিকে কোর কমিটিতে জায়গা মেলেনি রবীন্দ্রনাথ ঘোষের । তারপর এদিন প্রকাশ্য সভায় যেভাবে দলের জেলা সভাপতিকে আক্রমণ করলেন তা নজিরবিহীন । এদিন নাটাবাড়ি বিধানসভা চিলাখানা এলাকাতেই পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মহামিছিলের আয়োজন করা হয় । তবে মিছিল শেষে রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য নিয়ে তিনি কোনওরকম মন্তব্য করতে চাননি ।

Last Updated : Apr 29, 2022, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.