ETV Bharat / state

Cooch Behar TMC: সভাকক্ষের বাইরে চেয়ার নিয়ে বসে নজিরবিহীনভাবে সভাপতি নির্বাচন কোচবিহারে - কোচবিহার 1 পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন

কোচবিহার 1 পঞ্চায়েত সমিতির (Cooch Behar TMC)সভাপতি নির্বাচনে গন্ডগোল এড়াতে দরজার বাইরে চেয়ার নিয়ে বসলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷ যা কার্যত নজিরবিহীন ৷

Etv Bharat
সভাকক্ষের বাইরে চেয়ার নিয়ে বসে নজিরবিহীনভাবে সভাপতি নির্বাচন কোচবিহারে
author img

By

Published : Oct 17, 2022, 10:30 PM IST

Updated : Oct 17, 2022, 10:47 PM IST

কোচবিহার, 17 অক্টোবর: অসন্তোষের মধ্যে দিয়ে নজিরবিহীনভাবে কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন অনিরুদ্ধ বর্মন(President Election of Cooch Behar 1 Panchayat Samiti)। সোমবার দুপুরে কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির হলঘরে সভার মধ্যে দিয়ে নতুন সভাপতি নির্বাচন হয় । সভাপতি নির্বাচনে যাতে গন্ডগোল না হয় সেই জন্য দরজার বাইরে চেয়ার নিয়ে বসেছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।

অপরদিকে জেলা তৃণমূলের প্রবীণ নেতা তথা কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ তলবি সভার কক্ষে ঢুকে সভা পরিচালনায় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক(Cooch Behar TMC)।

আরও পড়ুন : বাংলা ভাগ ইস্যুতে ফের হাঁটুভাঙার হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

জানা গিয়েছে, কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির 45 জন সদস্যই তৃণমূলের ছিল । এদের মধ্যে গত লোকসভা নির্বাচনের পর দু'জন সদস্য বিজেপিতে যোগ দেয় । সম্প্রতি পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত বর্মনের মৃত্যু হয় । এরপর সেই আসনটি ফাঁকা হতেই তফশিলিদের জন্য সংরক্ষিত এই আসনে নতুন করে সভাপতি নির্বাচনের উদ্যোগ নেয় ব্লক প্রশাসন । আর এই সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই চারজন দাবিদার উঠে আশায় ব্যাপক গোষ্ঠীকোন্দল দেখা দিয়েছে । বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেও জেলা নেতৃত্ব সমস্যা সমাধান করতে পারেননি । এই টানাপোড়েনের মধ্যেই সোমবার তলবি সভা অনুষ্ঠিত হয় । এদিন তলবি সভার আগে কোচবিহার জেলার প্রবীণ তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সেই সভাকক্ষে ঢুকে একটি চিঠি দেন । সেখানেই সেই চিঠি অনুযায়ী সভায় অনিরুদ্ধ বর্মনের নাম প্রস্তাব করা হয় এবং তিনি সভাপতি নির্বাচিত হয় ।

কোচবিহার 1 পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন নিয়ে বক্তব্য

এই নিয়ে অসন্তোষ দেখা দেয় সভাকক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে । কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আজিজুল হক বলেন, "আবদুল জলিল সাহেব প্রবীণ নেতা । সভা চলাকালীন তিনি সভাকক্ষে প্রবেশ করেছেন । এটা ঠিক হয়নি । এইভাবে না করে আলোচনার ভিত্তিতে সভাপতি নির্বাচন করলেই ভালো ।"

কোচবিহার-1 ব্লকের বিডিও নৃপেন বিশ্বাস বলেন,"এদিনের সভায় একটি নাম প্রস্তাব আসে । তাকেই সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করা হয়েছে । বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । তার আগে এদিনের এই কোন্দল কোচবিহার-1 ব্লকে তৃণমূলকে যথেষ্ট ভোগাবে বলে রাজনৈতিক মহলের ধারণা ।"

আরও পড়ুন : 'দলীয় অন্তর্ঘাতেই হাতছাড়া কোচবিহার লোকসভা কেন্দ্র', বিজয়ার অনুষ্ঠানে তোপ রবীন্দ্রনাথের

কোচবিহার, 17 অক্টোবর: অসন্তোষের মধ্যে দিয়ে নজিরবিহীনভাবে কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন অনিরুদ্ধ বর্মন(President Election of Cooch Behar 1 Panchayat Samiti)। সোমবার দুপুরে কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির হলঘরে সভার মধ্যে দিয়ে নতুন সভাপতি নির্বাচন হয় । সভাপতি নির্বাচনে যাতে গন্ডগোল না হয় সেই জন্য দরজার বাইরে চেয়ার নিয়ে বসেছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।

অপরদিকে জেলা তৃণমূলের প্রবীণ নেতা তথা কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ তলবি সভার কক্ষে ঢুকে সভা পরিচালনায় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক(Cooch Behar TMC)।

আরও পড়ুন : বাংলা ভাগ ইস্যুতে ফের হাঁটুভাঙার হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

জানা গিয়েছে, কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির 45 জন সদস্যই তৃণমূলের ছিল । এদের মধ্যে গত লোকসভা নির্বাচনের পর দু'জন সদস্য বিজেপিতে যোগ দেয় । সম্প্রতি পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত বর্মনের মৃত্যু হয় । এরপর সেই আসনটি ফাঁকা হতেই তফশিলিদের জন্য সংরক্ষিত এই আসনে নতুন করে সভাপতি নির্বাচনের উদ্যোগ নেয় ব্লক প্রশাসন । আর এই সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই চারজন দাবিদার উঠে আশায় ব্যাপক গোষ্ঠীকোন্দল দেখা দিয়েছে । বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেও জেলা নেতৃত্ব সমস্যা সমাধান করতে পারেননি । এই টানাপোড়েনের মধ্যেই সোমবার তলবি সভা অনুষ্ঠিত হয় । এদিন তলবি সভার আগে কোচবিহার জেলার প্রবীণ তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সেই সভাকক্ষে ঢুকে একটি চিঠি দেন । সেখানেই সেই চিঠি অনুযায়ী সভায় অনিরুদ্ধ বর্মনের নাম প্রস্তাব করা হয় এবং তিনি সভাপতি নির্বাচিত হয় ।

কোচবিহার 1 পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন নিয়ে বক্তব্য

এই নিয়ে অসন্তোষ দেখা দেয় সভাকক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে । কোচবিহার-1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আজিজুল হক বলেন, "আবদুল জলিল সাহেব প্রবীণ নেতা । সভা চলাকালীন তিনি সভাকক্ষে প্রবেশ করেছেন । এটা ঠিক হয়নি । এইভাবে না করে আলোচনার ভিত্তিতে সভাপতি নির্বাচন করলেই ভালো ।"

কোচবিহার-1 ব্লকের বিডিও নৃপেন বিশ্বাস বলেন,"এদিনের সভায় একটি নাম প্রস্তাব আসে । তাকেই সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করা হয়েছে । বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । তার আগে এদিনের এই কোন্দল কোচবিহার-1 ব্লকে তৃণমূলকে যথেষ্ট ভোগাবে বলে রাজনৈতিক মহলের ধারণা ।"

আরও পড়ুন : 'দলীয় অন্তর্ঘাতেই হাতছাড়া কোচবিহার লোকসভা কেন্দ্র', বিজয়ার অনুষ্ঠানে তোপ রবীন্দ্রনাথের

Last Updated : Oct 17, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.