কোচবিহার , 26 জুলাই : জেলায় সংক্রমণ বাড়ছে । বারবার সরকারের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে । কিন্তু অনেকেই তা মানছেন না ৷ মুখে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্বকে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই ৷ আজ সকালে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটে এক সাইকেল আরোহীকে মুখে মাস্ক না থাকায় সাইকেল ঘাড়ে নিয়ে কান ধরে ওঠবোস করাল মেখলিগঞ্জ থানার পুলিশ ।
লকডাউন অমান্য করে বা মাস্ক না পরে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়ছে । তাই পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে । আজ সকালে এক সাইকেল আরোহী মাস্ক না পরে বাজারে আসেন । সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিল মেখলিগঞ্জ থানার পুলিশ । মাস্ক না পরে আসায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশ । পাশাপাশি , পুলিশের তরফে ওই ব্যক্তিকে সাইকেল ঘাড়ে নিয়ে কানধরে ওঠবোস করানো হয় । এর আগেও লকডাউন না মানায় এইধরনের চিত্র দেখা গেছে ।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছে । স্থানীয় বাসিন্দা বাপ্পা মণ্ডল , শেখর রায় বলেন , পুলিশের এইধরনের কাজ করা খুব প্রয়োজন । যাতে মানুষ সচেতন হন । কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন ৷ যদিও , মেখলিগঞ্জ থানার পুলিশ এই ঘটনার বিষয়ে কিছু বলতে চায়নি ।