ETV Bharat / state

Nisith Pramanik Convoy Attack: নিশীথের কনভয়ে হামলা, 28 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের - কোচবিহার

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় (Nisith Pramanik Convoy Attack) গেরুয়া শিবিরকে পালটা চাপ ৷ 28 জন বিজেপি সদস্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ (Suo moto Case against 28 BJP Members) ৷

police file Suo moto Case against 28 BJP Members in Nisith Pramanik Convoy Attack incident
নিশীথ প্রামাণিকের সঙ্গে অজয় রায়
author img

By

Published : Feb 27, 2023, 1:16 PM IST

কোচবিহার, 27 ফেব্রুয়ারি: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Nisith Pramanik Convoy Attack) ঘটনায় এবার পালটা চাপ দেওয়ার পথে হাঁটল রাজ্য প্রশাসন ৷ এই ঘটনায় বিজেপির মোট 28 জন কর্মী ও নেতানেত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হল ৷ স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা রুজু করেছে কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ (Suo moto Case against 28 BJP Members) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন নিশীথ প্রামাণিকের 'ঘনিষ্ঠ' হিসাবে পরিচিত একাধিক বিজেপি নেতানেত্রী ৷ এঁরা হলেন বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অজয় রায়, দলের কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপির দুই জেলা সম্পাদক বিরাজ বসু ও দীপা চক্রবর্তী, তপন বর্মন প্রমুখ ৷

উল্লেখ্য, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা ঘটিয়েছে ৷ এমনকী, রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে নিশীথ প্রামাণিক নিজেও অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ৷ বোমা, বন্দুক, পাথর নিয়ে হামলা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি ৷

police file Suo moto Case against 28 BJP Members in Nisith Pramanik Convoy Attack incident
অন্যতম অভিযুক্ত অর্পিতা নারায়ণ

আরও পড়ুন: 'যুবনেতার রাজনৈতিক অপরিপক্কতা'য় উদ্বিগ্ন নিশীথ ! নিশানায় কে ?

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হল, যে বিএসএফ জওয়ানদের গুলিতে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু হয়েছে, তাঁদের শাস্তি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চলবে ৷ কারণ, তিনি শুধুমাত্র কোচবিহারের সাংসদ নন, একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও বটে ৷ আর বিএসএফ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ৷ প্রেমকুমারের মৃত্যুতে দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত নিশীথ যেখানেই যাবেন, সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হবে ৷

এই ইস্যুতে নিশীথ বলেন, কাউকে কালো পতাকা দেখানো যেতেই পারে ৷ কারণ, গণতন্ত্রে সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে ৷ কিন্তু, তা বলে বোমা, বন্দুক, পাথর নিয়ে কেন কালো পতাকা দেখানো হবে ? এই প্রেক্ষাপটে শনিবারের ঘটনা নিয়ে রাজ্যকে কড়া বার্তা দিয়েছে রাজ ভবন ৷ অন্যদিকে, বিজেপি ফের একবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে আওয়াজ তুলতে শুরু করেছে ৷ ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ এরই পাশাপাশি, তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয় কলামে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সরাসরি 'বিজেপির ক্যাডার' বলে আক্রমণ করা হয়েছে ৷ এমন প্রেক্ষাপটে 28 জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, শনিবারের ঘটনায় ইতিমধ্যেই 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কোচবিহার, 27 ফেব্রুয়ারি: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Nisith Pramanik Convoy Attack) ঘটনায় এবার পালটা চাপ দেওয়ার পথে হাঁটল রাজ্য প্রশাসন ৷ এই ঘটনায় বিজেপির মোট 28 জন কর্মী ও নেতানেত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হল ৷ স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা রুজু করেছে কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ (Suo moto Case against 28 BJP Members) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন নিশীথ প্রামাণিকের 'ঘনিষ্ঠ' হিসাবে পরিচিত একাধিক বিজেপি নেতানেত্রী ৷ এঁরা হলেন বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অজয় রায়, দলের কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপির দুই জেলা সম্পাদক বিরাজ বসু ও দীপা চক্রবর্তী, তপন বর্মন প্রমুখ ৷

উল্লেখ্য, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা ঘটিয়েছে ৷ এমনকী, রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে নিশীথ প্রামাণিক নিজেও অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ৷ বোমা, বন্দুক, পাথর নিয়ে হামলা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি ৷

police file Suo moto Case against 28 BJP Members in Nisith Pramanik Convoy Attack incident
অন্যতম অভিযুক্ত অর্পিতা নারায়ণ

আরও পড়ুন: 'যুবনেতার রাজনৈতিক অপরিপক্কতা'য় উদ্বিগ্ন নিশীথ ! নিশানায় কে ?

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হল, যে বিএসএফ জওয়ানদের গুলিতে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু হয়েছে, তাঁদের শাস্তি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চলবে ৷ কারণ, তিনি শুধুমাত্র কোচবিহারের সাংসদ নন, একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও বটে ৷ আর বিএসএফ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ৷ প্রেমকুমারের মৃত্যুতে দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত নিশীথ যেখানেই যাবেন, সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হবে ৷

এই ইস্যুতে নিশীথ বলেন, কাউকে কালো পতাকা দেখানো যেতেই পারে ৷ কারণ, গণতন্ত্রে সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে ৷ কিন্তু, তা বলে বোমা, বন্দুক, পাথর নিয়ে কেন কালো পতাকা দেখানো হবে ? এই প্রেক্ষাপটে শনিবারের ঘটনা নিয়ে রাজ্যকে কড়া বার্তা দিয়েছে রাজ ভবন ৷ অন্যদিকে, বিজেপি ফের একবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে আওয়াজ তুলতে শুরু করেছে ৷ ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ এরই পাশাপাশি, তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয় কলামে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সরাসরি 'বিজেপির ক্যাডার' বলে আক্রমণ করা হয়েছে ৷ এমন প্রেক্ষাপটে 28 জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, শনিবারের ঘটনায় ইতিমধ্যেই 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.