ETV Bharat / state

দুস্থদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু কোচবিহারের সমাজসেবী প্রতিষ্ঠানের

এখনও পর্যন্ত লকডাউনের কারণে খাদ্য সংকটে পরা মানুষদের মধ্যে 587 টি পরিবারে ত্রাণ পৌঁছে দেন সংস্থার সদেস্যরা ৷

Lockdown
ছবি
author img

By

Published : May 4, 2020, 4:48 PM IST

কোচবিহার, 4 মে : লকডাউনে বন্ধ রুজি-রুটি । খাদ্য সমস্যা বাড়ছে শ্রমজীবী-মেহনতি মানুষের ৷ সরকারিভাবে রেশনে খাদ্য সামগ্রী মিললেও তা পর্যাপ্ত নয় ৷ দিন দিন খাদ্যসংকট বাড়ছে । কোরানা লড়াইয়ে নয়, বরং খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াইটাই এখন আরও বেশি করে চোখে পড়ছে হাজার হাজার দিনমজুর, দুস্থ মানুষদের ৷ অনেক পরিবারে উনুনে হাড়ি বসছে না ৷ দু'বেলা পর্যাপ্ত রান্না হচ্ছে না ৷ অনেকেই পরিবারকে বাঁচাতে করছেন পেশাবদল ৷

খাদ্য সংকটের এই লড়াইয়ে, সমস্যায় পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াইয়ে সামিল কোচবিহারের "মানবতার দোকান "৷ "মানবতার দোকান "একটি সামাজিক প্রতিষ্ঠান । কোচবিহারের মাথাভাঙার বৈরাগীহাট এলাকায় সংস্থার কার্যালয় ৷ স্থানীয়রাই তৈরি করেছেন প্রতিষ্ঠানটি ,যার মূল লক্ষ্য, খাদ্য সংকটে রয়েছে এমন মানুষদের পাশে দাঁড়ানো ৷ মহকুমা এলাকায় খাদ্য সংকটে রয়েছে এমন পরিবারের খবর পেলেই বা তাঁদের হেল্প লাইনে যোগাযোগ করলেই, প্রতিষ্ঠানের সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন দুস্থ মানুষদের বাড়িতে ৷

এখনও পর্যন্ত লকডাউনের কারণে খাদ্য সংকটে পরা মানুষদের মধ্যে 587 টি পরিবারে ত্রাণ পৌঁছে দেন সংস্থার সদেস্যরা ৷ প্রত্যেকদিন ওই সংস্থার সদস্যরা খাদ্য সংকটে রয়েছেন এমন পরিবারের পাশে দাঁড়াচ্ছেন ৷ হেল্প লাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানালে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন সংস্থার সদেস্যরা ৷ সংস্থার সম্পাদক গৌতম সরকার জানান, "প্যানডেমিকে খাদ্যসংকটে পড়া দুস্থদের পাশে সর্বদা থাকার সম্পূর্ণ চেষ্টা করছি ৷"

প্রসঙ্গত,কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসনের তরফেও খাদ্য সংকটে থাকা মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । অনেক সমাজসেবী সংস্থা দুস্থদের পাশে দাঁড়াচ্ছে ৷

কোচবিহার, 4 মে : লকডাউনে বন্ধ রুজি-রুটি । খাদ্য সমস্যা বাড়ছে শ্রমজীবী-মেহনতি মানুষের ৷ সরকারিভাবে রেশনে খাদ্য সামগ্রী মিললেও তা পর্যাপ্ত নয় ৷ দিন দিন খাদ্যসংকট বাড়ছে । কোরানা লড়াইয়ে নয়, বরং খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াইটাই এখন আরও বেশি করে চোখে পড়ছে হাজার হাজার দিনমজুর, দুস্থ মানুষদের ৷ অনেক পরিবারে উনুনে হাড়ি বসছে না ৷ দু'বেলা পর্যাপ্ত রান্না হচ্ছে না ৷ অনেকেই পরিবারকে বাঁচাতে করছেন পেশাবদল ৷

খাদ্য সংকটের এই লড়াইয়ে, সমস্যায় পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াইয়ে সামিল কোচবিহারের "মানবতার দোকান "৷ "মানবতার দোকান "একটি সামাজিক প্রতিষ্ঠান । কোচবিহারের মাথাভাঙার বৈরাগীহাট এলাকায় সংস্থার কার্যালয় ৷ স্থানীয়রাই তৈরি করেছেন প্রতিষ্ঠানটি ,যার মূল লক্ষ্য, খাদ্য সংকটে রয়েছে এমন মানুষদের পাশে দাঁড়ানো ৷ মহকুমা এলাকায় খাদ্য সংকটে রয়েছে এমন পরিবারের খবর পেলেই বা তাঁদের হেল্প লাইনে যোগাযোগ করলেই, প্রতিষ্ঠানের সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন দুস্থ মানুষদের বাড়িতে ৷

এখনও পর্যন্ত লকডাউনের কারণে খাদ্য সংকটে পরা মানুষদের মধ্যে 587 টি পরিবারে ত্রাণ পৌঁছে দেন সংস্থার সদেস্যরা ৷ প্রত্যেকদিন ওই সংস্থার সদস্যরা খাদ্য সংকটে রয়েছেন এমন পরিবারের পাশে দাঁড়াচ্ছেন ৷ হেল্প লাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানালে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন সংস্থার সদেস্যরা ৷ সংস্থার সম্পাদক গৌতম সরকার জানান, "প্যানডেমিকে খাদ্যসংকটে পড়া দুস্থদের পাশে সর্বদা থাকার সম্পূর্ণ চেষ্টা করছি ৷"

প্রসঙ্গত,কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসনের তরফেও খাদ্য সংকটে থাকা মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । অনেক সমাজসেবী সংস্থা দুস্থদের পাশে দাঁড়াচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.