ETV Bharat / state

বিধায়ক নন, সাংসদ থাকবেন নিশীথ

author img

By

Published : May 11, 2021, 5:01 PM IST

দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিক জয়লাভের পর জল্পনা তৈরি হয় যে বিধায়ক না সাংসদ, কোন পদটি তিনি ছাড়বেন ৷ মঙ্গলবার তিনি জানান, দলীয় নেতৃত্ব তাঁকে সাংসদ হিসাবেই সাধারণ মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন ৷ তাই তিনি বিধায়ক পদটি ছাড়বেন ৷ তার মানে খুব শীঘ্রই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৷

নিশীথ প্রামানিক
নিশীথ প্রামানিক

কোচবিহার, 11 মে: বিধায়ক নয়, সাংসদ পদেই থাকছেন নিশীথ প্রামাণিক । মঙ্গলবার দিনহাটা ফিরে এমনটাই জানালেন কোচবিহারের বিজেপি সাংসদ । এদিন তিনি বলেন, "দলীয় নেতৃত্ব আমাকে জানিয়েছেন যে বিধায়ক নয়, সাংসদ হিসাবেই সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে ।" বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে খুব শীঘ্রই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে সাংসদরা প্রতিদ্বন্দ্বিতায় নামেন । এঁদের মধ্যে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক । নির্বাচনে ফল বেরোলে দেখা যায় নিশীথ মাত্র 57 ভোটে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে পরাজিত করেছেন । আর এরপর থেকেই জল্পনা শুরু হয় সাংসদ না বিধায়ক, কোন পদটি রাখবেন নিশীথ ৷

ইতিমধ্যেই বিধানসভায় বিজেপির অধিকাংশ জয়ী প্রার্থী বিধায়ক হিসাবে শপথ নিলেও নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার শপথ নেননি । এরপরই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নিশীথকে জানিয়ে দেওয়া হয় বিদায়ক নন, সংসদ হিসাবেই থাকবেন তিনি ৷

আরও পড়ুন: মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

কোচবিহার, 11 মে: বিধায়ক নয়, সাংসদ পদেই থাকছেন নিশীথ প্রামাণিক । মঙ্গলবার দিনহাটা ফিরে এমনটাই জানালেন কোচবিহারের বিজেপি সাংসদ । এদিন তিনি বলেন, "দলীয় নেতৃত্ব আমাকে জানিয়েছেন যে বিধায়ক নয়, সাংসদ হিসাবেই সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে ।" বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে খুব শীঘ্রই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে সাংসদরা প্রতিদ্বন্দ্বিতায় নামেন । এঁদের মধ্যে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক । নির্বাচনে ফল বেরোলে দেখা যায় নিশীথ মাত্র 57 ভোটে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে পরাজিত করেছেন । আর এরপর থেকেই জল্পনা শুরু হয় সাংসদ না বিধায়ক, কোন পদটি রাখবেন নিশীথ ৷

ইতিমধ্যেই বিধানসভায় বিজেপির অধিকাংশ জয়ী প্রার্থী বিধায়ক হিসাবে শপথ নিলেও নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার শপথ নেননি । এরপরই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নিশীথকে জানিয়ে দেওয়া হয় বিদায়ক নন, সংসদ হিসাবেই থাকবেন তিনি ৷

আরও পড়ুন: মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.