ETV Bharat / state

Nisith Pramanik on Convoy Attack: 'যুবনেতার রাজনৈতিক অপরিপক্কতা'য় উদ্বিগ্ন নিশীথ ! নিশানায় কে ? - Nisith Pramanik targets Abhishek Banerjee

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক তোপ দাগলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik on Convoy Attack) ৷ কাকে নিশানা করলেন তিনি ?

Nisith Pramanik targets Abhishek Banerjee after Convoy Attack incident
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 26, 2023, 3:00 PM IST

কোচবিহার, 26 ফেব্রুয়ারি: কনভয়ে হামলার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik on Convoy Attack) ৷ আর সেই প্রসঙ্গেই বাংলার কোনও এক 'যুব নেতা'কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ বলেন, বাংলার শিক্ষিত যুবসমাজ চাকরি পাচ্ছে না ৷ বাংলার তরুণদের কোনও ভবিষ্যৎ নেই ! তাঁরা হাহাকার করছেন ! আর তার জন্য যুবসমাজের রাজনৈতিক নেতৃত্বকেই (শাসক গোষ্ঠীর) দায়ী করেন নিশীথ ৷ তিনি বলেন, "মাঝেমধ্যে আমার মনে হয়, রাজনৈতিকভাবে অপরিপক্ক কোনও নেতাকে দায়িত্ব দেওয়াতেই কি এই পরিস্থিতি তৈরি হয়েছে ?"

নিশীথের এই মন্তব্যে রাজনৈতিক খোঁচা খুঁজে পাচ্ছে ওয়াকিবহাল মহল ৷ তাদের মত হল, এখানে নাম না-করে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই আক্রমণ করেছেন নিশীথ ৷ যদিও এই বিষয়টিতে অন্তত অভিষেকের নাম উচ্চারণ করেননি নিশীথ ৷ তবে, অভিষেকের প্ররোচনা এবং 'ঘৃণা ভাষণের কারণেই' যে তাঁর বাড়ি ঘেরাও-সহ অন্যান্য ঘটনা ঘটেছে, সেই অভিযোগ কিন্তু সরাসরিই করেছেন নিশীথ ৷

আরও পড়ুন: পুলিশ তৃণমূলের চামচাগিরি করছে, হামলা প্রসঙ্গে মন্তব্য নিশীথের

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের একটি জনসভা থেকে সরাসরি নিশীথ প্রামাণিককে নিশানা করেন অভিষেক ৷ এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় সরাসরি দায়ী করেন বিএসএফকে ৷ সেই ঘটনায় অমিত শাহের ডেপুটির মৌনতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' ৷ এদিন সেসবেরই জবাব দিয়েছেন নিশীথ ৷ এক্ষেত্রে তাঁর কয়েকটি মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

নিশীথ এদিন প্রশ্ন করেন, রাজ্যের পুলিশ দফতর কি পুলিশমন্ত্রী চালাচ্ছেন ? আসলে নিশীথের প্রশ্ন ছিল, রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই কি এই দফতর চালাচ্ছেন, নাকি অন্য কেউ চালাচ্ছেন ? এর সঙ্গেই রাজ্যের যুবসমাজের নেতৃত্বের দায়িত্ব পাওয়া নেতার রাজনৈতিক পরিপক্কতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ দু'টি ক্ষেত্রেই নিশীথ আদতে অভিষেককে নিশানা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

একইসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলনে নিশীথ দাবি করেন, শনিবার পুলিশের সাহায্যে তাঁর কনভয়ে হামলা চালায় 'তৃণমূলের গুন্ডারা' ! বোমা, বন্দুক, গুলি নিয়ে হামলা চালানো হয় ৷ সাংবাদিকদের বেশ কয়েকটি ছবি দেখান নিশীথ ৷ তার মধ্যে একটি ছবি তুলে ধরে তাঁর গাড়িতে 'গুলির দাগ' দেখান নিশীথ ৷ বলেন, এই দাগের ফরেনসিক পরীক্ষা করাবেন তাঁরা ৷ একইসঙ্গে তাঁর অভিযোগ, শনিবার তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ! নিশীথের প্রশ্ন, "রাজবংশী ছেলে হয়ে ভোটে জিতে মন্ত্রী হয়েছি বলেই কি আমার উপর এত রাগ ? তাই আমাকে খুনের চেষ্টা ? তৃণমূল বলুক, কবে, কোথায় খুন করবে, চলে যাব ৷ এভাবে আইন-শৃঙ্খলা ভাঙার অধিকার ওদের কে দিয়েছে !" প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজবংশীদের প্রতি কোনও প্রকৃত আবেগ নেই বিজেপির ৷ পালটা এদিন নিশীথ নিজেকেই রাজবংশী সমাজের প্রতিনিধি হিসাবে তুলে ধরলেন ৷

কোচবিহার, 26 ফেব্রুয়ারি: কনভয়ে হামলার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik on Convoy Attack) ৷ আর সেই প্রসঙ্গেই বাংলার কোনও এক 'যুব নেতা'কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ বলেন, বাংলার শিক্ষিত যুবসমাজ চাকরি পাচ্ছে না ৷ বাংলার তরুণদের কোনও ভবিষ্যৎ নেই ! তাঁরা হাহাকার করছেন ! আর তার জন্য যুবসমাজের রাজনৈতিক নেতৃত্বকেই (শাসক গোষ্ঠীর) দায়ী করেন নিশীথ ৷ তিনি বলেন, "মাঝেমধ্যে আমার মনে হয়, রাজনৈতিকভাবে অপরিপক্ক কোনও নেতাকে দায়িত্ব দেওয়াতেই কি এই পরিস্থিতি তৈরি হয়েছে ?"

নিশীথের এই মন্তব্যে রাজনৈতিক খোঁচা খুঁজে পাচ্ছে ওয়াকিবহাল মহল ৷ তাদের মত হল, এখানে নাম না-করে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই আক্রমণ করেছেন নিশীথ ৷ যদিও এই বিষয়টিতে অন্তত অভিষেকের নাম উচ্চারণ করেননি নিশীথ ৷ তবে, অভিষেকের প্ররোচনা এবং 'ঘৃণা ভাষণের কারণেই' যে তাঁর বাড়ি ঘেরাও-সহ অন্যান্য ঘটনা ঘটেছে, সেই অভিযোগ কিন্তু সরাসরিই করেছেন নিশীথ ৷

আরও পড়ুন: পুলিশ তৃণমূলের চামচাগিরি করছে, হামলা প্রসঙ্গে মন্তব্য নিশীথের

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের একটি জনসভা থেকে সরাসরি নিশীথ প্রামাণিককে নিশানা করেন অভিষেক ৷ এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় সরাসরি দায়ী করেন বিএসএফকে ৷ সেই ঘটনায় অমিত শাহের ডেপুটির মৌনতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' ৷ এদিন সেসবেরই জবাব দিয়েছেন নিশীথ ৷ এক্ষেত্রে তাঁর কয়েকটি মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

নিশীথ এদিন প্রশ্ন করেন, রাজ্যের পুলিশ দফতর কি পুলিশমন্ত্রী চালাচ্ছেন ? আসলে নিশীথের প্রশ্ন ছিল, রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই কি এই দফতর চালাচ্ছেন, নাকি অন্য কেউ চালাচ্ছেন ? এর সঙ্গেই রাজ্যের যুবসমাজের নেতৃত্বের দায়িত্ব পাওয়া নেতার রাজনৈতিক পরিপক্কতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ দু'টি ক্ষেত্রেই নিশীথ আদতে অভিষেককে নিশানা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

একইসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলনে নিশীথ দাবি করেন, শনিবার পুলিশের সাহায্যে তাঁর কনভয়ে হামলা চালায় 'তৃণমূলের গুন্ডারা' ! বোমা, বন্দুক, গুলি নিয়ে হামলা চালানো হয় ৷ সাংবাদিকদের বেশ কয়েকটি ছবি দেখান নিশীথ ৷ তার মধ্যে একটি ছবি তুলে ধরে তাঁর গাড়িতে 'গুলির দাগ' দেখান নিশীথ ৷ বলেন, এই দাগের ফরেনসিক পরীক্ষা করাবেন তাঁরা ৷ একইসঙ্গে তাঁর অভিযোগ, শনিবার তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ! নিশীথের প্রশ্ন, "রাজবংশী ছেলে হয়ে ভোটে জিতে মন্ত্রী হয়েছি বলেই কি আমার উপর এত রাগ ? তাই আমাকে খুনের চেষ্টা ? তৃণমূল বলুক, কবে, কোথায় খুন করবে, চলে যাব ৷ এভাবে আইন-শৃঙ্খলা ভাঙার অধিকার ওদের কে দিয়েছে !" প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজবংশীদের প্রতি কোনও প্রকৃত আবেগ নেই বিজেপির ৷ পালটা এদিন নিশীথ নিজেকেই রাজবংশী সমাজের প্রতিনিধি হিসাবে তুলে ধরলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.