ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ফেরাতে চেয়ে চিঠি মিহিরের

author img

By

Published : May 28, 2021, 4:27 PM IST

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ফেরাতে চেয়ে চিঠি ৷ নয়াদিল্লিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সদর দফতরে চিঠি ফ্য়াক্স করলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ৷ তিনি বলেন, ‘‘গ্রাম, গঞ্জের বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের নিরাপত্তা দিতে পারছি না ৷ আর আমি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে সেই সব গ্রামে ঘুরে বেড়াব, এটা ঠিক নয় ৷ তাই নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছি ৷’’

wb_crb_01_security_withdraw_7205341
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ফেরাতে চিঠি মিহিরের

কোচবিহার, 28 মে : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে চিঠি পাঠালেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী ৷ বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে ওই কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সদর দফতরে সেই চিঠি ফ্যাক্স করে পাঠিয়েছেন ৷ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বক্তব্য, তাঁর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় বিধায়ক যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে থাকেন, তাহলে দলের নিচুতলার কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে ৷ তাই ওই নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি ৷

একুশের বিধানসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র দু’টি আসনে তৃণমূল জয়ী হয়েছে ৷ আর বাকি সাতটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা ৷ কিন্তু উত্তরবঙ্গের এই জেলায় বিজেপির ফল ভালো হলেও গোটা রাজ্যে তৃণমূলের ফল ভালো হয় ৷

wb_crb_01_security_withdraw_7205341
মিহির গোস্বামীর পাঠানো চিঠি ৷

বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই কোচবিহারের বিভিন্ন গ্রাম, গঞ্জে অশান্তি শুরু হয় ৷ বহু এলাকায় বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় ৷ দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ৷ করা হয় আর্থিক জরিমানা ৷ বিজেপি কর্মীদের অনেকেই এখনও বাড়ি-ছাড়া হয়ে আছেন ৷ আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের এই দুর্দিনে এলাকার বিধায়কদের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে নিচুতলার কর্মীদের মধ্যে ৷

আরও পড়ুন : নারদ মামলায় গ্রেফতারির প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কাছে চিঠি পাঠিয়ে তাঁকে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। বিধায়ক বলেন, ‘‘গ্রাম, গঞ্জের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের নিরাপত্তা দিতে পারছি না ৷ আর আমি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে সেই সব গ্রামে ঘুরে বেড়াব, এটা ঠিক নয় ৷ তাই নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছি ৷’’

কোচবিহার, 28 মে : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে চিঠি পাঠালেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী ৷ বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে ওই কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সদর দফতরে সেই চিঠি ফ্যাক্স করে পাঠিয়েছেন ৷ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বক্তব্য, তাঁর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় বিধায়ক যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে থাকেন, তাহলে দলের নিচুতলার কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে ৷ তাই ওই নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি ৷

একুশের বিধানসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র দু’টি আসনে তৃণমূল জয়ী হয়েছে ৷ আর বাকি সাতটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা ৷ কিন্তু উত্তরবঙ্গের এই জেলায় বিজেপির ফল ভালো হলেও গোটা রাজ্যে তৃণমূলের ফল ভালো হয় ৷

wb_crb_01_security_withdraw_7205341
মিহির গোস্বামীর পাঠানো চিঠি ৷

বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই কোচবিহারের বিভিন্ন গ্রাম, গঞ্জে অশান্তি শুরু হয় ৷ বহু এলাকায় বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় ৷ দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ৷ করা হয় আর্থিক জরিমানা ৷ বিজেপি কর্মীদের অনেকেই এখনও বাড়ি-ছাড়া হয়ে আছেন ৷ আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের এই দুর্দিনে এলাকার বিধায়কদের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে নিচুতলার কর্মীদের মধ্যে ৷

আরও পড়ুন : নারদ মামলায় গ্রেফতারির প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কাছে চিঠি পাঠিয়ে তাঁকে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। বিধায়ক বলেন, ‘‘গ্রাম, গঞ্জের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের নিরাপত্তা দিতে পারছি না ৷ আর আমি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে সেই সব গ্রামে ঘুরে বেড়াব, এটা ঠিক নয় ৷ তাই নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.