ETV Bharat / state

রাধিকাপুর-হাওড়াগামী ট্রেনের সময় পরিবর্তনের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি বিধায়কের - রায়গঞ্জের খবর

রেলযাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন বিধায়ক সৌমেন রায় ৷ সেইসঙ্গে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুরে রেলপথের কাজ দ্রুত শেষ করারও দাবি জানান কাটিহারের ডিআরএমের কাছে ৷

latest news of soumen roy
latest news of soumen roy
author img

By

Published : Jun 5, 2021, 11:50 AM IST

রায়গঞ্জ , 5 জুন : নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন রায় ৷ নির্বাচনে জয়লাভের পরই কার্যত কোমর বেঁধে নেমে পড়েছেন জনকল্যাণমূলক কাজে ৷ এবার রেলযাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি ৷

শুক্রবার বিজেপির শহর মণ্ডলের দুই মহাসচিব অমিত সাহা ও সুব্রত ধরকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ ওইদিন রেল দফতরের কাছে দাবিপত্র পেশ করারও কথা বলেন তিনি ৷

রাধিকাপুর থেকে হাওড়াগামী ট্রেনের সময়সীমা বদল করার আর্জি জানিয়ে পূর্ব ও উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি পাঠান তিনি ৷ ওই চিঠির একটি প্রতিলিপিও পাঠান রেলমন্ত্রীর কাছে ৷

latest news of soumen roy
রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন সৌমেন রায়

আরও পড়ুন : COVID UPDATE : 58 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

সেইসঙ্গে, কালিয়াগঞ্জ-বুনিয়াদপুরে রেলপথের কাজ দ্রুত শেষ করারও দাবি জানিয়েছিলেন বিধায়ক ৷ সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সৌমেন রায় ৷ কাটিহারের ডিআরএমের কাছে এবিষয়ে চিঠি লিখেছেন তিনি ৷

সাংবাদিক বৈঠকে সৌমেন রায়

সৌমেন রায় বলেন, "রাধিকাপুর-হাওড়াগামী কুলিক স্পেশাল ট্রেনটি আছে ৷ তার সময় একটু পরিবর্তনের জন্য আবেদন করেছি ৷ যাতে আমাদের এলাকার মানুষ খুব সহজে হাওড়া ও কলকাতাতে পৌঁছে যেতে পারে ৷ আমি সেই মর্মে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি ৷"

রায়গঞ্জ , 5 জুন : নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন রায় ৷ নির্বাচনে জয়লাভের পরই কার্যত কোমর বেঁধে নেমে পড়েছেন জনকল্যাণমূলক কাজে ৷ এবার রেলযাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি ৷

শুক্রবার বিজেপির শহর মণ্ডলের দুই মহাসচিব অমিত সাহা ও সুব্রত ধরকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ ওইদিন রেল দফতরের কাছে দাবিপত্র পেশ করারও কথা বলেন তিনি ৷

রাধিকাপুর থেকে হাওড়াগামী ট্রেনের সময়সীমা বদল করার আর্জি জানিয়ে পূর্ব ও উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি পাঠান তিনি ৷ ওই চিঠির একটি প্রতিলিপিও পাঠান রেলমন্ত্রীর কাছে ৷

latest news of soumen roy
রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন সৌমেন রায়

আরও পড়ুন : COVID UPDATE : 58 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

সেইসঙ্গে, কালিয়াগঞ্জ-বুনিয়াদপুরে রেলপথের কাজ দ্রুত শেষ করারও দাবি জানিয়েছিলেন বিধায়ক ৷ সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সৌমেন রায় ৷ কাটিহারের ডিআরএমের কাছে এবিষয়ে চিঠি লিখেছেন তিনি ৷

সাংবাদিক বৈঠকে সৌমেন রায়

সৌমেন রায় বলেন, "রাধিকাপুর-হাওড়াগামী কুলিক স্পেশাল ট্রেনটি আছে ৷ তার সময় একটু পরিবর্তনের জন্য আবেদন করেছি ৷ যাতে আমাদের এলাকার মানুষ খুব সহজে হাওড়া ও কলকাতাতে পৌঁছে যেতে পারে ৷ আমি সেই মর্মে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.