কোচবিহার, 13 এপ্রিল : লকডাউনের জেরে হিমঘরে আটকে থাকা ভিন জেলার শ্রমিকদের সঙ্গে দেখা করলেন রাজ্যের দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মণ । আজ সকালে কোচবিহারের মাথাভাঙা হিমঘরে গিয়ে ওই শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বলেন তাঁরা । তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, " বাইরে থেকে কাজ করতে আসা অনেক শ্রমিক আটকে রয়েছেন এখানে । ওঁদের পরিবার রয়েছে । যাতে মনোবল ভেঙে না যায় সেজন্যই ওঁদের সঙ্গে দেখা করেছি । আলোচনা করে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছি ।"
কোচবিহার জেলার 4 টি মহকুমায় 10 টি হিমঘর রয়েছে । মার্চ মাস থেকে এই হিমঘরগুলিতে আলু রাখার কাজ শুরু হয় । চলে মে মাস পর্যন্ত । এই সময় এই কাজের জন্য রাজ্যের অন্যান্য জেলা থেকে বহু শ্রমিক কোচবিহারে আসেন । এবারও এসেছেন । কিন্তু লকডাউনের জন্য আটকে পড়েছেন তাঁরা । জেলায় এই মুহূর্তে অন্তত হাজার দেড়েক শ্রমিক পরিবার ছেড়ে এখানে আটকে আছেন । তাঁদের মনোবল যাতে না ভাঙে সেজন্যই তাঁদের সঙ্গে দেখা করেন দুই মন্ত্রী ।