ETV Bharat / state

হাতে লেখা স্লিপ কেন উত্তর দিন, ডিলারকে সতর্ক রবীন্দ্রনাথ ঘোষের - রেশন ডিলার

খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷

coachbihar
coachbihar
author img

By

Published : Apr 12, 2020, 8:00 PM IST

Updated : Apr 12, 2020, 8:34 PM IST

কোচবিহার ,12 এপ্রিল : রেশন দোকানদারদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । কোচবিহারের 2 ব্লকের মরিচবাড়ি ও গোপালপুর এলাকার রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ খাদ্য সামগ্রী কম দেওয়ার ৷ সেই অভিযোগের ভিত্তিতে আজ মরিচবাড়ি ও গোপালপুর এলাকার চারটি রেশন দোকান পরিদর্শন করেন রবীন্দ্রনাথবাবু ৷ রেশন ডিলারদের এই বিষয়ে সতর্কও করে তিনি । যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে অভিযুক্ত রেশন ডিলাররা ৷

রবীন্দ্রনাথ বাবু এলাকার রেশন ডিলারকে সতর্ক করে বলেন , "কাঁচা রসিদ দিয়ে আপনারা সব নাম খাতায় এন্ট্রি করে নিচ্ছেন ৷ কাঁচা স্লিপ দিয়ে এক কেজি কম চাল দিচ্ছেন,অথছ খাতায় লিখছেন পুরো চাল দেওয়া হয়ে গেছে ৷ এরপর যদি এরকম পাওয়া যায় তাহলে দোকান সিজ় করে দেওয়া হবে ৷ কিছু করতে হবে না ৷ বর্তমান আইন অনুযায়ী জেলে যেতে হবে ৷ আপনার কম্পিউটার আছে ৷ কম্পিউটার স্লিপ দেবেন না কেন ? হাতে লেখা স্লিপ দিচ্ছেন কেন ? হাতে লেখা স্লিপ কী কারণে? লোকজন তো আর লেখাপড়া জানেন না ৷ আপনারা শিটে কী লিখছেন লোকজন তা জানবে কী করে ৷ কী কারণে হাতে লেখা স্লিপ উত্তর দিন ৷ "

কী বলছেন রবীন্দ্রনাথ ঘোষ রেশন ডিলারদের ? দেখুন ভিডিয়োয়...

রবীন্দ্রবাবুর করা প্রশ্নের উত্তরে রেশন ডিলার জানান ," গত বৃহস্পতিবার এই এলাকায় ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় । বর্তমানে এলাকাতে বিদ্যুৎ নেই ৷ তাই দিতে পাচ্ছিনা ৷ "এই জবাব শুনে রবীন্দ্রনাথ ঘোষ পালটা প্রশ্ন করে বলেন , "এই তিন দিন বিদ্যুৎ নেই ৷ বাকি সময় ? "সদুত্তর পাওয়া যায়নি রেশন ডিলারের কাছে ৷

যদিও অভিযুক্ত রেশন ডিলাররা এই অভিযোগকে অস্বীকার করেছেন ৷

কোচবিহার ,12 এপ্রিল : রেশন দোকানদারদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । কোচবিহারের 2 ব্লকের মরিচবাড়ি ও গোপালপুর এলাকার রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ খাদ্য সামগ্রী কম দেওয়ার ৷ সেই অভিযোগের ভিত্তিতে আজ মরিচবাড়ি ও গোপালপুর এলাকার চারটি রেশন দোকান পরিদর্শন করেন রবীন্দ্রনাথবাবু ৷ রেশন ডিলারদের এই বিষয়ে সতর্কও করে তিনি । যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে অভিযুক্ত রেশন ডিলাররা ৷

রবীন্দ্রনাথ বাবু এলাকার রেশন ডিলারকে সতর্ক করে বলেন , "কাঁচা রসিদ দিয়ে আপনারা সব নাম খাতায় এন্ট্রি করে নিচ্ছেন ৷ কাঁচা স্লিপ দিয়ে এক কেজি কম চাল দিচ্ছেন,অথছ খাতায় লিখছেন পুরো চাল দেওয়া হয়ে গেছে ৷ এরপর যদি এরকম পাওয়া যায় তাহলে দোকান সিজ় করে দেওয়া হবে ৷ কিছু করতে হবে না ৷ বর্তমান আইন অনুযায়ী জেলে যেতে হবে ৷ আপনার কম্পিউটার আছে ৷ কম্পিউটার স্লিপ দেবেন না কেন ? হাতে লেখা স্লিপ দিচ্ছেন কেন ? হাতে লেখা স্লিপ কী কারণে? লোকজন তো আর লেখাপড়া জানেন না ৷ আপনারা শিটে কী লিখছেন লোকজন তা জানবে কী করে ৷ কী কারণে হাতে লেখা স্লিপ উত্তর দিন ৷ "

কী বলছেন রবীন্দ্রনাথ ঘোষ রেশন ডিলারদের ? দেখুন ভিডিয়োয়...

রবীন্দ্রবাবুর করা প্রশ্নের উত্তরে রেশন ডিলার জানান ," গত বৃহস্পতিবার এই এলাকায় ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় । বর্তমানে এলাকাতে বিদ্যুৎ নেই ৷ তাই দিতে পাচ্ছিনা ৷ "এই জবাব শুনে রবীন্দ্রনাথ ঘোষ পালটা প্রশ্ন করে বলেন , "এই তিন দিন বিদ্যুৎ নেই ৷ বাকি সময় ? "সদুত্তর পাওয়া যায়নি রেশন ডিলারের কাছে ৷

যদিও অভিযুক্ত রেশন ডিলাররা এই অভিযোগকে অস্বীকার করেছেন ৷

Last Updated : Apr 12, 2020, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.