ETV Bharat / state

হাসপাতালের জানালা দিয়ে পালানোর চেষ্টা মানসিক ভারসাম্যহীন রোগীর, উদ্ধার করল দমকল - হাসপাতালের জানলা দিয়ে পালাতে গিয়ে বিপাকে রোগী

হাসপাতালের জানলা দিয়ে পালাতে বিপাকে মানসিক ভারসাম্যহীন রোগীর। জানলার গ্রীল কেটে উদ্ধার করল দমকল। কোচবিহারের তুফানগঞ্জ এলাকার ঘটনা ৷ ওই রোগীর বাড়ির খোঁজ চলছে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 11:01 PM IST

কোচবিহার, 16 ডিসেম্বর: হাসপাতালের জানালা দিয়ে পালাতে গিয়ে বিপাকে রোগী ৷ পরে জানলার গ্রিল কেটে উদ্ধার করা হল রোগীকে। শনিবার বিকেলে তুফানগঞ্জ মানসিক হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে ওই রোগী মানসিক ভারসাম্যহীন ৷ ওই যুবকের নাম সাহেদ আলী । বছর ত্রিশের ওই যুবককে গত 9 সেপ্টেম্বর বকশিরহাট থানার পুলিশের পক্ষ থেকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তারপর থেকেই ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

জানা গিয়েছে, শনিবার বিকেল চারটা নাগাদ হাসপাতালের এক রোগীর ঘটনাটি প্রথম চোখে পড়ে ৷ দেখেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবক তিন তলার কার্নিশের বাইরের দিকের জানালার গ্রিল ধরে ঝুলে রয়েছে । ওই যুবককে ভিতরে তলে আসতে বলেন ৷ ওই রোগীই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও আত্মীয় পরিজনদের মধ্যে । হাসপাতালের তরফে খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ।

তাঁরাই লোক নিয়ে এসে হাসপাতালের জানলার গ্রিল কেটে ওই যুবককে উদ্ধার করে । জানা গিয়েছে ওই যুবক জানলা দিয়ে পালানোর চেষ্টা করছিল । জানলার মাঝে গলা আটকে গিয়ে ঘটে বিপত্তি ৷ তবে কি করে ওই যুবক পালানোর চেষ্টা করছিল এবং সেসময় নিরাপত্তারক্ষীরা কী করছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তকে এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ওই রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এবিষয়ে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের ও সি বিনয় সরকার বলেন, হাসপাতালের সুপার ফোন করে করে আমাদের জানান, যে একজন রোগী জানলার কার্নিশে আটকে পড়েছে। এসে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

  1. পথ ভুলে ভারতে মানসিক ভারসাম্যহীন যুবক, সোশাল মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ ফিরলেন নয়ন
  2. পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায়
  3. দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা !

কোচবিহার, 16 ডিসেম্বর: হাসপাতালের জানালা দিয়ে পালাতে গিয়ে বিপাকে রোগী ৷ পরে জানলার গ্রিল কেটে উদ্ধার করা হল রোগীকে। শনিবার বিকেলে তুফানগঞ্জ মানসিক হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে ওই রোগী মানসিক ভারসাম্যহীন ৷ ওই যুবকের নাম সাহেদ আলী । বছর ত্রিশের ওই যুবককে গত 9 সেপ্টেম্বর বকশিরহাট থানার পুলিশের পক্ষ থেকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তারপর থেকেই ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

জানা গিয়েছে, শনিবার বিকেল চারটা নাগাদ হাসপাতালের এক রোগীর ঘটনাটি প্রথম চোখে পড়ে ৷ দেখেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবক তিন তলার কার্নিশের বাইরের দিকের জানালার গ্রিল ধরে ঝুলে রয়েছে । ওই যুবককে ভিতরে তলে আসতে বলেন ৷ ওই রোগীই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও আত্মীয় পরিজনদের মধ্যে । হাসপাতালের তরফে খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ।

তাঁরাই লোক নিয়ে এসে হাসপাতালের জানলার গ্রিল কেটে ওই যুবককে উদ্ধার করে । জানা গিয়েছে ওই যুবক জানলা দিয়ে পালানোর চেষ্টা করছিল । জানলার মাঝে গলা আটকে গিয়ে ঘটে বিপত্তি ৷ তবে কি করে ওই যুবক পালানোর চেষ্টা করছিল এবং সেসময় নিরাপত্তারক্ষীরা কী করছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তকে এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ওই রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এবিষয়ে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের ও সি বিনয় সরকার বলেন, হাসপাতালের সুপার ফোন করে করে আমাদের জানান, যে একজন রোগী জানলার কার্নিশে আটকে পড়েছে। এসে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

  1. পথ ভুলে ভারতে মানসিক ভারসাম্যহীন যুবক, সোশাল মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ ফিরলেন নয়ন
  2. পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায়
  3. দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.