ETV Bharat / state

Cruelty in Cooch Behar: সন্তান না হওয়ায় গৃহবধূকে বিষ খাওয়ানের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে - গৃহবধূ

বিয়ের পর সন্তান না হওয়ায় গৃহবধূর ওপর নির্মম অত্যাচারের অভিযোগ (Crime against Women) ৷ এমনকী জলের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শ্বশুর-শ্বাশুড়ির বিরূদ্ধে । বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই গৃহবধূ ৷

Crime against Women
Crime against Women
author img

By

Published : Nov 27, 2022, 1:57 PM IST

কোচবিহার, 27 নভেম্বর: মহিলার উপর নির্মম অত্যাচারের ঘটনা আবারও প্রকাশ্যে এল ৷ সাত বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু সন্তান না হওয়ার কারণেই গৃহবধূকে মারধর এবং জলের সঙ্গে বিষ মিশিয়ে জোর করে খাওয়ানো অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে (In laws accused of poisoning woman) । ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আমবাড়ি ডিমাছড়া এলাকায় ।

অভিযোগ, ওই গৃহবধূ তাঁর বাপের বাড়ি তুফানগঞ্জের চিলাখানা যাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ি থেকে বের হন । সেই সময় বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে টোটো থেকে নামিয়ে নিয়ে মারধর করে এবং জলে বিষ মিশিয়ে দিয়ে খাইয়ে দেয় । তারপরে ওই গৃহবধূকে বাড়িতে নিয়ে এসে ঘরের মধ্যেই ফেলে রাখা হয় । স্থানীয় প্রতিবেশীদের সেই বিষয়টি নজরে আসে । তারাই খবর দেন ওই গৃহবধুর বাবা-মাকে । এরপরই ওই গৃহবধুর পরিবারের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Tufanganj Hospital) নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে ওই গৃহবধূর ।

শনিবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । গৃহবধূর মা জানান, এক যুবকের সঙ্গে সাত বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়েছে ৷ তিনি অভিযোগ করেন, মেয়ের সাত বছরে বিয়ে হলেও কোনও সন্তান না হওয়ায় তাঁর ওপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির সদস্যরা । তাঁর জামাই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । সন্তানের জন্য দু'জনের চিকিৎসা করানোর কথা বলেন গৃহবধূর মা-বাবা ৷ কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারে মেয়ের শশুর-শাশুড়ির তরফে সহযোগিতা করা হয় না বলে অভিযোগ (Crime against Women) ।

জানা গিয়েছে, গৃহবধূর ওপর বেশ কয়েক বছর ধরে করতে থাকা অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে । মেয়ে বাড়ি আসতে চাইলে তাঁকে টোটো গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং জলের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এর জেরে গুরুতর অসুস্থ পড়ায় প্রতিবেশীরাই খবর দেয় আমিনা বিবিদের ৷

আরও পড়ুন: প্রেমিকার 'প্ররোচনা'য় স্ত্রীকে বেধড়ক মার, ভিডিয়ো কলে সব দেখলেন তরুণী !

নির্যাতিতার মা জানান, মেয়ে সুস্থ্য হলেই পুলিশের দ্বারস্থ হবেন তিনি । অন্যদিকে, এই বিষয়ে অভিযুক্ত স্বামী এবং শশুর-শাশুড়ির বিরুদ্ধে ওঠা অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন । তাঁদের দাবি ওই গৃহবধূকে মারধর করা হয়নি ।

কোচবিহার, 27 নভেম্বর: মহিলার উপর নির্মম অত্যাচারের ঘটনা আবারও প্রকাশ্যে এল ৷ সাত বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু সন্তান না হওয়ার কারণেই গৃহবধূকে মারধর এবং জলের সঙ্গে বিষ মিশিয়ে জোর করে খাওয়ানো অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে (In laws accused of poisoning woman) । ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আমবাড়ি ডিমাছড়া এলাকায় ।

অভিযোগ, ওই গৃহবধূ তাঁর বাপের বাড়ি তুফানগঞ্জের চিলাখানা যাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ি থেকে বের হন । সেই সময় বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে টোটো থেকে নামিয়ে নিয়ে মারধর করে এবং জলে বিষ মিশিয়ে দিয়ে খাইয়ে দেয় । তারপরে ওই গৃহবধূকে বাড়িতে নিয়ে এসে ঘরের মধ্যেই ফেলে রাখা হয় । স্থানীয় প্রতিবেশীদের সেই বিষয়টি নজরে আসে । তারাই খবর দেন ওই গৃহবধুর বাবা-মাকে । এরপরই ওই গৃহবধুর পরিবারের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Tufanganj Hospital) নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে ওই গৃহবধূর ।

শনিবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । গৃহবধূর মা জানান, এক যুবকের সঙ্গে সাত বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়েছে ৷ তিনি অভিযোগ করেন, মেয়ের সাত বছরে বিয়ে হলেও কোনও সন্তান না হওয়ায় তাঁর ওপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির সদস্যরা । তাঁর জামাই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । সন্তানের জন্য দু'জনের চিকিৎসা করানোর কথা বলেন গৃহবধূর মা-বাবা ৷ কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারে মেয়ের শশুর-শাশুড়ির তরফে সহযোগিতা করা হয় না বলে অভিযোগ (Crime against Women) ।

জানা গিয়েছে, গৃহবধূর ওপর বেশ কয়েক বছর ধরে করতে থাকা অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে । মেয়ে বাড়ি আসতে চাইলে তাঁকে টোটো গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং জলের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এর জেরে গুরুতর অসুস্থ পড়ায় প্রতিবেশীরাই খবর দেয় আমিনা বিবিদের ৷

আরও পড়ুন: প্রেমিকার 'প্ররোচনা'য় স্ত্রীকে বেধড়ক মার, ভিডিয়ো কলে সব দেখলেন তরুণী !

নির্যাতিতার মা জানান, মেয়ে সুস্থ্য হলেই পুলিশের দ্বারস্থ হবেন তিনি । অন্যদিকে, এই বিষয়ে অভিযুক্ত স্বামী এবং শশুর-শাশুড়ির বিরুদ্ধে ওঠা অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন । তাঁদের দাবি ওই গৃহবধূকে মারধর করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.